কলকাতা, 21 জুন: পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছে । সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ এই নিয়ে আগামী 7 জুলাই সিবিআই'কে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছেন তিনি ৷ আদালতের এই রায়ে খুশি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ আদালতের উপর ভরসা রেখে এই ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশনারের কড়া সমালোচনা করল বাম-কংগ্রেস ।
এদিন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "নথি বিকৃতি হয়েছে । আধিকারিকদের একটা অংশ এরসঙ্গে যুক্ত । সার্টিফিকেট না-দেওয়ায় সমস্যা হয়েছে । বিচারালয় কথা বলছে । বিচারপতি বলে থাকলে সংগত কথা বলেছেন । বামফ্রন্টের তরফে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম । কিন্তু আমাদের কথা কানে তোলেনি কমিশন । চোখে ঠুলি পড়েছে । এরকম কমিশন থাকলে শক্তির প্রয়োজন হয় । কোর্টের নির্দেশ থাকলে কমিশনের কমপ্লাই করা উচিত । রাজ্য সরকারের বাধ সাধা উচিত নয় ।"
নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন না-করতে পারেন তাহলে কমিশনারের পদ ছেড়ে দেওয়া উচিত বলেও এদিন মন্তব্য করেছেন বিচারপতি । এ বিষয়ে বিমান বসু বলেন,"নির্বাচনকে খেলনার মতো বিচার করা হচ্ছে । দু-একটা ক্ষেত্রে ভয় ভীতি দেখানো হচ্ছে । পুলিশ জোর করে নিয়ে যাচ্ছে । সরকার বলে দিয়েছে । টিএমসি গেলে গ্রামের লোক ঘিরে ফেলবে ।"
অন্যদিকে, আদালতের এদিনের নির্দেশে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ বিষয়টিকে খুশির খবর বলে তিনি জানিয়েছেন । এর সঙ্গে বড়ঞার ঘটনার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির তরফে সৌম্য আইচ রায় বলেন,"এই জয় গণতন্ত্রের জয় । এই জয় সত্যাগ্রহের জয় । বড়ঞার ঘটনায় হস্তক্ষেপ করল মাননীয় হাইকোর্ট । সমস্ত কংগ্রেস প্রার্থীদের যাঁদের ফর্ম বি গতকাল ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিল তৃণমূলীরা, সেই সমস্ত কংগ্রেস প্রার্থীদের ফর্ম 'বি' নতুন করে উপযুক্ত পুলিশি নিরাপত্তায় গ্রহণের নির্দেশ দেওয়া হল ।"
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নথি বিকৃতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
উল্লেখ্য, বড়ঞায় গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং যে সমস্ত কংগ্রেস প্রার্থীদের ফর্ম বি মঙ্গলবার ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল, তাঁদের প্রত্যেকের ফর্ম বি নতুন করে জমা নেওয়ার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আজ পর্যন্ত টানা সত্যাগ্রহ অবস্থানে বসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷