ETV Bharat / state

কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ - lakshman seth

আজ কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ।

লক্ষ্মণ শেঠ
author img

By

Published : Mar 28, 2019, 3:55 PM IST

Updated : Mar 28, 2019, 4:08 PM IST

কলকাতা, 28 মার্চ : কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ। আজ বিধানভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।


লক্ষণ শেঠের বক্তব্য

  • ভারত নির্মাণ পার্টির সকলে কংগ্রেসে যোগ দিলেন
  • কেউ বলবে না আমি নন্দীগ্রাম গণহত্যার নায়ক
  • নন্দীগ্রামে যা হয়েছিল তার দায় পুলিশমন্ত্রীর
  • কোনওদিনই আমি তৃণমূলে যাওয়ার চেষ্টা করিনি

সোমেন মিত্রর বক্তব্য

  • এরাজ্যে বিনা অর্থে কোনও চাকরি হয় না
  • প্রতি বছর ঘটা করে বিজ়নেস সামিট হয়। তাতে কটা শিল্প এসেছে ?

2014-তেCPI(M) থেকে লক্ষণ শেঠকে বহিস্কার করা হয়। এরপর ভারত নির্মাণ পার্টি গঠন করেন তিনি।2016-য় যোগ দেন BJP-তে। কিন্তু সেখানেও থিতু হতে পারেননি। কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথাবলেন। এরপর থেকেই জল্পনা ছিল কোন দলে যোগ দেবেন তিনি। অনেকে ভেবেছিলেন যোগ দিতে পারেন ফের CPI(M)-এ। কিন্তু, আজকংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। বিধানভবনেপ্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে দলে যোগ দিলেন তিনি।

কলকাতা, 28 মার্চ : কংগ্রেসে যোগ দিলেন লক্ষ্মণ শেঠ। আজ বিধানভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।


লক্ষণ শেঠের বক্তব্য

  • ভারত নির্মাণ পার্টির সকলে কংগ্রেসে যোগ দিলেন
  • কেউ বলবে না আমি নন্দীগ্রাম গণহত্যার নায়ক
  • নন্দীগ্রামে যা হয়েছিল তার দায় পুলিশমন্ত্রীর
  • কোনওদিনই আমি তৃণমূলে যাওয়ার চেষ্টা করিনি

সোমেন মিত্রর বক্তব্য

  • এরাজ্যে বিনা অর্থে কোনও চাকরি হয় না
  • প্রতি বছর ঘটা করে বিজ়নেস সামিট হয়। তাতে কটা শিল্প এসেছে ?

2014-তেCPI(M) থেকে লক্ষণ শেঠকে বহিস্কার করা হয়। এরপর ভারত নির্মাণ পার্টি গঠন করেন তিনি।2016-য় যোগ দেন BJP-তে। কিন্তু সেখানেও থিতু হতে পারেননি। কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথাবলেন। এরপর থেকেই জল্পনা ছিল কোন দলে যোগ দেবেন তিনি। অনেকে ভেবেছিলেন যোগ দিতে পারেন ফের CPI(M)-এ। কিন্তু, আজকংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। বিধানভবনেপ্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে দলে যোগ দিলেন তিনি।

Last Updated : Mar 28, 2019, 4:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.