কলকাতা, 27 অক্টোবর: মাথা জোড়া টাক ৷ পরনে খাটো ধুতি ৷ চোখে গোল ফ্রেমের চশমা ৷ হাতে লাঠি ৷ মা কালীর মণ্ডপের (Kali Puja 2022) সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) ! তাঁর সারা শরীরে রুপোলি রং ৷ এক ঝলক দেখলে মনে হবে, প্রমাণ আকারের কোনও গান্ধিমূর্তি ৷ কিন্তু, আদতে এই মূর্তি জীবন্ত ! জাতির জনকের বেশে যিনি ঠায় দাঁড়িয়ে রয়েছেন, তিনি একজন শিল্পী ৷ প্রৌঢ় সেই মডেলের নাম শ্রীদাম মণ্ডল ৷ তাঁকে গান্ধি সাজার বরাত দিয়েছে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের সাধারণ শ্রী শ্রী কালীপুজো কমিটি ৷ কিন্তু, কেন এই আয়োজন ? উদ্যোক্তারা জানালেন, দুর্গাপুজোর সময় কলকাতারই একটি পুজো কমিটি গান্ধিজির আদলে অসুরের মুখমণ্ডল গড়েছিল ৷ তারই জবাব দিতে এই উদ্যোগ ৷ একটা সময় প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র এই কালীপুজোর সঙ্গে যুক্ত ছিলেন ৷
প্রসঙ্গত, হিন্দু মহাসভার তরফে এবছরই প্রথম দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল ৷ কসবার রুবি কানেক্টরের কাছে ছিল তাদের মণ্ডপ ৷ সেই পুজোমণ্ডপেই মহাত্মা গান্ধিকে অসুর রূপে উপস্থাপিত করা হয় ! সপ্তমীর রাতের সেই ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। শুরু হয় বিতর্ক ৷ চাপের মুখে অসুরের মুখে বদল আনতে বাধ্য হন উদ্যোক্তারা ৷
আরও পড়ুন: অসুরের শরীরে গান্ধি মুখের ঘটনায় আদালতের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস
আমহার্স্ট স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালীপুজো কমিটির যুগ্ম সম্পাদক সুমন রায়চৌধুরী বলেন, "দক্ষিণ শহরতলির যে পুজো কমিটি মহাত্মা গান্ধিকে নিয়ে এমন কুরুচিকর, নোংরা প্রদর্শন করেছিল, আমরা আগেই তাদের নিন্দা করেছি ৷ সেই ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা 'জীবন্ত গান্ধিজি'কে আমাদের পুজোয় নিয়ে এসেছি ৷ এই দেশ মহাত্মা গান্ধিরই দেশ ৷ নাথুরাম গডসের দেশ নয় ৷ গান্ধিজি আমাদের স্বয়নে, স্বপনে সবসময় থাকবেন ৷ তাঁর আদর্শ পাথেয় করেই আমরা আগামিদিনে আরও এগিয়ে যাব ৷"
আর যিনি গান্ধিজি রূপে নিজেকে উপস্থাপিত করেছেন, তিনি কোলাঘাটের বাসিন্দা শ্রীদাম মণ্ডল ৷ জানালেন, বিভিন্ন অনুষ্ঠানে মডেলিং করেন তিনি ৷ মণীষীদের বেশ ধরে মূর্তি সেজে দাঁড়িয়ে থাকেন ৷ এবারের কালীপুজোয় গান্ধিজির চরিত্রে সাজতে পেরে আপ্লুত তিনি ৷ শ্রীদাম বলেন, "যাঁরা গান্ধিজিকে অসুর রূপে দেখাতে চেয়েছেন, তাঁর মোটেও ঠিক কাজ করেননি ৷ গান্ধিজি জাতির জনক ৷ আমি খুশি যে সেই ঘটনার প্রতিবাদে এভাবে সামিল হতে পারলাম ৷"