ETV Bharat / state

SANGRAMPUR CASE : সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড - jail

সংগ্রামপুর বিষমদকাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে আমৃত্যু কারাদণ্ড দিল আলিপুর আদালত ৷ 2011 সালের এই ঘটনায় 172 জনের মৃত্যু হয় ৷

SANGRAMPUR CASE
সংগ্রামপুর বিষমদকাণ্ডে খোঁড়া বাদশার যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
author img

By

Published : Aug 2, 2021, 3:49 PM IST

Updated : Aug 2, 2021, 4:48 PM IST

কলকাতা, 2 অগস্ট : সংগ্রামপুর বিষমদকাণ্ডে আজ সাজা ঘোষণা করল আলিপুর আদালত ৷ ঘটনায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করা হয় শনিবার ৷ ঘটনায় খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয় ৷ 2011 সালে বিষমদে মৃত্যু হয় 172 জনের ৷ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ তবে নির্দিষ্ট প্রমাণের অভাবে তাদের বেকসুর খালাস করে দেওয়া হয় ৷ খোঁড়া বাদশার পাশাপাশি অভিযোগ ওঠে আরও 4 জনের বিরুদ্ধে ৷

2011 সালে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের সংগ্রামপুরে বিষমদে মৃত্যু হয় 172 জনের ৷ অভিযোগ ওঠে দেশী মদে নেশা বাড়ানোর জন্য বেশি পরিমাণে কীটনাশক দেওয়া হয় মদে ৷ সেই মদ খেয়েই মৃত্যু হয় এতজনের ৷ ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ঘটনায় মৃতদের 2 লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ৷ অসুস্থদের জন্য ঘোষণা করা হয় 50 হাজার টাকা ৷ বিষয়টি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ বিরোধীরা বামেরা তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয় ৷ ঘটনায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে সংশোধনাগার থেকে 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি দেবে কারা দফতর

সংগ্রামপুরে বিষমদে মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে 10 বছর ৷ অবশেষে আলিপুর আদালতের সাজা ঘোষণায় অভিযুক্ত খোঁড়া বাদশা আমৃত্যু কারাদণ্ড সাজা হওয়ায় স্বস্তি পেল মৃতদের পরিবার ৷

কলকাতা, 2 অগস্ট : সংগ্রামপুর বিষমদকাণ্ডে আজ সাজা ঘোষণা করল আলিপুর আদালত ৷ ঘটনায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করা হয় শনিবার ৷ ঘটনায় খোঁড়া বাদশার আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হয় ৷ 2011 সালে বিষমদে মৃত্যু হয় 172 জনের ৷ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ তবে নির্দিষ্ট প্রমাণের অভাবে তাদের বেকসুর খালাস করে দেওয়া হয় ৷ খোঁড়া বাদশার পাশাপাশি অভিযোগ ওঠে আরও 4 জনের বিরুদ্ধে ৷

2011 সালে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারের সংগ্রামপুরে বিষমদে মৃত্যু হয় 172 জনের ৷ অভিযোগ ওঠে দেশী মদে নেশা বাড়ানোর জন্য বেশি পরিমাণে কীটনাশক দেওয়া হয় মদে ৷ সেই মদ খেয়েই মৃত্যু হয় এতজনের ৷ ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ঘটনায় মৃতদের 2 লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ৷ অসুস্থদের জন্য ঘোষণা করা হয় 50 হাজার টাকা ৷ বিষয়টি নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি ৷ বিরোধীরা বামেরা তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয় ৷ ঘটনায় মূল অভিযুক্ত খোঁড়া বাদশা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে সংশোধনাগার থেকে 63 জন ষাটোর্ধ্ব বন্দিকে মুক্তি দেবে কারা দফতর

সংগ্রামপুরে বিষমদে মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে 10 বছর ৷ অবশেষে আলিপুর আদালতের সাজা ঘোষণায় অভিযুক্ত খোঁড়া বাদশা আমৃত্যু কারাদণ্ড সাজা হওয়ায় স্বস্তি পেল মৃতদের পরিবার ৷

Last Updated : Aug 2, 2021, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.