কলকাতা, 5 ডিসেম্বর: এনসিআরবি-র রিপোর্টে কলকাতা আবারও নিরাপদতম শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ৷ রাজনীতির আঙিনায় এই রিপোর্টকেই হাতিয়ার করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ৷ এই রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি কটাক্ষ করেছে বিজেপিকে ৷
2022 সালেও অপরাধের সংখ্যার নিরিখে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা ৷ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যায় সর্বনিম্ন সংখ্যক বিচারযোগ্য অপরাধের শহরগুলির তালিকায় কলকাতা আবারও শীর্ষে রয়েছে ৷ অর্থাৎ 2022 সালে টানা তৃতীয়বারের জন্য ভারতের সবচেয়ে নিরাপদ শহর মহানগরী । এই রিপোর্টই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেছেন মহুয়া মৈত্র ৷ মঙ্গলবার তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এই তথ্য তুলে ধরে একহাত নিয়েছেন বিজেপিকে ৷
-
Kolkata safest city with least crime rates for 3rd consecutive year says NCRB crime report 2022.
— Mahua Moitra (@MahuaMoitra) December 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you @MamataOfficial for keeping us safe. Maybe if @BJP4India & their trolls could learn to read they’d shut up now.
">Kolkata safest city with least crime rates for 3rd consecutive year says NCRB crime report 2022.
— Mahua Moitra (@MahuaMoitra) December 5, 2023
Thank you @MamataOfficial for keeping us safe. Maybe if @BJP4India & their trolls could learn to read they’d shut up now.Kolkata safest city with least crime rates for 3rd consecutive year says NCRB crime report 2022.
— Mahua Moitra (@MahuaMoitra) December 5, 2023
Thank you @MamataOfficial for keeping us safe. Maybe if @BJP4India & their trolls could learn to read they’d shut up now.
মহুয়া লিখেছেন, "এনসিআরবি ক্রাইম রিপোর্ট 2022 বলছে, টানা তৃতীয় বছরে সবচেয়ে কম অপরাধের হার-সহ কলকাতা সবচেয়ে নিরাপদ শহর । ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নিরাপদ রাখার জন্য । বিজেপি ও তাদের ট্রোলগুলি যদি পড়তে শিখে থাকে তাহলে এ বার তারা চুপ করবে ।"
উল্লেখ্য, কেন্দ্রের কাছে রাজ্য সরকারগুলি তাদের এলাকায় মামলাগুলির বিষয়ে যে তথ্য শেয়ার করেছেন, তার উপর ভিত্তি করে সর্বশেষ এনসিআরবি ডেটা বলছে, কলকাতায় প্রতি লক্ষ লোকে 86.5টি বিচারযোগ্য অপরাধের ঘটনা ঘটেছে ৷ তারপরে রয়েছে পুনে (মহারাষ্ট্র) 280.7 এবং হায়দরাবাদ (তেলেঙ্গানা) 299.2 ৷ বিচারযোগ্য অপরাধের মধ্যে রয়েছে ভারতীয় দণ্ডবিধি এবং এসএলএল (স্পেশাল অ্যান্ড লোকাল ল'স) ধারার অধীনে নথিভুক্ত মামলা ।
সেই সঙ্গে অপরাধের হারও কমেছে মহানগরীতে । 2021 সালে কলকাতার প্রতি লক্ষ লোকের মধ্যে 103.4টি করে বিচারযোগ্য অপরাধের ঘটনা ঘটেছে । এই বছর সেই পরিমাণটি হল 86.5 ৷ অর্থাৎ 16% এরও বেশি হ্রাস পেয়েছে 2022 সালে । 2021 সালে পুনে এবং হায়দরাবাদেও অপরাধের সংখ্যা কমেছে ৷ প্রতি লাখ জনসংখ্যায় যথাক্রমে 256.8 এবং 259.9টি করে মামলা হয়েছে ।
আরও পড়ুন: