ETV Bharat / state

লকডাউনে কাজহারা মহিলার মৃত্যু, নিভল সূর্যর জীবনের "আলো"

author img

By

Published : Apr 5, 2020, 8:43 AM IST

কালীঘাটের ফুটপাথে থাকত মা-ছেলে । কালীঘাটে কয়েকটা খাবারের দোকানে বাসন ধুয়ে সংসার চালাত বছর 40 -এর সুমিত্রা সরদার । লকডাউনের জেরে ফুটপাথের খাবার দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারায় সে । শুক্রবার রাতে পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে সুমিত্রা । গতকাল ভোর রাতে তার মৃত্যু হয় ।

Kalighat
কালীঘাট

কলকাতা, 5 এপ্রিল : ছেলেকে নিয়ে ফুটপাথেই দিন কাটত । কোনওরকমে খাবার জোগাড় করে বাঁচত দু'জনে । কিন্তু লকডাউনের এই পরিস্থিতিতে সেই খাবারটুকু জোটানোও প্রায় অসম্ভব হয়ে উঠেছিল । কোনওরকমে খাবার খুঁজে ছেলেকে খাইয়েছিল । আর নিজে রাস্তা থেকে কুড়িয়ে পচা খাবার খেয়েছে । শুক্রবার রাতে অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে নিকটবর্তী হাসপাতালে যায় ওই মহিলা । পরের দিন সকালে মৃত্যু হয় তার । কিন্তু ছেলে তখনও ঘুমিয়ে । জানতও না মায়ের মৃত্যু হয়েছে হাসপাতালে । সারারাত কয়েকটি কুকুর তাকে আগলায় । পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই নাবালককে উদ্ধার করল কালীঘাট থানার পুলিশ।

একে কোরোনা থাবায় জর্জরিত দেশ । তার উপর লকডাউন । আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজের দিন আনা দিন খাওয়া মানুষেরা । লকডাউনের জেরে তাদের কাজ নেই । দু'বেলা দু'মুঠো খাবার জুটছে না অনেকেরই । অনাহারে, অর্ধাহারে বা কোনওমতে এদিক ওদিক থেকে কুড়িয়ে খাবার জোগাড় করে দিন কাটছে তাদের । এই সামগ্রিক পরিস্থিতির এক করুণ ছবি ধরা পড়ল কালীঘাটে ।

কালীঘাটের ফুটপাথে থাকত ওই মা-ছেলে । বাবার অন্য সংসার থাকায় এই দু'জনের দেখভাল কেন খোঁজটুকুও নেয়নি কখনও । কালীঘাটে কয়েকটা খাবারের দোকানে বাসন ধুয়ে সংসার চালাত বছর 40 -এর সুমিত্রা সরদার । ছেলে সূর্যকে স্কুলেও ভরতি করেছিল। সব ঠিকঠাকই চলছিল । কিন্তু বাধ সাধে লকডাউন । লকডাউনের জেরে ফুটপাথের খাবার দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারায় সে । পুলিশের দেওয়া খাবার সূর্যকে খাইয়ে নিজের জন্য উচ্ছিষ্ট রেখে দিচ্ছিল । এরপর শুক্রবার অসুস্থ হয়ে পড়ে সুমিত্রা । শুরু হয় পেটব্যথা। রাস্তায় পথকুকুরদের ভরসায় ছেলেকে শুইয়ে রেখে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভরতি নিয়ে নেয় । গতকাল ভোররাতে সেখানেই মৃত্যু হয় তার । সেই সময় সূর্য ঘুমিয়ে । জানতই না তার জীবনে কী ঘটে গেছে । মায়ের অনুপস্থিতি কিছুক্ষণের জন্য তাকে বুঝতে দেয়নি পথকুকুররা ।

পরে বিষয়টি কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের ময়ূরাক্ষী দাস জানতে পেরে ফুটপাথে গিয়ে সূর্যকে উদ্ধার করেন । তখনও দায়িত্ব নিয়ে সূর্যকে ঘিরে রয়েছে কুকুরের দল । খবর পৌঁছায় কালীঘাট থানায় । OC শান্তনু সিনহাবিশ্বাসের উদ্যোগে সূর্যকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি হোমে । আর এখানেই শেষ হয়ে যায় এক মায়ের স্বপ্ন ।

কলকাতা, 5 এপ্রিল : ছেলেকে নিয়ে ফুটপাথেই দিন কাটত । কোনওরকমে খাবার জোগাড় করে বাঁচত দু'জনে । কিন্তু লকডাউনের এই পরিস্থিতিতে সেই খাবারটুকু জোটানোও প্রায় অসম্ভব হয়ে উঠেছিল । কোনওরকমে খাবার খুঁজে ছেলেকে খাইয়েছিল । আর নিজে রাস্তা থেকে কুড়িয়ে পচা খাবার খেয়েছে । শুক্রবার রাতে অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে নিকটবর্তী হাসপাতালে যায় ওই মহিলা । পরের দিন সকালে মৃত্যু হয় তার । কিন্তু ছেলে তখনও ঘুমিয়ে । জানতও না মায়ের মৃত্যু হয়েছে হাসপাতালে । সারারাত কয়েকটি কুকুর তাকে আগলায় । পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই নাবালককে উদ্ধার করল কালীঘাট থানার পুলিশ।

একে কোরোনা থাবায় জর্জরিত দেশ । তার উপর লকডাউন । আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সমাজের দিন আনা দিন খাওয়া মানুষেরা । লকডাউনের জেরে তাদের কাজ নেই । দু'বেলা দু'মুঠো খাবার জুটছে না অনেকেরই । অনাহারে, অর্ধাহারে বা কোনওমতে এদিক ওদিক থেকে কুড়িয়ে খাবার জোগাড় করে দিন কাটছে তাদের । এই সামগ্রিক পরিস্থিতির এক করুণ ছবি ধরা পড়ল কালীঘাটে ।

কালীঘাটের ফুটপাথে থাকত ওই মা-ছেলে । বাবার অন্য সংসার থাকায় এই দু'জনের দেখভাল কেন খোঁজটুকুও নেয়নি কখনও । কালীঘাটে কয়েকটা খাবারের দোকানে বাসন ধুয়ে সংসার চালাত বছর 40 -এর সুমিত্রা সরদার । ছেলে সূর্যকে স্কুলেও ভরতি করেছিল। সব ঠিকঠাকই চলছিল । কিন্তু বাধ সাধে লকডাউন । লকডাউনের জেরে ফুটপাথের খাবার দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারায় সে । পুলিশের দেওয়া খাবার সূর্যকে খাইয়ে নিজের জন্য উচ্ছিষ্ট রেখে দিচ্ছিল । এরপর শুক্রবার অসুস্থ হয়ে পড়ে সুমিত্রা । শুরু হয় পেটব্যথা। রাস্তায় পথকুকুরদের ভরসায় ছেলেকে শুইয়ে রেখে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভরতি নিয়ে নেয় । গতকাল ভোররাতে সেখানেই মৃত্যু হয় তার । সেই সময় সূর্য ঘুমিয়ে । জানতই না তার জীবনে কী ঘটে গেছে । মায়ের অনুপস্থিতি কিছুক্ষণের জন্য তাকে বুঝতে দেয়নি পথকুকুররা ।

পরে বিষয়টি কালীঘাটের ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটের ময়ূরাক্ষী দাস জানতে পেরে ফুটপাথে গিয়ে সূর্যকে উদ্ধার করেন । তখনও দায়িত্ব নিয়ে সূর্যকে ঘিরে রয়েছে কুকুরের দল । খবর পৌঁছায় কালীঘাট থানায় । OC শান্তনু সিনহাবিশ্বাসের উদ্যোগে সূর্যকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি হোমে । আর এখানেই শেষ হয়ে যায় এক মায়ের স্বপ্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.