কলকাতা, 27 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ শুক্রবার রাতে তাঁর কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ ৷ তারাই এই আক্রমণ করেছে বলে অভিযোগ ৷ এ নিয়ে বিরোধী বাম-বিজেপি শিবিরকে নাম না-করে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ ইতিমধ্যে এই ঘটনায় কুড়মি সমাজের কাছে জবাবদিহি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ তারপর শনিবার সকালে টুইট করলেন কুণাল ৷
-
.@abhishekaitc র কনভয়ে শুক্রবার রাতে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যারা পুলকিত, তারা শুধু এটা ভাবুন কতবছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনো শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।
">.@abhishekaitc র কনভয়ে শুক্রবার রাতে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যারা পুলকিত, তারা শুধু এটা ভাবুন কতবছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনো শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 27, 2023
এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।.@abhishekaitc র কনভয়ে শুক্রবার রাতে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যারা পুলকিত, তারা শুধু এটা ভাবুন কতবছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনো শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 27, 2023
এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।
কুণাল লেখেন, "শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যাঁরা পুলকিত, তাঁরা শুধু এটা ভাবুন কত বছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনও শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন ৷ এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন ৷"
-
আন্দোলনের নামে ঝাড়গ্রামকে অশান্ত করার চক্রান্ত করছে। কুর্মি বিক্ষোভের নাম করে আদিবাসীদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান, ছুঁড়ছে মদের বোতল। ওদের নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বিবৃতি দিন - @abhishekaitc#ShameOnBJP #KhelaHobe pic.twitter.com/9jdyNs0s90
— Khela Hobe (@KhelaHobe2024) May 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আন্দোলনের নামে ঝাড়গ্রামকে অশান্ত করার চক্রান্ত করছে। কুর্মি বিক্ষোভের নাম করে আদিবাসীদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান, ছুঁড়ছে মদের বোতল। ওদের নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বিবৃতি দিন - @abhishekaitc#ShameOnBJP #KhelaHobe pic.twitter.com/9jdyNs0s90
— Khela Hobe (@KhelaHobe2024) May 27, 2023আন্দোলনের নামে ঝাড়গ্রামকে অশান্ত করার চক্রান্ত করছে। কুর্মি বিক্ষোভের নাম করে আদিবাসীদের আন্দোলনে জয় শ্রীরাম স্লোগান, ছুঁড়ছে মদের বোতল। ওদের নেতারা ৪৮ ঘণ্টার মধ্যে বিবৃতি দিন - @abhishekaitc#ShameOnBJP #KhelaHobe pic.twitter.com/9jdyNs0s90
— Khela Hobe (@KhelaHobe2024) May 27, 2023
রাজনৈতিক মহলের একটি বড় অংশের দাবি, তাঁর এই মন্তব্যটি বিরোধী সিপিএম এবং কংগ্রেসকে নিশানা করে ৷ উল্লেখ্য, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রটি একসময় বামেদের শক্তিশালী গড় হিসেবে পরিচিত ছিল ৷ 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত সিপিএম প্রার্থীরাই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন ৷ তার আগে কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে ৷
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলপাহাড়ি, জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন । তারপর পড়িহাটি থেকে বিনপুর 1 ব্লকের দহিজুড়িতে পৌঁছন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে রোড শো করে ঝাড়গ্রাম শহরে যান অভিষেক ৷ ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি ৷ এরপর 5 নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলি হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার পথে তাঁর কনভয় দেখে কুড়মি সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখাতে থাকে ৷
এই ঘটনার পিছনে বিজেপির হাত আছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছেন অভিষেক ৷ তিনি কুড়মি সমাজকে শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছেন ৷ পাশাপাশি তাঁর কনভয়, মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলা, গাড়িতে পাথর ছোড়া, তৃণমূল কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের লক্ষ্য করে ইট ছোড়া নিয়ে কুড়মি সমাজের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ৷ তাছাড়া কুড়মি সমাজের মিছিলে কেন 'জয় শ্রী রাম' ধ্বনি শোনা গেল 48 ঘণ্টার মধ্যে তার জবাবও চেয়েছেন অভিষেক ৷
আরও পড়ুন: মিছিলে জয় শ্রীরাম ধ্বনি কেন ? জবাব পেতে কুড়মি নেতাদের 48 ঘণ্টা সময় অভিষেকের !