কলকাতা, 30 অক্টোবর: রেশন দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে মিছিল বাম-কংগ্রেসের ৷ সোমবার খাদ্য ভবনের সামনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বে লিন্ডসে স্ট্রিট থেকে খাদ্য দফতর পর্যন্ত মিছিল করে ৷ খাদ্য ভবনের সামনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল পোড়ানো হয় ৷ অন্যদিকে, কংগ্রেসের মিছিল শেষ হওয়ার পরেই সিপিআইএম-এর তরফে কলকাতা জেলা কমিটির সদস্যরা বিক্ষোভ দেখায় ৷
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "রাজ্য সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে গরিবদের জন্য বরাদ্দ বিনামূল্যের চাল, আটা, গম-সহ নানা প্রকার রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মুনাফা লাভ করেছে নেতা মন্ত্রীরা ৷ রাজ্যে যে কত বাকিবুর রহমান তৈরি হয়ে গেছে, তার কোনও হিসেব নেই ৷ আমাদের দাবি সেই সমস্ত ঠগ ও মুনাফা খোরদের অবিলম্বে খুঁজে বের করতে হবে ৷ আমরা জানি সব দেখেও রাজ্যের মুখ্যমন্ত্রী কুম্ভকর্ণের নিদ্রায় আছেন ৷"
সিপিএম নেতা ফৈয়াজ আহমেদ খান বলেন, "রেশনে অনিয়ম হল আসলে পুকুর চুরি ৷ গরিবের পেটে লাথি মেরে কোটি কোটি টাকার চালকল, গমকল, হোটেল-রেস্তোরাঁ, কলকাতা ও দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও সম্পত্তি কেনার অভিযোগ উঠেছে বাকিবুর রহমানের বিরুদ্ধে ৷ ইতি মধ্যে 100 কোটির সম্পত্তির হদিশ তদন্তকারীরা পেয়েছেন ৷ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীও ওই একই অভিযোগে এবং বাকিবুর রহমানের সঙ্গী হিসেবে গ্রেফতার হয়েছেন ৷ আমরা বলছি, শুধু কান ধরলে হবে না, মাথাকে ধরতে হবে ৷"
আরও পড়ুন: গ্রেফতার হয়ে অসুস্থ জ্যোতিপ্রিয়, চিঠি নিয়ে ইডি দফতরে দাদা দেবপ্রিয়
রেশন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি এই মুহূর্তে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে ৷ উল্লেখ্য, ব্যাঙ্কশাল আদালতের নির্দেশ রয়েছে, মন্ত্রী জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতিশীল হলে, তাঁকে হেফাজতে নিতে পারবে ইডি ৷ আর সেই দিন থেকেই হেফাজতের সময়সীমা শুরু হবে ৷ এই পরিস্থিতিতে হাসপাতালের রিপোর্টের উপর নির্ভর করছে জ্যোতিপ্রিয় মল্লিকের ভবিষ্যৎ ৷
আরও পড়ুন: তৃণমূলের দুর্নীতির ‘ভাব সম্প্রসারণ’ শুভেন্দু অধিকারীর