ETV Bharat / state

Mobile Trafficking Culprit Arrest : লেকটাউনে গ্রেফতার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পান্ডা - মোবাইল পাচার চক্র

আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ (International mobile trafficker arrest from Lake Town) ৷ ধৃতের নাম বিক্রম মণ্ডল ৷ গতকাল রাতে নাকা চেকিংয়ের সময় তাঁকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ ৷

Main culprit of international mobile trafficking arrests from Lake Town
Mobile
author img

By

Published : Apr 23, 2022, 12:43 PM IST

কলকাতা, 23 এপ্রিল : সল্টলেকের একাধিক জায়গা থেকে একের পর এক মোবাইল চুরির অভিযোগ আসছিল লেকটাউন থানায় ৷ কিন্তু লেকটাউন থানার পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি নাকা চেকিংয়ের সময় হঠাৎই ধরা পড়বে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পান্ডা (Main culprit of international mobile trafficking arrests from Lake Town) ৷

গতকাল রাতে ভিআইপি রোডের লেকটাউন এলাকায় নাকা চেকিংয়ে সময় ওই ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ তাঁর কাছ থেকে 14টি মোবাইল ফোন উদ্ধার হয় ৷ তিনি মূলত রিসিভার হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে ৷ তাঁর নাম বিক্রম মণ্ডল ৷ তাঁকে পরে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ ৷

পুলিশ জিজ্ঞাসাবাদের জানতে পারে হাবড়ার বাসিন্দা বিক্রম মণ্ডল ৷ বানজারা টিমের মূল পান্ডা তিনি, মূলত মোবাইল রিসিভার ছিলেন ৷ বিভিন্ন জায়গায় মোবাইল চোরেদের থেকে মোবাইল ফোন কিনে অসম হয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতেন বিক্রম মণ্ডল এবং তাঁর দলবল ৷ ফলে ভিন দেশে পাঠিয়ে দেওয়ার কারণে পুলিশ আর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে পারত না ৷ চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক চুরি যাওয়া মোবাইল পাচার চক্র কাজ করছে ৷

ইতিমধ্যেই বিক্রম মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে লেকটাউন থানার পুলিশ ৷ আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে ৷ এই চক্রের বাকিদের খোঁজ পেতে বিক্রম মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে লেকটাউন থানার পুলিশ ৷ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, সেই খোঁজও চালাচ্ছে লেকটাউন থানার পুলিশ ৷

আরও পড়ুন : Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

কলকাতা, 23 এপ্রিল : সল্টলেকের একাধিক জায়গা থেকে একের পর এক মোবাইল চুরির অভিযোগ আসছিল লেকটাউন থানায় ৷ কিন্তু লেকটাউন থানার পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি নাকা চেকিংয়ের সময় হঠাৎই ধরা পড়বে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের মূল পান্ডা (Main culprit of international mobile trafficking arrests from Lake Town) ৷

গতকাল রাতে ভিআইপি রোডের লেকটাউন এলাকায় নাকা চেকিংয়ে সময় ওই ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ তাঁর কাছ থেকে 14টি মোবাইল ফোন উদ্ধার হয় ৷ তিনি মূলত রিসিভার হিসেবে কাজ করতেন বলে জানা গিয়েছে ৷ তাঁর নাম বিক্রম মণ্ডল ৷ তাঁকে পরে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ ৷

পুলিশ জিজ্ঞাসাবাদের জানতে পারে হাবড়ার বাসিন্দা বিক্রম মণ্ডল ৷ বানজারা টিমের মূল পান্ডা তিনি, মূলত মোবাইল রিসিভার ছিলেন ৷ বিভিন্ন জায়গায় মোবাইল চোরেদের থেকে মোবাইল ফোন কিনে অসম হয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতেন বিক্রম মণ্ডল এবং তাঁর দলবল ৷ ফলে ভিন দেশে পাঠিয়ে দেওয়ার কারণে পুলিশ আর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে পারত না ৷ চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ জানতে পেরেছে, এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক চুরি যাওয়া মোবাইল পাচার চক্র কাজ করছে ৷

ইতিমধ্যেই বিক্রম মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে লেকটাউন থানার পুলিশ ৷ আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে ৷ এই চক্রের বাকিদের খোঁজ পেতে বিক্রম মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে লেকটাউন থানার পুলিশ ৷ এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, সেই খোঁজও চালাচ্ছে লেকটাউন থানার পুলিশ ৷

আরও পড়ুন : Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.