কলকাতা, 24 অক্টোবর: কালীপুজোর (Kali Puja) দিন বা তার পরের দিন শহর কলকাতায় শব্দবাজি ফাটানোর উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিল লালবাজার ৷ এর পাশাপাশি এলাকার বয়স্ক নাগরিক থেকে শুরু করে পোষ্যর প্রতিও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । জানা গিয়েছে, শহরে কালীপুজার দিন বা তার পরের দিন নিষিদ্ধ শব্দবাজি ফাটালে, সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ৷ প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জদের লালবাজারে তরফ থেকে স্পষ্টভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷
এছাড়াও কোনও জায়গায় ডিজে মিউজিক বা বেআইনি শব্দবাজির ফলে শহরের বৃদ্ধ-বৃদ্ধা এবং বিশেষ করে পোষ্যদের অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় সে ব্যাপারেও বলা হয়েছে ৷ নির্দেশ অনুযায়ী, যদি অপ্রীতিকর কোনও ঘটনার অভিযোগ স্থানীয় থানা পায় তাহলে সেখানকার আধিকারিকরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ।
উল্লেখ্য, ইতিমধ্যেই কলকাতা পুলিশের (Kolkata Police) মোট 4 হাজার পুলিশ কর্মী আজ বিকেল থেকেই কর্মরত রয়েছেন । প্রত্যেকটি থানার এলাকায় মোতায়েন আছে একটি করে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি । কোন এলাকায় যদি অপ্রীতিকর ঘটনা বা ঝামেলার খবর সামনে আসে তাহলে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে ( Lalbazar orders special monitoring of aged people and pets) ।
আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগ ! মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের
এছাড়াও কলকাতা পুলিশের ডায়াল নম্বর 100-এ অভিযোগ জানানো যাবে । লালবাজার সূত্রে খবর, যদি ডায়াল নম্বর 100-এ কোন ব্যক্তি শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ জানান তাহলেও সত্তর সেই খবর স্থানীয় থানাকে জানাতে হবে ৷ এরপর সেখান থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ।