ETV Bharat / state

Ballygunge Accident: বালিগঞ্জে ঘাতক বিলাসবহুল গাড়ির ব্ল্যাক বক্সের তথ্য পেতে চাইছে লালবাজার - Suyash Parasrampuria

বালিগঞ্জ সার্কুলার রোডে বেপরোয়া গতির বলি হয়েছিলেন এক পথচারী (Pedestrian Dies in Road Accident at Ballygunge) ৷ ইতিমধ্যেই চালক সুযশ পরশরামপুরিয়াকে (Suyash Parasrampuria) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । এবার সেই ঘটনায় বিদেশি বিলাসবহুল গাড়িটির ব্ল্যাক বক্সের তথ্য পেতে চাইছে লালবাজার ৷

Lalbazar trying to get information about car black box in Ballygunge Accident
Ballygunge Accident
author img

By

Published : Aug 9, 2022, 10:22 PM IST

কলকাতা, 9 অগস্ট: বালিগঞ্জ সার্কুলার রোডের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলা পথচারীর । এই ঘটনায় ইতিমধ্যেই চালক সুযশ পরশরামপুরিয়াকে(Suyash Parasrampuria) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । তাকে জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য ৷

ধৃত জেরায় জানিয়েছে, যখন বিদেশি বিলাসবহুল গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ছে ঠিক সেই সময়ে তার এয়ার ব্যাগ খুলে যায় ৷ এর ফলে চালক নাকি সামনের দিকে কিছুই দেখতে পাননি । কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডের মতো একটি জনবহুল রাস্তায় গাড়িটির সেই সময়ের গতিবেগ ছিল 100 কিলোমিটার । যে জায়গায় গাড়ির গতিবেগ থাকার কথা 30 থেকে 40 এর মধ্যে । এমনটাই মত কলকাতার ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ কর্মীদের (Ballygunge Accident) ।

কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এত দ্রুতগতিতে কীভাবে গাড়িটি এল ? দুর্ঘটনার কবলে পড়ার আগের মুহূর্তে চালকের তরফ থেকে কোন তৎপরতা দেখানো হয়েছিল কি না, এই সকল খুঁটিনাটি তথ্য জানার জন্য এবার সংশ্লিষ্ট ঘাতক গাড়ির ব্ল্যাক বক্স থেক তথ্য পেতে চাইছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই বিদেশি বিলাসবহুল গাড়িটির কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । জানা গিয়েছে, সংশ্লিষ্ট গাড়ির ব্ল্যাক বক্সের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে কোম্পানির থেকে(Lalbazar trying to get information about car black box in Ballygunge Accident) ।

প্রসঙ্গত, রবিবার বিকেলে বালিগঞ্জ সার্কুলার রোডের ওপর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা । এইচএসসি বোস রোডের উপর দিয়ে দ্রুতগতিতে ছুটে আসছিল একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি । নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি গাড়ি এবং পরে দাঁড়িয়ে থাকা অপর একটি অভিজাত গাড়িতে ধাক্কা মেরে সরাসরি পথচারী ষষ্টী দাস (Sawsti Das) নামে এক মহিলাকে পিষে দেয় । ঘটনাস্থলে বালিগঞ্জ থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি । চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন: বালিগঞ্জে বিলাসবহুল গাড়িতে জয় রাইডের বলি 1 পথচারী, ধৃত চালক

এই ঘটনায় ইতিমধ্যেই বালিগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে সুযশ পরশরামপুরিয়াকে ৷ তাকে আদালতে তোলা হলে বিচারক 12 অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । ইতিমধ্যেই ঘাতক গাড়িটি পরীক্ষা করা হয়েছে । বেশ কিছু নমুনা সেই গাড়ি থেকে সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা । জানা গিয়েছে, সংগ্রহ করা সকল তথ্য প্রমাণ এই ঘটনায় তদন্তে অনেকটা সাহায্য করবে তদন্তকারী আধিকারিকদের ।

কলকাতা, 9 অগস্ট: বালিগঞ্জ সার্কুলার রোডের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলা পথচারীর । এই ঘটনায় ইতিমধ্যেই চালক সুযশ পরশরামপুরিয়াকে(Suyash Parasrampuria) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ । তাকে জেরা করে উঠে এসেছে একাধিক তথ্য ৷

ধৃত জেরায় জানিয়েছে, যখন বিদেশি বিলাসবহুল গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ছে ঠিক সেই সময়ে তার এয়ার ব্যাগ খুলে যায় ৷ এর ফলে চালক নাকি সামনের দিকে কিছুই দেখতে পাননি । কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডের মতো একটি জনবহুল রাস্তায় গাড়িটির সেই সময়ের গতিবেগ ছিল 100 কিলোমিটার । যে জায়গায় গাড়ির গতিবেগ থাকার কথা 30 থেকে 40 এর মধ্যে । এমনটাই মত কলকাতার ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ কর্মীদের (Ballygunge Accident) ।

কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এত দ্রুতগতিতে কীভাবে গাড়িটি এল ? দুর্ঘটনার কবলে পড়ার আগের মুহূর্তে চালকের তরফ থেকে কোন তৎপরতা দেখানো হয়েছিল কি না, এই সকল খুঁটিনাটি তথ্য জানার জন্য এবার সংশ্লিষ্ট ঘাতক গাড়ির ব্ল্যাক বক্স থেক তথ্য পেতে চাইছে কলকাতা পুলিশ । ইতিমধ্যেই বিদেশি বিলাসবহুল গাড়িটির কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । জানা গিয়েছে, সংশ্লিষ্ট গাড়ির ব্ল্যাক বক্সের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে কোম্পানির থেকে(Lalbazar trying to get information about car black box in Ballygunge Accident) ।

প্রসঙ্গত, রবিবার বিকেলে বালিগঞ্জ সার্কুলার রোডের ওপর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা । এইচএসসি বোস রোডের উপর দিয়ে দ্রুতগতিতে ছুটে আসছিল একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি । নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেটি একটি গাড়ি এবং পরে দাঁড়িয়ে থাকা অপর একটি অভিজাত গাড়িতে ধাক্কা মেরে সরাসরি পথচারী ষষ্টী দাস (Sawsti Das) নামে এক মহিলাকে পিষে দেয় । ঘটনাস্থলে বালিগঞ্জ থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি । চিকিৎসকরা ওই মহিলাকে মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন: বালিগঞ্জে বিলাসবহুল গাড়িতে জয় রাইডের বলি 1 পথচারী, ধৃত চালক

এই ঘটনায় ইতিমধ্যেই বালিগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে সুযশ পরশরামপুরিয়াকে ৷ তাকে আদালতে তোলা হলে বিচারক 12 অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । ইতিমধ্যেই ঘাতক গাড়িটি পরীক্ষা করা হয়েছে । বেশ কিছু নমুনা সেই গাড়ি থেকে সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা । জানা গিয়েছে, সংগ্রহ করা সকল তথ্য প্রমাণ এই ঘটনায় তদন্তে অনেকটা সাহায্য করবে তদন্তকারী আধিকারিকদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.