ETV Bharat / state

পৌরভোটের আগে গ্রহণযোগ্যতা যাচাই করছে বাম-কংগ্রেস

পৌরসভা নির্বাচনের আগে নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে প্রস্তুতি নিচ্ছে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ দুই দলের তরফে বিশ্বাসযোগ্য কর্মীদের দিয়ে সমীক্ষা করাতে চায় বামফ্রন্ট ও কংগ্রেস উভয়ই ৷ নির্বাচনের আগেই তাই বুথগুলি সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন জেলা নেতৃত্ব ৷

কংগ্রেস ও বামফ্রন্ট
author img

By

Published : Oct 13, 2019, 8:34 PM IST

কলকাতা, 13 অক্টোবর : 2020 সালে রাজ্যে 107টি পৌরসভা ও কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে প্রস্তুতি নিচ্ছে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ দুই দলের তরফে বিশ্বাসযোগ্য কর্মীদের দিয়ে সমীক্ষা করাতে চায় বামফ্রন্ট ও কংগ্রেস উভয়ই ৷ 2020 সালের পৌরসভা অথবা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও মজবুত করার একটা প্রচেষ্টা এই সমীক্ষা, মনে করছেন বাম নেতৃত্ব । অতীতের নির্বাচনে যাঁরা ভুল তথ্য দিয়েছিলেন তাঁদের দূরে রাখা হচ্ছে সমীক্ষা থেকে ।

নির্বাচনের আগেই তাই বুথগুলি সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন জেলা নেতৃত্ব ৷ কংগ্রেস এই বিষয়ে পিছিয়ে থাকলেও দুর্গাপুজোকে কেন্দ্র করে বামফ্রন্ট শুরু করে দিয়েছে সমীক্ষার কাজটিও ৷ 2020 সালের নির্বাচনের পরই 2021 সালে বিধানসভা নির্বাচনও রয়েছে ৷ কাজেই পৌরসভা ও কর্পোরেশনের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

শহরের প্রতি ব্লক বা ওয়ার্ডে 78 থেকে 95টি বুথ থাকে ৷ সেখানে শহরতলি কিংবা গ্রামীণ এলাকায় সেই সংখ্যা ব্লক পিছু প্রায় গড়ে 250 থেকে 275 বুথ ৷ প্রত্যেকটি বুথে গুরুত্ব সহকারে সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ এলাকার মানুষ কাকে চাইছেন, যিনি মানুষের বিভিন্ন সমস্যার সঙ্গে সমাধানের পথ বাতলে দিচ্ছেন তাকেই আপাতত নির্বাচনে প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বুথে বুথে নয়, মানুষের বাড়ি বাড়ি গিয়েও জনসংযোগ করবেন রাজ্যের দুই বিরোধীদলের প্রতিনিধিরা ৷

পৌরভোটের আগে হারানো জমি কতটা ফিরে পেতে পারে তারা, এই তথ্য জানতে মরিয়া বাম ও কংগ্রেস দুই তরফই ৷ সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর CPI(M)-র পক্ষ থেকে পৌরসভা ও কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা করবে তারা । শহরতলি এবং গ্রামীণ এলাকায় বিশ্বাসযোগ্য কর্মীদের কাজে লাগাতে চায় কংগ্রেসও । দলীয় সংগঠন কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানুষের মধ্যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কতটা মজবুত হয়েছে তা যাচাই করতেই এই সমীক্ষা চালাবে দুই দল‌ । যে সব জায়গায় কংগ্রেস ও বামফ্রন্টের জনপ্রতিনিধি রয়েছেন, তাঁদের জনসংযোগ কেমন তাও খতিয়ে দেখা হবে, জানিয়েছে দুই দলই ।

পৌরভোটে সমীক্ষ নিয়ো বামফ্রন্টের বৈঠক হয়ে গিয়েছে । আগামী সপ্তাহে কংগ্রেস বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর । ইতিমধ্যেই বামফ্রন্টের জনপ্রতিনিধিদের নিয়ে জেলাস্তরে বৈঠক করেছেন জেলা নেতৃত্ব । CPI(M) সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলির জনপ্রতিনিধির ভাবমূর্তি কেমন, মানুষের সঙ্গে জনসংযোগে কতটা অভ্যস্থ তাঁরা, নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করলে মানুষের সমর্থন পাওয়া যাবে সেই বিষয়গুলি মূলত ভাবনাচিন্তার মধ্যে রেখেছে বামফ্রন্ট ।

এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং BJP-কে রুখতে নির্বাচনের বহু আগে থেকেই কোমর বেঁধে নেমেছে বাম এবং কংগ্রেস । সূত্রের খবর, পুজোর মরশুম সম্পূর্ণ হলে পরে লাগাতার প্রচার করা হবে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে । গোটা রাজ্য জুড়ে চলবে সেই প্রচার । আরও বেশি জনসংযোগেও জোর দেওয়া হবে বুথ সমীক্ষার পাশাপাশি । তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যবাসী কতটা বিরক্ত সেটাও জানতে চাইবে বাম এবং কংগ্রেস নেতৃত্ব ।

কলকাতা, 13 অক্টোবর : 2020 সালে রাজ্যে 107টি পৌরসভা ও কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে প্রস্তুতি নিচ্ছে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ দুই দলের তরফে বিশ্বাসযোগ্য কর্মীদের দিয়ে সমীক্ষা করাতে চায় বামফ্রন্ট ও কংগ্রেস উভয়ই ৷ 2020 সালের পৌরসভা অথবা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও মজবুত করার একটা প্রচেষ্টা এই সমীক্ষা, মনে করছেন বাম নেতৃত্ব । অতীতের নির্বাচনে যাঁরা ভুল তথ্য দিয়েছিলেন তাঁদের দূরে রাখা হচ্ছে সমীক্ষা থেকে ।

নির্বাচনের আগেই তাই বুথগুলি সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন জেলা নেতৃত্ব ৷ কংগ্রেস এই বিষয়ে পিছিয়ে থাকলেও দুর্গাপুজোকে কেন্দ্র করে বামফ্রন্ট শুরু করে দিয়েছে সমীক্ষার কাজটিও ৷ 2020 সালের নির্বাচনের পরই 2021 সালে বিধানসভা নির্বাচনও রয়েছে ৷ কাজেই পৌরসভা ও কর্পোরেশনের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

শহরের প্রতি ব্লক বা ওয়ার্ডে 78 থেকে 95টি বুথ থাকে ৷ সেখানে শহরতলি কিংবা গ্রামীণ এলাকায় সেই সংখ্যা ব্লক পিছু প্রায় গড়ে 250 থেকে 275 বুথ ৷ প্রত্যেকটি বুথে গুরুত্ব সহকারে সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ এলাকার মানুষ কাকে চাইছেন, যিনি মানুষের বিভিন্ন সমস্যার সঙ্গে সমাধানের পথ বাতলে দিচ্ছেন তাকেই আপাতত নির্বাচনে প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ বুথে বুথে নয়, মানুষের বাড়ি বাড়ি গিয়েও জনসংযোগ করবেন রাজ্যের দুই বিরোধীদলের প্রতিনিধিরা ৷

পৌরভোটের আগে হারানো জমি কতটা ফিরে পেতে পারে তারা, এই তথ্য জানতে মরিয়া বাম ও কংগ্রেস দুই তরফই ৷ সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর CPI(M)-র পক্ষ থেকে পৌরসভা ও কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা করবে তারা । শহরতলি এবং গ্রামীণ এলাকায় বিশ্বাসযোগ্য কর্মীদের কাজে লাগাতে চায় কংগ্রেসও । দলীয় সংগঠন কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানুষের মধ্যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কতটা মজবুত হয়েছে তা যাচাই করতেই এই সমীক্ষা চালাবে দুই দল‌ । যে সব জায়গায় কংগ্রেস ও বামফ্রন্টের জনপ্রতিনিধি রয়েছেন, তাঁদের জনসংযোগ কেমন তাও খতিয়ে দেখা হবে, জানিয়েছে দুই দলই ।

পৌরভোটে সমীক্ষ নিয়ো বামফ্রন্টের বৈঠক হয়ে গিয়েছে । আগামী সপ্তাহে কংগ্রেস বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর । ইতিমধ্যেই বামফ্রন্টের জনপ্রতিনিধিদের নিয়ে জেলাস্তরে বৈঠক করেছেন জেলা নেতৃত্ব । CPI(M) সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলির জনপ্রতিনিধির ভাবমূর্তি কেমন, মানুষের সঙ্গে জনসংযোগে কতটা অভ্যস্থ তাঁরা, নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করলে মানুষের সমর্থন পাওয়া যাবে সেই বিষয়গুলি মূলত ভাবনাচিন্তার মধ্যে রেখেছে বামফ্রন্ট ।

এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং BJP-কে রুখতে নির্বাচনের বহু আগে থেকেই কোমর বেঁধে নেমেছে বাম এবং কংগ্রেস । সূত্রের খবর, পুজোর মরশুম সম্পূর্ণ হলে পরে লাগাতার প্রচার করা হবে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে । গোটা রাজ্য জুড়ে চলবে সেই প্রচার । আরও বেশি জনসংযোগেও জোর দেওয়া হবে বুথ সমীক্ষার পাশাপাশি । তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যবাসী কতটা বিরক্ত সেটাও জানতে চাইবে বাম এবং কংগ্রেস নেতৃত্ব ।

Intro:আগামী বছর রাজ্যে ১০৭ টি পুরসভা এবং কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা। তার আগে নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করতে প্রস্তুতি নিচ্ছে বাম এবং কংগ্রেস নেতৃত্ব। দুই দলের তরফে বিশ্বাসযোগ্য কর্মীদের দিয়ে সমীক্ষা করাতে চায় বামফ্রন্ট এবং কংগ্রেস উভয়েই। নির্বাচনের আগেই বুথ গুলি সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন জেলা নেতৃত্ব। কংগ্রেস যদিও কিছুটা পিছিয়ে রয়েছে এই ব্যাপারে। বামফ্রন্ট দুর্গা পুজোকে কেন্দ্র করে শুরু করে দিয়েছে তাদের সমীক্ষার কাজটিও। শহরে প্রতি ব্লক বা ওয়ার্ডে ৭৮ থেকে ৯৫ টি বুথ থাকে। সেখানে শহরতলী কিংবা গ্রামীণ এলাকায় সেই সংখ্যা ব্লক পিছু প্রায় গড়ে ২৫০ থেকে ২৭৫ বুথ। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বুথে সন্তর্পনে সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছে বাম এবং কংগ্রেস নেতৃত্ব। এলাকায় মানুষ কাকে চাইছেন, এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সঙ্গে সমাধানের পথ বাতলে দিচ্ছেন যিনি তাকেই আপাতত নির্বাচনে প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গিয়েছে। কেবলমাত্র বুথ স্তর নয়, মানুষের বাড়ি বাড়ি গিয়েও কথা বলবেন রাজ্যের দুই বিরোধীদলের প্রতিনিধিরা।


Body:পুরভোটের আগে হারানো জমি কতটা ফিরে পেতে পারে বাম এবং কংগ্রেস তা জানতে মরিয়া হয়ে সমীক্ষা চালাচ্ছে। সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সিপিআইএমের পক্ষ থেকে পুরসভা এবং কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা করবে তারা। শহরতলী এবং গ্রামীণ এলাকায় বিশ্বাসযোগ্য কর্মীদের কাজে লাগাতে চায় কংগ্রেসও। দলীয় সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং মানুষের মধ্যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কতটা মজবুত হয়েছে তা যাচাই করতেই এই সমীক্ষা চালাবে দুই দল‌। যে সমস্ত জায়গায় কংগ্রেস এবং সিপিআইএমের বা বামফ্রন্টের জনপ্রতিনিধি রয়েছে, তাদের জনসংযোগ কেমন তাও খতিয়ে দেখা হবে দুই দলের পক্ষ থেকে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বামফ্রন্ট গত ভাবে বৈঠক হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে কংগ্রেস সেই বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বামফ্রন্টের জনপ্রতিনিধিদের নিয়ে জেলাস্তরে বৈঠক করেছেন জেলা নেতৃত্ব। সিপিআইএম সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকা গুলির জনপ্রতিনিধির ভাবমূর্তি কেমন, মানুষের সঙ্গে জনসংযোগে কতটা অভ্যস্ত তারা, কাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মানুষের সমর্থন পাওয়া যাবে সেই বিষয়গুলি মূলত ভাবনা চিন্তার মধ্যে রেখেছে বামফ্রন্ট। ২০২০ সালের পুরসভা অথবা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও মজবুত করার একটা প্রচেষ্টা বলেই এই সমীক্ষাকে ধরে নিচ্ছেন বাম নেতৃত্ব। অতীতের নির্বাচনে যারা ভুল তথ্য দিয়েছিলেন তাদেরকে দূরে রাখা হচ্ছে সমীক্ষা থেকে।


Conclusion:মূলত এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে রুখতে নির্বাচনের বহু আগে থেকেই কোমর বেঁধে নেমেছে বাম এবং কংগ্রেস। সূত্রের খবর, পুজোর মরশুম সম্পূর্ণ হলে পরে লাগাতার প্রচার করা হবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। গোটা রাজ্য জুড়ে চলবে সেই প্রচার। আরো বেশি জনসংযোগেও জোর দেওয়া হবে বুথ সমীক্ষার পাশাপাশি। তৃণমূল কংগ্রেসের শাসনকালে মানুষ কতটা বিরক্ত সেটাও জানতে চাইবে বাম এবং কংগ্রেস নেতৃত্ব।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.