ETV Bharat / state

সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ফের বিক্ষোভ বামেদের - Biman Basu

সর্বদল বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর হয়নি এরাজ্যে । তারই প্রতিবাদে আজ দ্বিতীয় দিন ফের রাস্তায় নেমে বিড়লা তারামণ্ডলের সামনে হো-চি-মিনের মূর্তির কাছে বিক্ষোভ দেখাল রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব ।

Kolkata
বিক্ষোভ রাজ্য বামফ্রন্ট নেতৃত্বের
author img

By

Published : May 1, 2020, 1:37 AM IST

কলকাতা , 30 এপ্রিল : সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিতে ফের রাস্তায় নামল রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব । আজ বেলা তিনটে নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে হো-চি-মিনের মূর্তির কাছে বিক্ষোভ দেখায় তারা । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে প্রায় 15 মিনিট ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি । লকডাউনের নিয়ম মেনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু , CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় , CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ সবকটি শরিক দলের নেতৃত্ব বিক্ষোভ দেখান ।


প্রতীকী মৌন প্রতিবাদের পর মহম্মদ সেলিম জানান, কোরোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র দেশ । রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধু ঘোষণা করে যাচ্ছে । গরিব মানুষের জন্য কোনও ঘোষণা বাস্তবে পরিণত হচ্ছে না । রাজ্য সরকার ত্রাণ দিচ্ছে না । কেন্দ্রীয় সরকারের গুদামে খাদ্য নষ্ট করছে । রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে নিতে চাইছে । কোরোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে কেবলমাত্র শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, এরাজ্যের সরকার এখনও কোনও রকম টেস্ট শুরু করেনি ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন , "হো-চি-মিনের দেশে একটি লোকও কোরোনা ভাইরাসে মারা যায়নি । অথচ তার দেশটিকে আক্রমণ করার জন্য এক সময় অ্যামেরিকার ঝাঁপিয়ে পড়েছিল । হো-চি- মিনের কাছ থেকে শিক্ষা লাভ করা উচিত । ভিয়েতনামের উপর অ্যামেরিকার নজর এখনও রয়েছে । অ্যামেরিকায় লাখ লাখ মানুষ মারা যাচ্ছে কোরোনার আক্রমণে । রাজ্য বামফ্রন্টের সকল নেতৃত্বের হাতে আমাদের প্রতিবাদের কথা লেখা রয়েছে ।"

আগের বিক্ষোভ কর্মসূচিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সজোরে ধাক্কা মারা হয় বলে অভিযোগ । তার প্রতিবাদে CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নগরপাল অনুজ শর্মার কাছে চিঠিও পাঠান । অভিযুক্ত পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন । আজ বিড়লা তারামণ্ডলের সামনে হো-চি-মিনের মূর্তির চারিদিকে নির্দিষ্ট দূরত্ব মেনে মুখে মাস্ক পরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বাম নেতৃত্ব । তবে আজ পুলিশ মোতায়েন থাকলেও কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।

কলকাতা , 30 এপ্রিল : সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারি দিতে ফের রাস্তায় নামল রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব । আজ বেলা তিনটে নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে হো-চি-মিনের মূর্তির কাছে বিক্ষোভ দেখায় তারা । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে প্রায় 15 মিনিট ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি । লকডাউনের নিয়ম মেনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু , CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় , CPI রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় সহ সবকটি শরিক দলের নেতৃত্ব বিক্ষোভ দেখান ।


প্রতীকী মৌন প্রতিবাদের পর মহম্মদ সেলিম জানান, কোরোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র দেশ । রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধু ঘোষণা করে যাচ্ছে । গরিব মানুষের জন্য কোনও ঘোষণা বাস্তবে পরিণত হচ্ছে না । রাজ্য সরকার ত্রাণ দিচ্ছে না । কেন্দ্রীয় সরকারের গুদামে খাদ্য নষ্ট করছে । রাজ্য সরকার চিকিৎসা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে নিতে চাইছে । কোরোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে কেবলমাত্র শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, এরাজ্যের সরকার এখনও কোনও রকম টেস্ট শুরু করেনি ।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন , "হো-চি-মিনের দেশে একটি লোকও কোরোনা ভাইরাসে মারা যায়নি । অথচ তার দেশটিকে আক্রমণ করার জন্য এক সময় অ্যামেরিকার ঝাঁপিয়ে পড়েছিল । হো-চি- মিনের কাছ থেকে শিক্ষা লাভ করা উচিত । ভিয়েতনামের উপর অ্যামেরিকার নজর এখনও রয়েছে । অ্যামেরিকায় লাখ লাখ মানুষ মারা যাচ্ছে কোরোনার আক্রমণে । রাজ্য বামফ্রন্টের সকল নেতৃত্বের হাতে আমাদের প্রতিবাদের কথা লেখা রয়েছে ।"

আগের বিক্ষোভ কর্মসূচিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সজোরে ধাক্কা মারা হয় বলে অভিযোগ । তার প্রতিবাদে CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নগরপাল অনুজ শর্মার কাছে চিঠিও পাঠান । অভিযুক্ত পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন । আজ বিড়লা তারামণ্ডলের সামনে হো-চি-মিনের মূর্তির চারিদিকে নির্দিষ্ট দূরত্ব মেনে মুখে মাস্ক পরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান বাম নেতৃত্ব । তবে আজ পুলিশ মোতায়েন থাকলেও কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.