ETV Bharat / state

Kolkata Police Noble Work: কলকাতা পুলিশের সহায়তায় বৃদ্ধ দম্পতি পেল নিরাপদ আশ্রয় - একাকী বৃদ্ধ দম্পতি পেলেন নিরাপদ আশ্রয়

একাকী বৃদ্ধ দম্পতির মাশিহা হলেন কলকাতা পুলিশ ৷ লালবাজারের সহায়তায় ঘর হারানো দম্পতি পেলেন মাথার উপর ছাদ ৷ বর্তমানে তাঁদের জায়গা হয়েছে দাতব্য হোমে ৷

Kolkata Police noble work
কলকাতা পুলিশ
author img

By

Published : May 10, 2023, 9:33 PM IST

কলকাতা, 10 মে: ফের দেখা গেল কলকাতা পুলিশের মানবিক রূপ । একাকী বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় পাঠাল লালবাজার ৷ ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনা থানা এলাকায় । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া দিতে পারেননি ৷ তাই বাড়িওয়ালা উৎখাত করে দেয় ষাটোর্ধ্ব এক দম্পতিকে । কোনও প্রকারে এলাকারই একটি নির্মীয়মাণ বাড়ির এক চিলতে খোলা বারান্দায় দু'তিন দিন ধরে থাকছিলেন তাঁরা । এলাকার বাসিন্দারা তাঁদের একবেলা কিংবা দুবেলা খেতে দিত । পাড়ার ছেলেরাই একটি হাড়িতে করে বসিয়ে দিয়ে যেত খাবার জল । সেই জল আর লোকের দেওয়া খাবার খেয়েই দিন কাটছিল বৃদ্ধ দম্পতির ।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে ট্যাগ করে তাদের দারিদ্রতা এবং নিঃসঙ্গতাকে তুলে ধরেন এলাকারই এক যুবক । সেই খবর পায় স্থানীয় সরশুনা থানা । এরপর ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ ৷ সরশুনা থানার অফিসার ইনচার্জ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, কনস্টেবল তাপস সিং এবং কনস্টেবল রাকেশ মণ্ডল এবং হোম গার্ড মিঠু দত্ত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট বাড়িওয়ালা সঙ্গে কথা বলেন । পরে সেই বৃদ্ধ দম্পতিকে ওই অবস্থা থেকে উদ্ধার করে পুলিশের গাড়ি করে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার চলে ৷ এরপর পাকাপাকিভাবে একটি দাতব্য হোমে তাদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয় । এই বন্দোবস্ত করে দেন সরশুনা থানার ওসি । ওই এলাকার অনেকেই পুলিশের এই মানবিক কাজের জন্য খুশি । ওই দম্পতির কোনও সন্তান বা আত্মীয়-স্বজন এলাকায় রয়েছেন কি না, তার খোঁজখবর ইতিমধ্যেই শুরু করেছে সরশুনা থানার পুলিশ ।

তবে এই প্রথম নয় এর আগে একাধিকবার ধরা পড়েছে কলকাতা পুলিশের মানবিক রূপ ৷ সম্প্রতি লালবাজারের এক কলস্টেবল ঋণের জালে জড়িয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আশার পরেই তাঁর পাশে দাঁড়ান নগরপাল বিনীত গোয়েল ৷ টাকা মিটিয়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷

আরও পড়ুন: সাইক্লিস্ট কনস্টেবলের স্বপ্নপূরণে পাশে দাঁড়াল কলকাতা পুলিশ

কলকাতা, 10 মে: ফের দেখা গেল কলকাতা পুলিশের মানবিক রূপ । একাকী বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় পাঠাল লালবাজার ৷ ঘটনাটি ঘটেছে বেহালার সরশুনা থানা এলাকায় । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া দিতে পারেননি ৷ তাই বাড়িওয়ালা উৎখাত করে দেয় ষাটোর্ধ্ব এক দম্পতিকে । কোনও প্রকারে এলাকারই একটি নির্মীয়মাণ বাড়ির এক চিলতে খোলা বারান্দায় দু'তিন দিন ধরে থাকছিলেন তাঁরা । এলাকার বাসিন্দারা তাঁদের একবেলা কিংবা দুবেলা খেতে দিত । পাড়ার ছেলেরাই একটি হাড়িতে করে বসিয়ে দিয়ে যেত খাবার জল । সেই জল আর লোকের দেওয়া খাবার খেয়েই দিন কাটছিল বৃদ্ধ দম্পতির ।

কলকাতা পুলিশের ফেসবুক পেজে ট্যাগ করে তাদের দারিদ্রতা এবং নিঃসঙ্গতাকে তুলে ধরেন এলাকারই এক যুবক । সেই খবর পায় স্থানীয় সরশুনা থানা । এরপর ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ ৷ সরশুনা থানার অফিসার ইনচার্জ সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, কনস্টেবল তাপস সিং এবং কনস্টেবল রাকেশ মণ্ডল এবং হোম গার্ড মিঠু দত্ত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট বাড়িওয়ালা সঙ্গে কথা বলেন । পরে সেই বৃদ্ধ দম্পতিকে ওই অবস্থা থেকে উদ্ধার করে পুলিশের গাড়ি করে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার চলে ৷ এরপর পাকাপাকিভাবে একটি দাতব্য হোমে তাদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয় । এই বন্দোবস্ত করে দেন সরশুনা থানার ওসি । ওই এলাকার অনেকেই পুলিশের এই মানবিক কাজের জন্য খুশি । ওই দম্পতির কোনও সন্তান বা আত্মীয়-স্বজন এলাকায় রয়েছেন কি না, তার খোঁজখবর ইতিমধ্যেই শুরু করেছে সরশুনা থানার পুলিশ ।

তবে এই প্রথম নয় এর আগে একাধিকবার ধরা পড়েছে কলকাতা পুলিশের মানবিক রূপ ৷ সম্প্রতি লালবাজারের এক কলস্টেবল ঋণের জালে জড়িয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আশার পরেই তাঁর পাশে দাঁড়ান নগরপাল বিনীত গোয়েল ৷ টাকা মিটিয়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে ৷

আরও পড়ুন: সাইক্লিস্ট কনস্টেবলের স্বপ্নপূরণে পাশে দাঁড়াল কলকাতা পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.