ETV Bharat / state

Maa Flyover : দুর্ঘটনা এড়াতে বসছে ফেন্সিং, দুই সপ্তাহের জন্য রাতে বন্ধ থাকবে মা উড়ালপুল - Maa flyover partly closed

উড়ালপুলের পার্ক সার্কাসের দিকে 900 মিটার দৈর্ঘ্যের ফেন্সিং তৈরি করা হবে । ফেন্সিংয়ের উচ্চতা করা হচ্ছে 4 মিটার । এর মাঝের অংশের উচ্চতা থাকবে 5 মিটার । সেইসঙ্গে ফেন্সিংয়ের মাঝখানে লোহার তার দিয়ে ঘিরে দেওয়া হবে । যাতে মাঞ্জা বাইক চালকের গলায় বা মাথার কাছাকাছি না আসতে পারে ।

মা উড়ালপুল
মা উড়ালপুল
author img

By

Published : Sep 9, 2021, 5:29 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : দুই সপ্তাহের জন্য যান চলাচল বন্ধ থাকছে মা উড়ালপুলে । রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ । শহরের এই ব্যস্ততম উড়ালপুলে চিনা মাঞ্জায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে । গত তিন মাসে এই উড়ালপুলে চিনা মাঞ্জায় জখম হয়েছেন 12 জন । দুর্ঘটনা রুখতে এই উড়ালপুলের দু‘দিকে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হবে । আগামী 15 সেপ্টেম্বর থেকে রাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ৷

উড়ালপুলের পাক সার্কাসের দিকে 900 মিটার দৈর্ঘ্যের ফেন্সিং তৈরি করা হবে । ফেন্সিংয়ের উচ্চতা করা হচ্ছে 4 মিটার । এর মাঝের অংশের উচ্চতা থাকবে 5 মিটার । সেইসঙ্গে ফেন্সিংয়ের মাঝখানে লোহার তার দিয়ে ঘিরে দেওয়া হবে । যাতে মাঞ্জা বাইক চালকের গলায় বা মাথার কাছাকাছি না আসতে পারে ।

আরও পড়ুন, উড়ালপুলে দুর্ঘটনা রুখতে কাঁটাতারে মুড়তে চলছে মা

মা ফ্লাইওভারের দুই দিকে ঘিঞ্জি এলাকা । প্রায়শই মা উড়ালপুলের গা-ঘেঁষা বাড়িগুলির ছাদে ঘুড়ি ওড়ানো হয় চিনা মাঞ্জায় । উড়ালপুলের উপর দিয়ে বাইক আরোহী যাতায়াতের সময় চিনা মাঞ্জা গলায় লেগে দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনা এড়াতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে উড়ালপুলের দুই দিকে লোহার তার ও পাত দিয়ে ফেন্সিং দিয়ে প্রাচীর তৈরি করে দেওয়া হবে । যাতে বাইক আরোহীরা উড়ালপুলের উপর দিয়ে যাতায়াতের সময় চিনা মাঞ্জার দুর্ঘটনার কবলে না পড়েন ।

পরীক্ষামূলকভাবে মা ফ্লাইওভারের কিছু অংশ কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল । এবার টেন্ডার করে স্থায়ীভাবে মা ফ্লাইওভারের দু‘দিকে প্রাচীর তৈরি করা হবে । রাতের দিকে এই কাজ হবে ৷ সকালে যান চলাচল স্বাভাবিক থাকবে ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর : দুই সপ্তাহের জন্য যান চলাচল বন্ধ থাকছে মা উড়ালপুলে । রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ । শহরের এই ব্যস্ততম উড়ালপুলে চিনা মাঞ্জায় একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে । গত তিন মাসে এই উড়ালপুলে চিনা মাঞ্জায় জখম হয়েছেন 12 জন । দুর্ঘটনা রুখতে এই উড়ালপুলের দু‘দিকে ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হবে । আগামী 15 সেপ্টেম্বর থেকে রাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে ৷

উড়ালপুলের পাক সার্কাসের দিকে 900 মিটার দৈর্ঘ্যের ফেন্সিং তৈরি করা হবে । ফেন্সিংয়ের উচ্চতা করা হচ্ছে 4 মিটার । এর মাঝের অংশের উচ্চতা থাকবে 5 মিটার । সেইসঙ্গে ফেন্সিংয়ের মাঝখানে লোহার তার দিয়ে ঘিরে দেওয়া হবে । যাতে মাঞ্জা বাইক চালকের গলায় বা মাথার কাছাকাছি না আসতে পারে ।

আরও পড়ুন, উড়ালপুলে দুর্ঘটনা রুখতে কাঁটাতারে মুড়তে চলছে মা

মা ফ্লাইওভারের দুই দিকে ঘিঞ্জি এলাকা । প্রায়শই মা উড়ালপুলের গা-ঘেঁষা বাড়িগুলির ছাদে ঘুড়ি ওড়ানো হয় চিনা মাঞ্জায় । উড়ালপুলের উপর দিয়ে বাইক আরোহী যাতায়াতের সময় চিনা মাঞ্জা গলায় লেগে দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনা এড়াতে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে উড়ালপুলের দুই দিকে লোহার তার ও পাত দিয়ে ফেন্সিং দিয়ে প্রাচীর তৈরি করে দেওয়া হবে । যাতে বাইক আরোহীরা উড়ালপুলের উপর দিয়ে যাতায়াতের সময় চিনা মাঞ্জার দুর্ঘটনার কবলে না পড়েন ।

পরীক্ষামূলকভাবে মা ফ্লাইওভারের কিছু অংশ কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল । এবার টেন্ডার করে স্থায়ীভাবে মা ফ্লাইওভারের দু‘দিকে প্রাচীর তৈরি করা হবে । রাতের দিকে এই কাজ হবে ৷ সকালে যান চলাচল স্বাভাবিক থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.