ETV Bharat / state

আজ BJP-র নবান্ন অভিযান, অনুমতি নেই লালবাজারের - লালবাজার

BJP-র নবান্ন অভিযানে অনুমতি দেয়নি লালবাজার ৷

BJP
BJP
author img

By

Published : Oct 7, 2020, 6:22 PM IST

Updated : Oct 8, 2020, 7:53 AM IST

কলকাতা, 8 অক্টোবর : BJP-কে নবান্ন অভিযানে অনুমতি দেয়নি পুলিশ ৷ নবান্ন ঘেরাওয়ের অনুমতি চেয়ে গতকাল BJP নেতৃত্ব লালবাজারে গেলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় ৷ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না ৷ রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে BJP ৷

গেরিলা কায়দায় নবান্ন অভিযান হবে বলে আগেভাগেই হুমকি দিয়েছিলেন অর্জুন সিং ৷ সেইমতো 8 অক্টোবর নবান্ন অভিযান করার পরিকল্পনা করে BJP -র যুব মোর্চা ৷ জানা যায়, মোট 4টি মিছিল করা হবে । প্রথম মিছিলটি BJP-র সদর কার্যালয় থেকে বের হবে । এই মিছিলের নেতৃত্বে দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই মিছিলেই থাকবেন রাজ্যের BJP সাংসদরা ।

দ্বিতীয় মিছিল বের হবে হাওড়া ময়দান থেকে । এই মিছিলটির নেতৃত্ব দেবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার এবং রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তৃতীয় মিছিলটি শুরু হবে সাঁতরাগাছি থেকে । চতুর্থ মিছিল শুরু হবে BJP-র নতুন অফিস হেস্টিং থেকে ৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । এছাড়া থাকবেন BJP নেতা শঙ্কুদেব পন্ডা ।

আরও পড়ুন :- জীবাণুমুক্তকরণ, আগামীকাল বন্ধ নবান্ন

যুব মোর্চার তরফে দলের 39টি সাংগঠনিক জেলা থেকে বাসে করে লোক নিয়ে আসার ব্যবস্থা করা হয় । যুব মোর্চার সহ সভাপতি ও নবান্ন অভিযানের কনভেনার রাজু সরকার বলেছিলেন, পুলিশ বাধা দিলে বাঁধবে লড়াই । পুলিশ বাধা না দিলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেব । কিন্তু নির্ধারিত দিনের আগের দিনই পুলিশের তরফে মিছিলের অনুমতি দেওয়া হয়নি ৷

লালবাজারের মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া

এবিষয়ে BJP নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘ এটাই রাজ্য়ের গণতন্ত্র ৷ পুলিশ আমাদের কোনও কিছুতেই অনুমতি দেয় না ৷ যদিও আমরা পুলিশের অনুমতির পরোয়া আমরা করি না ৷ পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাহিনীতে পরিণত হয়েছে ৷ তবে আমাদের যে কার্যক্রম আছে তা হবে ৷ কলকাতার আশপাশের জেলা থেকে সমর্থকরা আসতে শুরু করেছে ৷ আমাদের গাড়ি যেথানে আটকানো হবে সেখানেই কার্যকর্তারা অবস্থান বিক্ষোভ করবে ৷’’

কলকাতা, 8 অক্টোবর : BJP-কে নবান্ন অভিযানে অনুমতি দেয়নি পুলিশ ৷ নবান্ন ঘেরাওয়ের অনুমতি চেয়ে গতকাল BJP নেতৃত্ব লালবাজারে গেলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় ৷ পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না ৷ রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে BJP ৷

গেরিলা কায়দায় নবান্ন অভিযান হবে বলে আগেভাগেই হুমকি দিয়েছিলেন অর্জুন সিং ৷ সেইমতো 8 অক্টোবর নবান্ন অভিযান করার পরিকল্পনা করে BJP -র যুব মোর্চা ৷ জানা যায়, মোট 4টি মিছিল করা হবে । প্রথম মিছিলটি BJP-র সদর কার্যালয় থেকে বের হবে । এই মিছিলের নেতৃত্বে দেবেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই মিছিলেই থাকবেন রাজ্যের BJP সাংসদরা ।

দ্বিতীয় মিছিল বের হবে হাওড়া ময়দান থেকে । এই মিছিলটির নেতৃত্ব দেবেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, যুব মোর্চার সহ সভাপতি রাজু সরকার এবং রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তৃতীয় মিছিলটি শুরু হবে সাঁতরাগাছি থেকে । চতুর্থ মিছিল শুরু হবে BJP-র নতুন অফিস হেস্টিং থেকে ৷ এই মিছিলের নেতৃত্বে থাকবেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় । এছাড়া থাকবেন BJP নেতা শঙ্কুদেব পন্ডা ।

আরও পড়ুন :- জীবাণুমুক্তকরণ, আগামীকাল বন্ধ নবান্ন

যুব মোর্চার তরফে দলের 39টি সাংগঠনিক জেলা থেকে বাসে করে লোক নিয়ে আসার ব্যবস্থা করা হয় । যুব মোর্চার সহ সভাপতি ও নবান্ন অভিযানের কনভেনার রাজু সরকার বলেছিলেন, পুলিশ বাধা দিলে বাঁধবে লড়াই । পুলিশ বাধা না দিলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দেব । কিন্তু নির্ধারিত দিনের আগের দিনই পুলিশের তরফে মিছিলের অনুমতি দেওয়া হয়নি ৷

লালবাজারের মিছিলের অনুমতি না দেওয়া নিয়ে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া

এবিষয়ে BJP নেতা সায়ন্তন বসু বলেন, ‘‘ এটাই রাজ্য়ের গণতন্ত্র ৷ পুলিশ আমাদের কোনও কিছুতেই অনুমতি দেয় না ৷ যদিও আমরা পুলিশের অনুমতির পরোয়া আমরা করি না ৷ পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাহিনীতে পরিণত হয়েছে ৷ তবে আমাদের যে কার্যক্রম আছে তা হবে ৷ কলকাতার আশপাশের জেলা থেকে সমর্থকরা আসতে শুরু করেছে ৷ আমাদের গাড়ি যেথানে আটকানো হবে সেখানেই কার্যকর্তারা অবস্থান বিক্ষোভ করবে ৷’’

Last Updated : Oct 8, 2020, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.