ETV Bharat / state

লকডাউনে বন্ধ ফেসবুক লাইভ, মানুষের জন্যই সময় দিচ্ছেন মদন মিত্র

ফেসবুক লাইভ আপাতত বন্ধ রেখেছেন কারণ পালটেছে তাঁর রোজনামচা । লকডাউনে দিন-রাত মানুষের সেবায় কাটছে তাঁর । রোজই এলাকার দুস্থ, খেতে না পাওয়া মানুষগুলোকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : May 1, 2020, 11:05 AM IST

কলকাতা, 1 মে : রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বর্ণময় চরিত্র তিনি । রাজনীতিতে একসময় বেশ দাপট ও জনপ্রিয়তা ছিল তাঁর । এখন সে দাপট নেই । কিন্তু আজও সমান জনপ্রিয় তৃণমূল নেতা মদন মিত্র । রাজনৈতিক ময়দানের দাপুটে মদনই ফেসবুক লাইভের অন্যতম জনপ্রিয় মুখ ওঠেন । প্রায় প্রতিদিনই নিজের ফেসবুকে নানা ইশুতে সরব হতেন তিনি । আলাপ- আলোচনা করতেন ফেসবুক বন্ধুদের সঙ্গে । কিন্তু লকডাউনে ফেসবুকের দেওয়ালে আর দেখা যাচ্ছে না তাঁকে ।

মদন মিত্র কেন হঠাৎ চুপচাপ হয়ে গেলেন ? তা নিয়ে রীতিমতো কৌতূহল শুরু হয় নেটিজেনদের মধ্যে । হঠাৎ এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তারা । ফেসবুক লাইভ আপাতত বন্ধ রেখেছেন কারণ পালটেছে তাঁর রোজনামচা । লকডাউনে দিন-রাত মানুষের সেবায় কাটছে তাঁর । রোজই এলাকার দুস্থ, খেতে না পাওয়া মানুষগুলোকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন তিনি ।

দায়িত্বে থাকা কলকাতা এবং কামারহাটির বিভিন্ন সংগঠন নিয়ে রোজ সকাল থেকে ত্রাণ বিতরণে নেমে পড়েন মদন মিত্র । বাস ও ট‍্যাক্সি চালক থেকে শুরু করে বস্তি, ঝুপড়িবাসী, ফুটপাথবাসীদের আহারের ব্যবস্থা করে চলেছেন তিনি ।‌ দিনের শেষে ভবানীপুরের বাড়িতে ফিরে অনলাইন হতে ইচ্ছে করে না আর । তিনি জানান, দিনের শেষে নাতি মহারূপকে নিয়েই সময় কেটে যাচ্ছে । তাই আর সোশাল মিডিয়ায় যেতে ইচ্ছে করছে না ।

কলকাতা, 1 মে : রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম বর্ণময় চরিত্র তিনি । রাজনীতিতে একসময় বেশ দাপট ও জনপ্রিয়তা ছিল তাঁর । এখন সে দাপট নেই । কিন্তু আজও সমান জনপ্রিয় তৃণমূল নেতা মদন মিত্র । রাজনৈতিক ময়দানের দাপুটে মদনই ফেসবুক লাইভের অন্যতম জনপ্রিয় মুখ ওঠেন । প্রায় প্রতিদিনই নিজের ফেসবুকে নানা ইশুতে সরব হতেন তিনি । আলাপ- আলোচনা করতেন ফেসবুক বন্ধুদের সঙ্গে । কিন্তু লকডাউনে ফেসবুকের দেওয়ালে আর দেখা যাচ্ছে না তাঁকে ।

মদন মিত্র কেন হঠাৎ চুপচাপ হয়ে গেলেন ? তা নিয়ে রীতিমতো কৌতূহল শুরু হয় নেটিজেনদের মধ্যে । হঠাৎ এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তারা । ফেসবুক লাইভ আপাতত বন্ধ রেখেছেন কারণ পালটেছে তাঁর রোজনামচা । লকডাউনে দিন-রাত মানুষের সেবায় কাটছে তাঁর । রোজই এলাকার দুস্থ, খেতে না পাওয়া মানুষগুলোকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন তিনি ।

দায়িত্বে থাকা কলকাতা এবং কামারহাটির বিভিন্ন সংগঠন নিয়ে রোজ সকাল থেকে ত্রাণ বিতরণে নেমে পড়েন মদন মিত্র । বাস ও ট‍্যাক্সি চালক থেকে শুরু করে বস্তি, ঝুপড়িবাসী, ফুটপাথবাসীদের আহারের ব্যবস্থা করে চলেছেন তিনি ।‌ দিনের শেষে ভবানীপুরের বাড়িতে ফিরে অনলাইন হতে ইচ্ছে করে না আর । তিনি জানান, দিনের শেষে নাতি মহারূপকে নিয়েই সময় কেটে যাচ্ছে । তাই আর সোশাল মিডিয়ায় যেতে ইচ্ছে করছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.