ETV Bharat / state

Kunal Sent Legal Notice: শতরূপ সহ সিপিএমের তিন নেতাকে মানহানির আইনি নোটিশ কুণালের

সিপিএমের তিন নেতা শতরূপ ঘোষ, মহম্মদ সেলিম ও বিমান বসুকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ 72 ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

Kunal Sent Legal Notice
Kunal Sent Legal Notice
author img

By

Published : Mar 30, 2023, 6:14 PM IST

কলকাতা, 30 মার্চ: আইনজীবী মারফত সিপিএমের তিনজন নেতাকে মানহানির আইনি নোটিশ পাঠালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই কথা জানিয়েছেন ৷ যে নেতাদের তিনি মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন, সেই তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা শতরূপ ঘোষ ৷

এই শতরূপের সঙ্গেই দু’দিন আগে বিতর্কে জড়িয়েছেন কুণাল ঘোষ ৷ শতরূপের 22 লক্ষ টাকার গাড়ি কেনা প্রশ্ন তুলেছিলেন ৷ পালটা জবাব দিয়েছিলেন শতরূপও৷ কুণালের অভিযোগ, ‘‘শতরূপের বক্তব্য ছিল, কুণালের বাবার গোপন অন্য সন্তান আছে, কুণালের বেনামি ভাই ইত্যাদি ও টেস্ট টিউব বেবি সংক্রান্ত । বাবাকে নানাভাবে অপমান ।’’

এই বক্তব্য নিয়েই শতরূপের বিরুদ্ধে মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল ঘোষ ৷ কিন্তু বিমান বসু ও মহম্মদ সেলিমকে কেন তিনি আইনি নোটিশ পাঠালেন ৷ কুণালের দাবি, যেহেতু বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান ও মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, তাই তাঁদের অনুমোদনই সিপিএমের আলিমুদ্দিনের অফিসে বসে শতরূপ এই ‘কুৎসা’ করেছেন ৷

কুণালের আরও দাবি, বিমান ও সেলিম প্রচারে সাহায্য করেছেন ৷ এমনকী, 48 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর নিন্দাও করেননি ৷ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, ‘‘এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক ।’’ তাই তাঁর কথা, ‘‘বিমানদা, সেলিমদা স্পষ্ট করে বলুন ওই ধরনের কুৎসিত কথাগুলো সমর্থন করেন কি না ।’’

একই সঙ্গে কুণালের হুঁশিয়ারি, 72 ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিভিল বা ক্রিমিনাল আইনমতো ব্যবস্থা নেবেন তিনি । পাশাপাশি তাঁকে আক্রমণ করার পর সিপিএমের অনেক সমর্থক এর বিরোধিতা করেছেন বলে কুণালের দাবি ৷ তাই তিনি ওই সমর্থকদের ধন্যবাদও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্ট থেকে ৷

একই সঙ্গে আবার আক্রমণ করেছেন শতরূপ ঘোষের বিরুদ্ধে ৷ লিখেছেন, ‘‘কমিউনিস্ট পার্টির হোলটাইমার, বারবার হারে, দামড়া ছেলে বাবার টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কিনে ফুটানি, তা নিয়ে প্রশ্ন করলে কুৎসিত আক্রমণ !’’

আরও পড়ুন: কুণাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ‍্যান বোঝেন, কটাক্ষ শতরূপের

কলকাতা, 30 মার্চ: আইনজীবী মারফত সিপিএমের তিনজন নেতাকে মানহানির আইনি নোটিশ পাঠালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই কথা জানিয়েছেন ৷ যে নেতাদের তিনি মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন, সেই তালিকায় রয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা শতরূপ ঘোষ ৷

এই শতরূপের সঙ্গেই দু’দিন আগে বিতর্কে জড়িয়েছেন কুণাল ঘোষ ৷ শতরূপের 22 লক্ষ টাকার গাড়ি কেনা প্রশ্ন তুলেছিলেন ৷ পালটা জবাব দিয়েছিলেন শতরূপও৷ কুণালের অভিযোগ, ‘‘শতরূপের বক্তব্য ছিল, কুণালের বাবার গোপন অন্য সন্তান আছে, কুণালের বেনামি ভাই ইত্যাদি ও টেস্ট টিউব বেবি সংক্রান্ত । বাবাকে নানাভাবে অপমান ।’’

এই বক্তব্য নিয়েই শতরূপের বিরুদ্ধে মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন কুণাল ঘোষ ৷ কিন্তু বিমান বসু ও মহম্মদ সেলিমকে কেন তিনি আইনি নোটিশ পাঠালেন ৷ কুণালের দাবি, যেহেতু বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান ও মহম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক, তাই তাঁদের অনুমোদনই সিপিএমের আলিমুদ্দিনের অফিসে বসে শতরূপ এই ‘কুৎসা’ করেছেন ৷

কুণালের আরও দাবি, বিমান ও সেলিম প্রচারে সাহায্য করেছেন ৷ এমনকী, 48 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর নিন্দাও করেননি ৷ সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, ‘‘এতে প্রমাণিত, ওঁরা এই কুৎসার সমর্থক ও পৃষ্ঠপোষক ।’’ তাই তাঁর কথা, ‘‘বিমানদা, সেলিমদা স্পষ্ট করে বলুন ওই ধরনের কুৎসিত কথাগুলো সমর্থন করেন কি না ।’’

একই সঙ্গে কুণালের হুঁশিয়ারি, 72 ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিভিল বা ক্রিমিনাল আইনমতো ব্যবস্থা নেবেন তিনি । পাশাপাশি তাঁকে আক্রমণ করার পর সিপিএমের অনেক সমর্থক এর বিরোধিতা করেছেন বলে কুণালের দাবি ৷ তাই তিনি ওই সমর্থকদের ধন্যবাদও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্ট থেকে ৷

একই সঙ্গে আবার আক্রমণ করেছেন শতরূপ ঘোষের বিরুদ্ধে ৷ লিখেছেন, ‘‘কমিউনিস্ট পার্টির হোলটাইমার, বারবার হারে, দামড়া ছেলে বাবার টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কিনে ফুটানি, তা নিয়ে প্রশ্ন করলে কুৎসিত আক্রমণ !’’

আরও পড়ুন: কুণাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ‍্যান বোঝেন, কটাক্ষ শতরূপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.