কলকাতা, 15 জানুয়ারি: জাতীয়স্তরে কংগ্রেসের সঙ্গে ‘ইন্ডিয়া’ ব্লকের শরিক হলেও বাংলায় তৃণমূল কংগ্রেসই শেষকথা, সোমবার কার্যত সেই কথাই বললেন বাংলার শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর কথায়, ‘‘বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে ও রাহুল গান্ধিকে এটা মনে রাখতে হবে ৷’’
গতকাল, রবিবার উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধি ৷ মহারাষ্ট্রে এই যাত্রা শেষ হবে ৷ যাত্রাপথে দু’দফায় পাঁচদিন পশ্চিমবঙ্গে থাকবেন কংগ্রেসের এই সাংসদ ৷ সেই প্রসঙ্গেই সংবাদসংস্থা এএনআই-এর কাছে এই কথা বলেছেন কুণাল ঘোষ ৷
তিনি বলেন, "এটা (পশ্চিমবঙ্গ) একটা গণতান্ত্রিক রাজ্য ও কংগ্রেস একটি ভিন্ন রাজনৈতিক দল ৷ তাই এই রাজ্যে কোনও কর্মসূচি আয়োজন করা তাদের অধিকারের মধ্যে পড়ে ৷ রাহুল গান্ধি আসুন ও কংগ্রেসের এই কর্মসূচি পরিচালনা করুন ৷’’ এর পরই কংগ্রেসকে পক্ষান্তরে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ৷ তাঁর কথায়, দলের কর্মসূচি আয়োজনের মাঝেও বাংলার রাজনীতির মূল বক্তব্যটি আত্মস্থ করা উচিত কংগ্রেস নেতাদের ৷
-
#WATCH | On Congress's Bharat Jodo Nyay Yatra covering West Bengal, TMC State General Secretary Kunal Ghosh says, "This is a democratic state and Congress is a different party so it is their right, they can hold a programme of their party. Rahul Gandhi will come and conduct the… pic.twitter.com/svUPj0jXLx
— ANI (@ANI) January 15, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | On Congress's Bharat Jodo Nyay Yatra covering West Bengal, TMC State General Secretary Kunal Ghosh says, "This is a democratic state and Congress is a different party so it is their right, they can hold a programme of their party. Rahul Gandhi will come and conduct the… pic.twitter.com/svUPj0jXLx
— ANI (@ANI) January 15, 2024#WATCH | On Congress's Bharat Jodo Nyay Yatra covering West Bengal, TMC State General Secretary Kunal Ghosh says, "This is a democratic state and Congress is a different party so it is their right, they can hold a programme of their party. Rahul Gandhi will come and conduct the… pic.twitter.com/svUPj0jXLx
— ANI (@ANI) January 15, 2024
বাংলার রাজনীতির মূল বক্তব্য আসলে কী ? সেই ব্যাখ্যাও দিয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর কথায়, বাংলার রাজনীতিতে আসলে শক্তিশালী কে, সেটা 2021 সালের বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে ৷ বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ সেই নির্বাচন কংগ্রেস ও বামেরা জোট বেঁধেছিল তৃণমূলকে হারাতে ৷ কিন্তু তারা শূন্য পেয়েছিল ৷ সেই কারণেই কুণাল কংগ্রেস ও ওই দলের নেতা রাহুল গান্ধিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘‘বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে এবং রাহুল গান্ধিকে এটা মনে রাখতে হবে ৷’’
আরও পড়ুন: