ETV Bharat / state

ICC World Cup 2023: বিশ্বকাপ টিকিটের দেদার কালোবাজারি, সিএবি সভাপতি স্নেহাশিসের জবাব তলব লালবাজারের - সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

ইডেন গার্ডেন্সের বাইরে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি ৷ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জবাব তলব করল কলকাতা পুলিশ ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 10:06 PM IST

Updated : Nov 2, 2023, 10:16 AM IST

কলকাতা, 1 নভেম্বর: ইডেন গার্ডেন্সের সামনে দেদার কালোবাজারি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট । আড়াই হাজার দাম একটি টিকিট বিক্রি করা হচ্ছিল 11-15 হাজার টাকায় ৷ এমনই টিকিটের কালোবাজারি করার সময় একজনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ কীভাবে এই কালোবাজারি হচ্ছে ? কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে ? তা জানতে এবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জবাব তলব করল কলকাতা পুলিশ ।

ইটিভি ভারতকে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই এক ব্যক্তি ভারতের ম্যাচে টিকিট খুঁজেছিলেন। কিন্তু তিনি কিছুটা ই-টিকিট পাচ্ছেন না । তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । যেহেতু স্নেহাশিস গঙ্গোপাধ্যায় একটি বিশেষ পদে রয়েছেন ফলে তাঁর কাছ থেকে কলকাতা পুলিশ লিখিত ব্যাখ্যা চেয়েছে যে কীভাবে ইডেন গার্ডেন্সের নিচেই দেদার কালোবাজারি হচ্ছে ৷ যে কালোবাজারি হচ্ছে এবং এক শ্রেণির মানুষ প্রচুর টিকিট সংগ্রহ করে এই কালোবাজারির কারবারে নেমেছেন তা কি তাঁরা জানতেন ? যদি জানতেন, তবে কেন পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়নি সিএবি ?’’

আরও পড়ুন: ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে প্যালেস্তাইনের পতাকা নিয়ে স্লোগান, আটক চার

5 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷ আগে থেকেই এই ম্যাচের যাবতীয় টিকিট অনলাইনে বিক্রি হয়ে গিয়েছে ৷ তবে, বহু ক্রিকেটপ্রেমী এই ম্যাচের টিকিটের জন্য মুখিয়ে রয়েছে ৷ বলা চলে বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখার জন্য টিকিটের হাহাকার লেগেছে ৷ আর তারই সুযোগ নিতে নেমে পড়েছে কিছু অসাধু লোকজন ৷ ইডেন গার্ডেন্সের বাইরে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি ৷ অঙ্কিত আগরওয়াল নামে এক যুবককে ইডেন গার্ডেন্সের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার কাছ থেকে মোট 20টি ম্যাচ টিকিট বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, অনলাইনে আইসিসি টিকিট ছাড়তেই একসঙ্গে অনেক টিকিট বুক করে ফেলেন অঙ্কিত আগরওয়াল ৷ যে টিকিটগুলির আসল দাম আড়াই হাজার টাকা ৷ এর পর ইডেনের বাইরে যেখানেই লোকজন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের জন্য খোঁজ করত ৷ সেখানে আবির্ভাব হত এই যুবকের ৷ আড়াই হাজার টাকার টিকিট 11-15 হাজার টাকা দামে বিক্রি করছিলেন তিনি ৷ খবর যায় কলকাতা পুলিশের কাছে ৷ সেই মতো মঙ্গলবার লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা সাদাপোশাকে নজরদারি শুরু করে ৷

আর সেই জালে পা দেয় টিকিটের কালোবাজারি করা এই যুবক ৷ অঙ্কিত আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ এই কালোবাজারির চক্রে আর কেউ রয়েছে কি না, তা জানার চেষ্টা করবেন গোয়েন্দারা ৷ পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে ৷ তা না হলে, একসঙ্গে এতগুলি টিকিট একজনের পক্ষে অনলাইনে কেনা সম্ভব নয় ৷ কারণ, বিশ্বকাপের টিকিটের যা চাহিদা তা নিমিশে শেষ হয়ে যাওয়ার কথা অনলাইনে ৷ ফলে একসঙ্গে এতগুলি টিকিট একজন কখনই কিনতে পারবে না ৷ এক্ষেত্রে একাধিক মাথা এর পিছনে রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের ৷

আরও পড়ুন: আড়াই হাজারের টিকিট বিকোচ্ছে 11 হাজারে ! ইডেনের বাইরে থেকে গ্রেফতার 1

কলকাতা, 1 নভেম্বর: ইডেন গার্ডেন্সের সামনে দেদার কালোবাজারি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট । আড়াই হাজার দাম একটি টিকিট বিক্রি করা হচ্ছিল 11-15 হাজার টাকায় ৷ এমনই টিকিটের কালোবাজারি করার সময় একজনকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ কীভাবে এই কালোবাজারি হচ্ছে ? কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছে ? তা জানতে এবার প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জবাব তলব করল কলকাতা পুলিশ ।

ইটিভি ভারতকে কলকাতা পুলিশের ডিসি সাউথ প্রিয়ব্রত রায় বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই এক ব্যক্তি ভারতের ম্যাচে টিকিট খুঁজেছিলেন। কিন্তু তিনি কিছুটা ই-টিকিট পাচ্ছেন না । তিনি কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । যেহেতু স্নেহাশিস গঙ্গোপাধ্যায় একটি বিশেষ পদে রয়েছেন ফলে তাঁর কাছ থেকে কলকাতা পুলিশ লিখিত ব্যাখ্যা চেয়েছে যে কীভাবে ইডেন গার্ডেন্সের নিচেই দেদার কালোবাজারি হচ্ছে ৷ যে কালোবাজারি হচ্ছে এবং এক শ্রেণির মানুষ প্রচুর টিকিট সংগ্রহ করে এই কালোবাজারির কারবারে নেমেছেন তা কি তাঁরা জানতেন ? যদি জানতেন, তবে কেন পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়নি সিএবি ?’’

আরও পড়ুন: ইডেনে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে প্যালেস্তাইনের পতাকা নিয়ে স্লোগান, আটক চার

5 নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷ আগে থেকেই এই ম্যাচের যাবতীয় টিকিট অনলাইনে বিক্রি হয়ে গিয়েছে ৷ তবে, বহু ক্রিকেটপ্রেমী এই ম্যাচের টিকিটের জন্য মুখিয়ে রয়েছে ৷ বলা চলে বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখার জন্য টিকিটের হাহাকার লেগেছে ৷ আর তারই সুযোগ নিতে নেমে পড়েছে কিছু অসাধু লোকজন ৷ ইডেন গার্ডেন্সের বাইরে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি ৷ অঙ্কিত আগরওয়াল নামে এক যুবককে ইডেন গার্ডেন্সের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার কাছ থেকে মোট 20টি ম্যাচ টিকিট বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, অনলাইনে আইসিসি টিকিট ছাড়তেই একসঙ্গে অনেক টিকিট বুক করে ফেলেন অঙ্কিত আগরওয়াল ৷ যে টিকিটগুলির আসল দাম আড়াই হাজার টাকা ৷ এর পর ইডেনের বাইরে যেখানেই লোকজন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের জন্য খোঁজ করত ৷ সেখানে আবির্ভাব হত এই যুবকের ৷ আড়াই হাজার টাকার টিকিট 11-15 হাজার টাকা দামে বিক্রি করছিলেন তিনি ৷ খবর যায় কলকাতা পুলিশের কাছে ৷ সেই মতো মঙ্গলবার লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা সাদাপোশাকে নজরদারি শুরু করে ৷

আর সেই জালে পা দেয় টিকিটের কালোবাজারি করা এই যুবক ৷ অঙ্কিত আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ এই কালোবাজারির চক্রে আর কেউ রয়েছে কি না, তা জানার চেষ্টা করবেন গোয়েন্দারা ৷ পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে ৷ তা না হলে, একসঙ্গে এতগুলি টিকিট একজনের পক্ষে অনলাইনে কেনা সম্ভব নয় ৷ কারণ, বিশ্বকাপের টিকিটের যা চাহিদা তা নিমিশে শেষ হয়ে যাওয়ার কথা অনলাইনে ৷ ফলে একসঙ্গে এতগুলি টিকিট একজন কখনই কিনতে পারবে না ৷ এক্ষেত্রে একাধিক মাথা এর পিছনে রয়েছে বলে সন্দেহ গোয়েন্দাদের ৷

আরও পড়ুন: আড়াই হাজারের টিকিট বিকোচ্ছে 11 হাজারে ! ইডেনের বাইরে থেকে গ্রেফতার 1

Last Updated : Nov 2, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.