কলকাতা, 27 মে : যশের প্রভাব এখনও বিদ্যমান ৷ বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ,উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে এবং বীরভূমে বৃষ্টি শুরু হয়েছে ৷ প্রাথমিকভাবে এটি মেঘভাঙা বৃষ্টি বলে মনে হলেও আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে যশের প্রভাবেই এই বৃষ্টি ৷ পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়া ও মালদায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ৷
আজ ভরা কোটালের কারণে বিভিন্ন জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, "প্রশাসন তৈরি আছে। যতক্ষণ না ভাটা আসে মানুষকে সাবধান থাকতে হবে৷ " অন্যদিকে গঙ্গায় জোয়ারের সময় লকগেট সকাল 11:30 টা থেকে দুপুর 4 টে অবধি বন্ধ রাখা হবে। এর মধ্যে ভারী বৃষ্টি হলে শহরে জল জমার সম্ভাবনা আরও বাড়বে ৷
মৌসম ভবনের তরফে গতকালই জানানো হয়েছে, যশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার আশপাশে অঞ্চলে অবস্থান করছে ৷ আগামী ছয় ঘণ্টায় শক্তি হারিয়ে এটি নিম্নচাপে পরিণত হবে ৷
আরও পড়ুন : যশের প্রভাব, আজ কলকাতা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ও সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 এর কাছাকাছি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ।