ETV Bharat / state

Room for Breastfeeding Mothers : শহরে মহিলাদের জন্য শৌচালয়ে থাকবে পৃথক ব্রেস্ট ফিডিংয়ের জায়গা

author img

By

Published : Apr 6, 2022, 7:09 AM IST

মহিলাদের জন্য তৈরি শৌচালয়েও থাকছে ব্রেস্ট ফিডিং-এর জায়গা (toilet will have facility of breast feeding)। পরিকল্পনা কলকাতা পৌরনিগমের ৷

Breast Feeding Facilities
মহিলাদের জন্য শৌচালয়ে থাকবে ব্রেস্ট ফিডিংয়ের সুবিধা

কলকাতা, 6 এপ্রিল : মহিলাদের জন্য তৈরি শৌচালয়ে থাকছে ব্রেস্ট ফিডিং-এর আলাদা জায়গা । এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । শহরের প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য পৃথক শৌচালয় বানানোর কথা আগেই ঠিক হয়েছে । এবার সেখানেই মহিলাদের জন্য পৃথকভাবে শিশুকে স্তন্যপান করানোর জায়গা থাকবে ।

বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার এক শপিং মলে শিশুকে দুধ খাওয়ানো নিয়ে বিতর্ক দানা বাঁধে । তারপরই নির্দেশিকা দেওয়া হয়েছিল, যেন প্রতিটি শপিং মলে স্তন্যপান করানোর জন্য আলাদা জায়গা থাকে । এরপর পৌরসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে শহরে মহিলাদের জন্য পৃথক শৌচালয় তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । তাই বোর্ড গঠনের পর এবিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে । মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের পাশাপাশি স্তন্যপান করানোর আলাদা ব্যবস্থাও থাকছে ৷

আরও পড়ুন: Private AC Bus in City : গরমের হাত থেকে বাঁচতে শহরের রাজপথে খুব শীঘ্র আসছে বেসরকারি এসি বাস

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়ে 5টি ওয়ার্ডে জমি চিহ্নিত হয়েছে । বাকিদের চলতি মাসের মধ্যে জায়গা দেখতে বলা হয়েছে । সেগুলি তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে ।
পাশাপাশি, কয়েকটি জায়গায় শুধুমাত্র মহিলাদের জন্য বায়ো টয়লেট বসানো হচ্ছে । 25টি এমন বায়ো টয়লেট বসানো হবে । সাফল্য পেলে আগামী দিনে এই সংখ্যা বাড়বে বলে খবর । যদিও বায়ো টয়লেট ব্যবহারের বিষয়ে জনতাকেও সচেতন থাকতে হবে বলে মনে করে পৌরনিগম । শহরের বিভিন্ন এলাকায় প্রতি ওয়ার্ডে থাকবে মহিলা শৌচালয় ৷

কলকাতা, 6 এপ্রিল : মহিলাদের জন্য তৈরি শৌচালয়ে থাকছে ব্রেস্ট ফিডিং-এর আলাদা জায়গা । এমনই পরিকল্পনা নিয়েছে কলকাতা পৌরনিগম । শহরের প্রতিটি ওয়ার্ডে মহিলাদের জন্য পৃথক শৌচালয় বানানোর কথা আগেই ঠিক হয়েছে । এবার সেখানেই মহিলাদের জন্য পৃথকভাবে শিশুকে স্তন্যপান করানোর জায়গা থাকবে ।

বেশ কয়েক বছর আগে দক্ষিণ কলকাতার এক শপিং মলে শিশুকে দুধ খাওয়ানো নিয়ে বিতর্ক দানা বাঁধে । তারপরই নির্দেশিকা দেওয়া হয়েছিল, যেন প্রতিটি শপিং মলে স্তন্যপান করানোর জন্য আলাদা জায়গা থাকে । এরপর পৌরসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে শহরে মহিলাদের জন্য পৃথক শৌচালয় তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । তাই বোর্ড গঠনের পর এবিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে । মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের পাশাপাশি স্তন্যপান করানোর আলাদা ব্যবস্থাও থাকছে ৷

আরও পড়ুন: Private AC Bus in City : গরমের হাত থেকে বাঁচতে শহরের রাজপথে খুব শীঘ্র আসছে বেসরকারি এসি বাস

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়ে 5টি ওয়ার্ডে জমি চিহ্নিত হয়েছে । বাকিদের চলতি মাসের মধ্যে জায়গা দেখতে বলা হয়েছে । সেগুলি তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে ।
পাশাপাশি, কয়েকটি জায়গায় শুধুমাত্র মহিলাদের জন্য বায়ো টয়লেট বসানো হচ্ছে । 25টি এমন বায়ো টয়লেট বসানো হবে । সাফল্য পেলে আগামী দিনে এই সংখ্যা বাড়বে বলে খবর । যদিও বায়ো টয়লেট ব্যবহারের বিষয়ে জনতাকেও সচেতন থাকতে হবে বলে মনে করে পৌরনিগম । শহরের বিভিন্ন এলাকায় প্রতি ওয়ার্ডে থাকবে মহিলা শৌচালয় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.