ETV Bharat / state

Kunal Slams Suvendu: বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ রাজ্য ! শুভেন্দুর অভিযোগে পরিসংখ্যান দিলেন কুণাল

কলকাতার এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে বিদ্যুৎ বিভ্রাটের খবর মিলছে ৷ এই অবস্থায় সরকারি দফতরে চলে যান শুভেন্দু অধিকারী ৷ তাঁকে কটাক্ষ করে টুইট করলেন মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি রাজ্যে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত একটি দীর্ঘ পরিসংখ্যান তুলে ধরেন টুইটারে ৷

ETV Bharat
শুভেন্দু বনাম কুণাল
author img

By

Published : Jun 13, 2023, 2:27 PM IST

কলকাতা, 13 জুন: বিদ্যুৎ বিভ্রাট নিয়ে টুইট যুদ্ধে নামলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘনঘন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে কেন ! কাগজ হাতে বিদ্যুৎ দফতরে পৌঁছে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিদ্যুৎ সরবরাহকারী অফিসে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার বিদ্যুতের চাহিদা পূরণে ব্যর্থ ৷ প্রবল গরমে রাজ্যে বিদ্যুতের ঘাটতি বিরাট ৷

বিজেপি নেতার আরও অভিযোগ, রাজ্য সরকার কয়লার জন্য টাকা দিতে পারেনি ৷ তাই পশ্চিমবঙ্গে অনেকগুলি প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে ৷ সেই জন্যে রাজ্যের প্রত্যেকটা এলাকার মানুষকে লোডশেডিংয়ের মধ্যে থাকতে হচ্ছে ৷ এদিকে সরকার জনগণের ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ এর পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

টুইটারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি । তিনি লেখেন, বিদ্যুৎ বিশেষজ্ঞ হিসাবে শুভেন্দু অধিকারী তাঁর গভীর প্রজ্ঞা দিয়ে সবাইকে আলোকিত করেছেন ৷ তবে তিনি যে বিষয়গুলি বাদ দিয়েছেন তার একটি দীর্ঘ তালিকা দেন কুণাল ৷

  • LoP @SuvenduWB, the expert in power management, has enlightened us with his profound wisdom.

    But here's what he missed:

    👉In the budget for FY 2023-24, the GoWB allocated ₹3,378.8 crore to the Department of Power
    👉During the current financial year 5.43 lakh new connections… https://t.co/guk9FWd2S4

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তীব্র গরমে দোসর লোডশেডিং ! সিইএসসি বলছে 'ফিউজ ট্রিপ'

এই তালিকায় জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকার বিদ্যুৎ দফতরকে 3 হাজার 378.8 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ চলতি অর্থবর্ষে রাজ্যে নতুন 5.34 লক্ষ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে আটটি নতুন সাবস্টেশন তৈরি করা হয়েছে, যার ক্ষমতা 113.95 এমভিএ ৷ একই সঙ্গে এই সময় কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এবং সরকারি কনজিউমার মিলে 2.46 লক্ষ স্মার্ট মিটার দেওয়া হয়েছে ৷ গ্রিড মর্ডানাইজেশন প্রজেক্টের জন্য খরচ করা হয়েছে 2 হাজার 800 কোটি টাকা ৷

এছাড়া লো ভোল্টেজ রোধে ডব্লিউবিএসইটিসিএল রিঅ্যাকটিভ পাওয়ার ম্যানেজমেন্ট প্রকল্প গ্রহণ করেছে ৷ রাজ্য সরকারের বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা 99.95 শতাংশ প্রাপ্যতা চালিয়ে যাচ্ছে ৷ এর ক্ষতি 2.14 শতাংশ, যা দেশের মধ্যে সবচেয়ে ভালো ৷ 2021-21 অর্থবর্ষেও এই সংস্থা আগের অর্থবর্ষের তুলনায় 26 শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে ৷ এই অর্থবর্ষে তা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

একইসঙ্গে কুণাল জানিয়েছেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে বাংলার বক্রেশ্বরের স্থান পঞ্চম, সাঁওতালডির অবস্থান 12, সাগরদিঘির স্থান 16 ৷ রাজ্য সরকার এখনও পর্যন্ত দামোদর কোল মাইনকে 102.58 কোটি টাকা দিয়েছে ৷

আরও পড়ুন: বেনজির উদ্যোগ, বিদ্যুৎ উৎপাদন করে দফতরকে প্রদান করে আলিপুর থানা

কলকাতা, 13 জুন: বিদ্যুৎ বিভ্রাট নিয়ে টুইট যুদ্ধে নামলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ঘনঘন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে কেন ! কাগজ হাতে বিদ্যুৎ দফতরে পৌঁছে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বিদ্যুৎ সরবরাহকারী অফিসে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার বিদ্যুতের চাহিদা পূরণে ব্যর্থ ৷ প্রবল গরমে রাজ্যে বিদ্যুতের ঘাটতি বিরাট ৷

বিজেপি নেতার আরও অভিযোগ, রাজ্য সরকার কয়লার জন্য টাকা দিতে পারেনি ৷ তাই পশ্চিমবঙ্গে অনেকগুলি প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে ৷ সেই জন্যে রাজ্যের প্রত্যেকটা এলাকার মানুষকে লোডশেডিংয়ের মধ্যে থাকতে হচ্ছে ৷ এদিকে সরকার জনগণের ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ এর পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

টুইটারে পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি । তিনি লেখেন, বিদ্যুৎ বিশেষজ্ঞ হিসাবে শুভেন্দু অধিকারী তাঁর গভীর প্রজ্ঞা দিয়ে সবাইকে আলোকিত করেছেন ৷ তবে তিনি যে বিষয়গুলি বাদ দিয়েছেন তার একটি দীর্ঘ তালিকা দেন কুণাল ৷

  • LoP @SuvenduWB, the expert in power management, has enlightened us with his profound wisdom.

    But here's what he missed:

    👉In the budget for FY 2023-24, the GoWB allocated ₹3,378.8 crore to the Department of Power
    👉During the current financial year 5.43 lakh new connections… https://t.co/guk9FWd2S4

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তীব্র গরমে দোসর লোডশেডিং ! সিইএসসি বলছে 'ফিউজ ট্রিপ'

এই তালিকায় জানানো হয়েছে, 2023-24 অর্থবর্ষের বাজেটে রাজ্য সরকার বিদ্যুৎ দফতরকে 3 হাজার 378.8 কোটি টাকা বরাদ্দ করেছে ৷ চলতি অর্থবর্ষে রাজ্যে নতুন 5.34 লক্ষ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে আটটি নতুন সাবস্টেশন তৈরি করা হয়েছে, যার ক্ষমতা 113.95 এমভিএ ৷ একই সঙ্গে এই সময় কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এবং সরকারি কনজিউমার মিলে 2.46 লক্ষ স্মার্ট মিটার দেওয়া হয়েছে ৷ গ্রিড মর্ডানাইজেশন প্রজেক্টের জন্য খরচ করা হয়েছে 2 হাজার 800 কোটি টাকা ৷

এছাড়া লো ভোল্টেজ রোধে ডব্লিউবিএসইটিসিএল রিঅ্যাকটিভ পাওয়ার ম্যানেজমেন্ট প্রকল্প গ্রহণ করেছে ৷ রাজ্য সরকারের বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা 99.95 শতাংশ প্রাপ্যতা চালিয়ে যাচ্ছে ৷ এর ক্ষতি 2.14 শতাংশ, যা দেশের মধ্যে সবচেয়ে ভালো ৷ 2021-21 অর্থবর্ষেও এই সংস্থা আগের অর্থবর্ষের তুলনায় 26 শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে ৷ এই অর্থবর্ষে তা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

একইসঙ্গে কুণাল জানিয়েছেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে বাংলার বক্রেশ্বরের স্থান পঞ্চম, সাঁওতালডির অবস্থান 12, সাগরদিঘির স্থান 16 ৷ রাজ্য সরকার এখনও পর্যন্ত দামোদর কোল মাইনকে 102.58 কোটি টাকা দিয়েছে ৷

আরও পড়ুন: বেনজির উদ্যোগ, বিদ্যুৎ উৎপাদন করে দফতরকে প্রদান করে আলিপুর থানা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.