ETV Bharat / state

BJP-র নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি পুলিশের

BJP
BJP
author img

By

Published : Oct 8, 2020, 10:03 AM IST

Updated : Oct 8, 2020, 6:06 PM IST

15:24 October 08

রাজ্যের তরফে অনুমতি দেওয়া হয়নি নবান্ন অভিযানের । তারপরেও BJP কর্মসূচির বিষয়ে বদ্ধপরিকর । BJP যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় , অরবিন্দ মেননরা জানিয়ে দিয়েছেন , কর্মসূচি সফল করতে চেষ্টার ত্রুটি থাকবে না । সেই অনুযায়ী কোমর বাঁধছে পুলিশ । লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ত্রিস্তরীয় ব্যারিকেডে মিছিল রুখে দেওয়ার ভাবনা রয়েছে পুলিশের । নবান্ন অভিযানকে কেন্দ্র করে মোতায়েন করা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশকর্মী । মিছিলে থাকবেন BJP যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ।

যে BJP কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাঁর নাম বলবিন্দর সিং । তিনি সাংসদ অর্জুন সিংয়ের অনুগামী বলে জানা গেছে ।

শান্তিপূর্ণ আন্দোলনকে লাঠি দিয়ে বাধা দিচ্ছে পুলিশ : দিলীপ ।  

BJP-র মিছিল ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হচ্ছে। হেস্টিংস মোড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন BJP সাংসদ অর্জুন সিং। 

14:42 October 08

"রাজনৈতিক দলের মিছিল থেকে বোমা চেল না । ওরা গুন্ডামি করছে ।" মন্তব্য ফিরহাদ হাকিমের ।

পুলিশের মারে জখম BJP নেতা অরবিন্দ মেনন । বিভিন্ন জায়গায় BJP কর্মী আহত হয়েছেন বলে খবর ।

বড়বাজারে BJP-র মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।

14:14 October 08

পুলিশের লাঠিচার্জ

মিছিলে উদ্ধার আগ্নেয়াস্ত্র : পুলিশ

14:11 October 08

hwh
হাওড়ার মিছিলে উদ্ধার আগ্নেয়াস্ত্র : পুলিশ
  • হাওড়া ময়দান মেট্রোস্টেশনের সামনে বিক্ষোভ-অশান্তি ।

13:49 October 08

tire
হাওড়ার রাস্তায় পুড়ল টায়ার
  • হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মী সমর্থকদের ।
  • পালটা লাঠিচার্জ করল পুলিশ ।
  • হাওড়া ব্রিজের নীচ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে  BJP সমর্থকরা ।
  • কর্মী-সমর্থকদের তাড়া করে পুলিশ ।
  • বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ।

13:48 October 08

  • দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল আটকাল পুলিশ ।

13:47 October 08

  • হেস্টিংসে লাঠিচার্জের পর ধরনায় BJP ।

13:27 October 08

  • পুলিশের সঙ্গে বচসা BJP কর্মীদের ।
  • রণক্ষেত্র হেস্টিংস ।
  • পুলিশের লাঠিচার্জ ।
  • চলে জলকামান ।

13:27 October 08

  • পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রাজভবন ।
  • সুনসান বিধানসভা চত্বর ।

13:00 October 08

  • মিছিলে এলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 

12:52 October 08

  • পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছুড়ল BJP কর্মী-সমর্থকরা ।

12:47 October 08

রণক্ষেত্র হাওড়া ময়দান ও হেস্টিংস
  • সাঁতরাগাছিতে মিছিল আটকাল পুলিশ ।
  • পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা BJP কর্মী-সমর্থকদের ।
  • পুলিশকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ।
  • চলছে জলকামান । অভিযোগ, কেমিকেল মেশানো জল ছোড়া হচ্ছে ।
  • মিছিল আটকাতে কাঁদানে গ্যাস প্রয়োগ করল পুলিশ ।
  • রাজু বন্দ্যোপাধ্যায় অসুস্থবোধ করেন । রাস্তায় পড়েছিলেন তিনি ।

12:28 October 08

raju banerjee
অসুস্থ হয়ে পড়েন রাজু বন্দ্যোপাধ্যায়
  • সাঁতরাগাছি থেকে মিছিল শুরু কর্মী সমর্থকদের ।

12:28 October 08

  • সেন্ট্রাল অ্যাভিনিউতে ড্রোন ওড়াল পুলিশ ।

12:25 October 08

hwh
বন্ধ করা হল হাওড়া ব্রিজ
  • হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ করা হল ।
  • হাওড়া যাওয়ার সব রাস্তা বন্ধ করেছে পুলিশ ।

12:24 October 08

  • হাওড়া ময়দানে মঞ্চে পৌঁছালেন তেজস্বী সূর্য এবং নিশীথ প্রামাণিক ।
  • রয়েছেন সৌমিত্র খাঁও ।

12:22 October 08

police
হেস্টিংস পুলিশি ঘেরাটোপে অবরুদ্ধ
  • নবান্নের মূল অভিমুথ হেস্টিংস পুলিশি ঘেরাটোপে অবরুদ্ধ ।

11:40 October 08

  • ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তাঁর মূর্তিতে মাল্যদান তেজস্বীর ।
  • উত্তর কলকাতার শিমলাস্ট্রিটে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন তেজস্বী সূর্য ।

11:38 October 08

  • নবান্ন অভিযানে যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুদীপ্ত দা গ্রেপ্তার ।
  • সুরজিৎ কর্মকারকেও গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ ।

11:37 October 08

  • হাওড়ায় পাঁচ জায়গায় ব্যারিকেড ।
  • নামানো হল জলকামান

11:15 October 08

  • কালীঘাটে বিক্ষোভ BJP-র মহিলা মোর্চার

11:08 October 08

  • অবরুদ্ধ অফিস পাড়া ।
  • পুলিশের ব্যারিকেড নেতাজি সুভাষ রোডে ।

11:07 October 08

ডানকুনিতে BJP সমর্থকদের আটকাল পুলিশ
  • ডানকুনিতে BJP সমর্থকদের আটকাল পুলিশ ।

10:45 October 08

  • হাওড়ামুখী বিদ্যাসাগর সেতু বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে ।

10:44 October 08

সাঁতরাগাছি পৌঁছালেন রাজু ও সায়ন্তন । 

সাঁতরাগাছি থেকেই তাঁদের নবান্ন অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা ।

10:32 October 08

  • নবান্নের চারপাশে কঠিন ত্রিস্তরীয় সুরক্ষার  বলয় ।
  • সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যম সবারই গতিবিধি নিয়ন্ত্রণ ।
  • সাদা পোশাকের পুলিশকর্মীদের যেতে দেওয়া হচ্ছে পরিচয়পত্র যাচাইয়ের পর ।

10:14 October 08

  • মিছিলের আগেই সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ।
  • কলকাতায় ঢোকার আগেই তাঁদের আটক করা হয় ।
  • 45 মিনিট আটকে রাখার পর রওনা ফের ।
  • “আমাদের কর্মীদের বলে দিয়েছি যেখানে আটকাবে সেখানেই অবরোধে বসে যাবে,” জানালেন BJP নেতা সায়ন্তন বসু

10:12 October 08

নবান্ন অভিযানের আগে হাওড়ায় কড়া নিরাপত্তা
  • নবান্ন অভিযানের আগে হাওড়ায় কড়া নিরাপত্তা পুলিশের ।
  • রাস্তা আটকানো হয়েছে ব্যারিকেডে ।

09:40 October 08

  • BJP-র নবান্ন অভিযানের জের, আজ হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ করার অভিযোগ ।

09:40 October 08

bjp
BJP-র সদর কার্যালয়ের সামনে BJP কর্মী সমর্থকরা
  • আমতা থানা, উলুবেড়িয়া উত্তর বিধানসভার চন্দ্রপুর আউট পোস্টে গাড়ি চলাচল বন্ধ করেছে পুলিশ ।
  • মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ।
  • রাস্তা বন্ধ ।

09:40 October 08

  • BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাসের নেতৃত্বে দলীয় কার্যালয়ে যাচ্ছিল একটি মিছিল ।
  • ডানকুনি ও বম্বে রোডের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

09:40 October 08

  • যুব মোর্চার অভিযোগ, প্রায় 10টা বাস আটকে আছে এই রাস্তায় ।
  • যুব মোর্চার কর্মীরা নবান্নের বদলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে পারে বলে যুব মোর্চা সূত্রে খবর ।

09:40 October 08

  • ত্রিস্তরীয় ব্যারিকেডে মিছিল রোখার ভাবনা পুলিশের ।
  • গোপন পরিকল্পনার কথা আঁচ করেছিল স্পেশাল ব্রাঞ্চ ।
  • সেই কারণে হাজরা মোড়, আলিপুর এবং হরিশ চ্যাটার্জি রোডে থাকছে পুলিশি ব্যবস্থাপনা ।
  • হাজরায় থাকছেন একজন ডিসি পদমর্যাদার অফিসার ।

09:30 October 08

  • নবান্ন অভিযানের আগে মুখ্যমন্ত্রী জীবাণুমুক্তকরণের জন্য দু'দিন নবান্ন বন্ধ ।

15:24 October 08

রাজ্যের তরফে অনুমতি দেওয়া হয়নি নবান্ন অভিযানের । তারপরেও BJP কর্মসূচির বিষয়ে বদ্ধপরিকর । BJP যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় , অরবিন্দ মেননরা জানিয়ে দিয়েছেন , কর্মসূচি সফল করতে চেষ্টার ত্রুটি থাকবে না । সেই অনুযায়ী কোমর বাঁধছে পুলিশ । লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ত্রিস্তরীয় ব্যারিকেডে মিছিল রুখে দেওয়ার ভাবনা রয়েছে পুলিশের । নবান্ন অভিযানকে কেন্দ্র করে মোতায়েন করা হচ্ছে প্রায় সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশকর্মী । মিছিলে থাকবেন BJP যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ।

যে BJP কর্মীর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাঁর নাম বলবিন্দর সিং । তিনি সাংসদ অর্জুন সিংয়ের অনুগামী বলে জানা গেছে ।

শান্তিপূর্ণ আন্দোলনকে লাঠি দিয়ে বাধা দিচ্ছে পুলিশ : দিলীপ ।  

BJP-র মিছিল ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হচ্ছে। হেস্টিংস মোড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন BJP সাংসদ অর্জুন সিং। 

14:42 October 08

"রাজনৈতিক দলের মিছিল থেকে বোমা চেল না । ওরা গুন্ডামি করছে ।" মন্তব্য ফিরহাদ হাকিমের ।

পুলিশের মারে জখম BJP নেতা অরবিন্দ মেনন । বিভিন্ন জায়গায় BJP কর্মী আহত হয়েছেন বলে খবর ।

বড়বাজারে BJP-র মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।

14:14 October 08

পুলিশের লাঠিচার্জ

মিছিলে উদ্ধার আগ্নেয়াস্ত্র : পুলিশ

14:11 October 08

hwh
হাওড়ার মিছিলে উদ্ধার আগ্নেয়াস্ত্র : পুলিশ
  • হাওড়া ময়দান মেট্রোস্টেশনের সামনে বিক্ষোভ-অশান্তি ।

13:49 October 08

tire
হাওড়ার রাস্তায় পুড়ল টায়ার
  • হাওড়া ব্রিজে ব্যারিকেড ভাঙার চেষ্টা BJP কর্মী সমর্থকদের ।
  • পালটা লাঠিচার্জ করল পুলিশ ।
  • হাওড়া ব্রিজের নীচ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে  BJP সমর্থকরা ।
  • কর্মী-সমর্থকদের তাড়া করে পুলিশ ।
  • বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ।

13:48 October 08

  • দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল আটকাল পুলিশ ।

13:47 October 08

  • হেস্টিংসে লাঠিচার্জের পর ধরনায় BJP ।

13:27 October 08

  • পুলিশের সঙ্গে বচসা BJP কর্মীদের ।
  • রণক্ষেত্র হেস্টিংস ।
  • পুলিশের লাঠিচার্জ ।
  • চলে জলকামান ।

13:27 October 08

  • পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে রাজভবন ।
  • সুনসান বিধানসভা চত্বর ।

13:00 October 08

  • মিছিলে এলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । 

12:52 October 08

  • পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছুড়ল BJP কর্মী-সমর্থকরা ।

12:47 October 08

রণক্ষেত্র হাওড়া ময়দান ও হেস্টিংস
  • সাঁতরাগাছিতে মিছিল আটকাল পুলিশ ।
  • পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা BJP কর্মী-সমর্থকদের ।
  • পুলিশকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি ।
  • চলছে জলকামান । অভিযোগ, কেমিকেল মেশানো জল ছোড়া হচ্ছে ।
  • মিছিল আটকাতে কাঁদানে গ্যাস প্রয়োগ করল পুলিশ ।
  • রাজু বন্দ্যোপাধ্যায় অসুস্থবোধ করেন । রাস্তায় পড়েছিলেন তিনি ।

12:28 October 08

raju banerjee
অসুস্থ হয়ে পড়েন রাজু বন্দ্যোপাধ্যায়
  • সাঁতরাগাছি থেকে মিছিল শুরু কর্মী সমর্থকদের ।

12:28 October 08

  • সেন্ট্রাল অ্যাভিনিউতে ড্রোন ওড়াল পুলিশ ।

12:25 October 08

hwh
বন্ধ করা হল হাওড়া ব্রিজ
  • হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ করা হল ।
  • হাওড়া যাওয়ার সব রাস্তা বন্ধ করেছে পুলিশ ।

12:24 October 08

  • হাওড়া ময়দানে মঞ্চে পৌঁছালেন তেজস্বী সূর্য এবং নিশীথ প্রামাণিক ।
  • রয়েছেন সৌমিত্র খাঁও ।

12:22 October 08

police
হেস্টিংস পুলিশি ঘেরাটোপে অবরুদ্ধ
  • নবান্নের মূল অভিমুথ হেস্টিংস পুলিশি ঘেরাটোপে অবরুদ্ধ ।

11:40 October 08

  • ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তাঁর মূর্তিতে মাল্যদান তেজস্বীর ।
  • উত্তর কলকাতার শিমলাস্ট্রিটে স্বামী বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করেন তেজস্বী সূর্য ।

11:38 October 08

  • নবান্ন অভিযানে যাওয়ার পথে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুদীপ্ত দা গ্রেপ্তার ।
  • সুরজিৎ কর্মকারকেও গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ ।

11:37 October 08

  • হাওড়ায় পাঁচ জায়গায় ব্যারিকেড ।
  • নামানো হল জলকামান

11:15 October 08

  • কালীঘাটে বিক্ষোভ BJP-র মহিলা মোর্চার

11:08 October 08

  • অবরুদ্ধ অফিস পাড়া ।
  • পুলিশের ব্যারিকেড নেতাজি সুভাষ রোডে ।

11:07 October 08

ডানকুনিতে BJP সমর্থকদের আটকাল পুলিশ
  • ডানকুনিতে BJP সমর্থকদের আটকাল পুলিশ ।

10:45 October 08

  • হাওড়ামুখী বিদ্যাসাগর সেতু বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে ।

10:44 October 08

সাঁতরাগাছি পৌঁছালেন রাজু ও সায়ন্তন । 

সাঁতরাগাছি থেকেই তাঁদের নবান্ন অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা ।

10:32 October 08

  • নবান্নের চারপাশে কঠিন ত্রিস্তরীয় সুরক্ষার  বলয় ।
  • সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যম সবারই গতিবিধি নিয়ন্ত্রণ ।
  • সাদা পোশাকের পুলিশকর্মীদের যেতে দেওয়া হচ্ছে পরিচয়পত্র যাচাইয়ের পর ।

10:14 October 08

  • মিছিলের আগেই সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ।
  • কলকাতায় ঢোকার আগেই তাঁদের আটক করা হয় ।
  • 45 মিনিট আটকে রাখার পর রওনা ফের ।
  • “আমাদের কর্মীদের বলে দিয়েছি যেখানে আটকাবে সেখানেই অবরোধে বসে যাবে,” জানালেন BJP নেতা সায়ন্তন বসু

10:12 October 08

নবান্ন অভিযানের আগে হাওড়ায় কড়া নিরাপত্তা
  • নবান্ন অভিযানের আগে হাওড়ায় কড়া নিরাপত্তা পুলিশের ।
  • রাস্তা আটকানো হয়েছে ব্যারিকেডে ।

09:40 October 08

  • BJP-র নবান্ন অভিযানের জের, আজ হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ করার অভিযোগ ।

09:40 October 08

bjp
BJP-র সদর কার্যালয়ের সামনে BJP কর্মী সমর্থকরা
  • আমতা থানা, উলুবেড়িয়া উত্তর বিধানসভার চন্দ্রপুর আউট পোস্টে গাড়ি চলাচল বন্ধ করেছে পুলিশ ।
  • মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ।
  • রাস্তা বন্ধ ।

09:40 October 08

  • BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রকাশ দাসের নেতৃত্বে দলীয় কার্যালয়ে যাচ্ছিল একটি মিছিল ।
  • ডানকুনি ও বম্বে রোডের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

09:40 October 08

  • যুব মোর্চার অভিযোগ, প্রায় 10টা বাস আটকে আছে এই রাস্তায় ।
  • যুব মোর্চার কর্মীরা নবান্নের বদলে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে পারে বলে যুব মোর্চা সূত্রে খবর ।

09:40 October 08

  • ত্রিস্তরীয় ব্যারিকেডে মিছিল রোখার ভাবনা পুলিশের ।
  • গোপন পরিকল্পনার কথা আঁচ করেছিল স্পেশাল ব্রাঞ্চ ।
  • সেই কারণে হাজরা মোড়, আলিপুর এবং হরিশ চ্যাটার্জি রোডে থাকছে পুলিশি ব্যবস্থাপনা ।
  • হাজরায় থাকছেন একজন ডিসি পদমর্যাদার অফিসার ।

09:30 October 08

  • নবান্ন অভিযানের আগে মুখ্যমন্ত্রী জীবাণুমুক্তকরণের জন্য দু'দিন নবান্ন বন্ধ ।
Last Updated : Oct 8, 2020, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.