ETV Bharat / state

CM Mamata Called All Party Meeting: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রীর সর্বদল বৈঠকে নেই বাম-কংগ্রেস-বিজেপি

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে নবান্নের ডাকা সর্বদল বৈঠকে থাকছে না বাম, কংগ্রেস বা বিজেপি কোনও দলই ৷ তবে এসইউসিআই-এর সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে বলেই খবর ৷ এছাড়াও বিভিন্ন আকাডেমি, শিল্পী, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ করা হয়েছে এই বৈঠকে ৷ মূলত তাদের নিয়েই এই মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠক অনুষ্ঠিত হবে।

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 8:57 PM IST

কলকাতা, 28 অগস্ট: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বৈঠকের 24 ঘণ্টা আগেই এই সর্বদল বৈঠকে যোগ না-দেওয়ার কথা সাফ জানিয়ে দিল বাম, কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ। তবে একদা তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী থাকা হিসাবে থাকা এসইউসিআই ওইদিনের নবান্ন সভা ঘরের বৈঠকে যোগদান করছে বলে জানা গিয়েছে।

সোমবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, বামফ্রন্টের তরফ থেকে একটি চিঠি লিখে জানানো হয়েছে, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ দিবসের আমন্ত্রণ পেলেও তারা সেই সর্বদল বৈঠকে যোগ দিচ্ছে না। বরং তাদের বক্তব্য, বেকারত্ব, কেন্দ্রীয় বঞ্চনা, জাত-ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করা হচ্ছে, সেই সমস্ত বিষয় বাদ দিয়ে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এই সর্বদল বৈঠকে তাদের আদৌ কোনও আগ্রহ নেই।

একইসঙ্গে, বিধানসভা নির্বাচনে বামেদের জোট সঙ্গী আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট বলেন, "সাংবাদিকদের মুখে সর্বদল বৈঠকের কথা শুনলেও, এই বিষয়ে কোনও আমন্ত্রণ আমি পাইনি। ফলে বিনা আমন্ত্রণে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে আমন্ত্রণ পেলে ভেবে দেখতাম।"

অন্যদিকে, আগামিকালের সর্বদল বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সর্বদল বৈঠকে থাকছে না কংগ্রেসের কোনও প্রতিনিধি।" তাঁর মতে, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির লড়াই চলছে। এই লড়াইয়ে যুক্ত হওয়ার বিষয়ে কংগ্রেসের কোনও আগ্রহ নেই। একইসঙ্গে তাঁর অভিমত, সর্বদল বৈঠক যদি ডাকতেই হয় তাহলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডাকুন মুখ্যমন্ত্রী। তবে সেই বিষয়টি নিয়ে ভেবে দেখবে কংগ্রেস ৷ এমনটাও জানান অধীর চৌধুরী।

আরও পড়ুন: ইউনেস্কোর কায়দায় রেড রোডে চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সম্মাননা দিতে চান মমতা

এদিকে বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারের এই সর্বদল বৈঠকে যোগ দেবে না বিজেপিও। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামিকাল মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যাচ্ছে না তাঁর দলের কোনও প্রতিনিধি। সেই সঙ্গে, তাঁর স্পষ্ট বক্তব্য, আগামী দিনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও ক্ষেত্রে মঞ্চ ভাগাভাগি করবে না বিজেপি বিধায়করা। ফলে আগামিকাল সর্বদল বৈঠকে একমাত্র উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এসইউসিআই-এর। যতদূর জানা যাচ্ছে, এছাড়া বিভিন্ন ভাষা অ্যকাডেমি, শিল্পী, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ করা হয়েছে মূলত তাদের নিয়েই এই বৈঠক মঙ্গলবার নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হবে।

কলকাতা, 28 অগস্ট: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বৈঠকের 24 ঘণ্টা আগেই এই সর্বদল বৈঠকে যোগ না-দেওয়ার কথা সাফ জানিয়ে দিল বাম, কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ। তবে একদা তৃণমূল কংগ্রেসের জোট সঙ্গী থাকা হিসাবে থাকা এসইউসিআই ওইদিনের নবান্ন সভা ঘরের বৈঠকে যোগদান করছে বলে জানা গিয়েছে।

সোমবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, বামফ্রন্টের তরফ থেকে একটি চিঠি লিখে জানানো হয়েছে, রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ দিবসের আমন্ত্রণ পেলেও তারা সেই সর্বদল বৈঠকে যোগ দিচ্ছে না। বরং তাদের বক্তব্য, বেকারত্ব, কেন্দ্রীয় বঞ্চনা, জাত-ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে যে বিভাজন তৈরি করা হচ্ছে, সেই সমস্ত বিষয় বাদ দিয়ে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে এই সর্বদল বৈঠকে তাদের আদৌ কোনও আগ্রহ নেই।

একইসঙ্গে, বিধানসভা নির্বাচনে বামেদের জোট সঙ্গী আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি স্পষ্ট বলেন, "সাংবাদিকদের মুখে সর্বদল বৈঠকের কথা শুনলেও, এই বিষয়ে কোনও আমন্ত্রণ আমি পাইনি। ফলে বিনা আমন্ত্রণে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে আমন্ত্রণ পেলে ভেবে দেখতাম।"

অন্যদিকে, আগামিকালের সর্বদল বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সর্বদল বৈঠকে থাকছে না কংগ্রেসের কোনও প্রতিনিধি।" তাঁর মতে, পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির লড়াই চলছে। এই লড়াইয়ে যুক্ত হওয়ার বিষয়ে কংগ্রেসের কোনও আগ্রহ নেই। একইসঙ্গে তাঁর অভিমত, সর্বদল বৈঠক যদি ডাকতেই হয় তাহলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডাকুন মুখ্যমন্ত্রী। তবে সেই বিষয়টি নিয়ে ভেবে দেখবে কংগ্রেস ৷ এমনটাও জানান অধীর চৌধুরী।

আরও পড়ুন: ইউনেস্কোর কায়দায় রেড রোডে চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সম্মাননা দিতে চান মমতা

এদিকে বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারের এই সর্বদল বৈঠকে যোগ দেবে না বিজেপিও। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামিকাল মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যাচ্ছে না তাঁর দলের কোনও প্রতিনিধি। সেই সঙ্গে, তাঁর স্পষ্ট বক্তব্য, আগামী দিনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও ক্ষেত্রে মঞ্চ ভাগাভাগি করবে না বিজেপি বিধায়করা। ফলে আগামিকাল সর্বদল বৈঠকে একমাত্র উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এসইউসিআই-এর। যতদূর জানা যাচ্ছে, এছাড়া বিভিন্ন ভাষা অ্যকাডেমি, শিল্পী, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ করা হয়েছে মূলত তাদের নিয়েই এই বৈঠক মঙ্গলবার নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.