ETV Bharat / state

Kunal Targets Shatarup: শতরূপের 22 লাখি গাড়ি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল, পালটা জবাব যুবনেতার - Kunal Targets Shatarup

শতরূপ ঘোষের 22 লক্ষের গাড়ি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Targets Shatarup) ৷ প্রশ্নের জবাবও দিলেন সিপিআইএমের যুবনেতা ৷

Kunal Ghosh
কুণাল ঘোষ
author img

By

Published : Mar 28, 2023, 3:13 PM IST

কলকাতা, 28 মার্চ: সুজন চক্রবর্তী ও সুশান্ত ঘোষের পর তৃণমূল কংগ্রেসের নিশানায় এবার সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। তাঁর 22 লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনা নিয়ে এবার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শতরূপকে নিয়ে বেশ কিছু নথি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন ও প্রশ্ন তুলেছেন তিনি ৷ শতরূপের তরফে পালটাও ইতিমধ্যে পেয়েছেন কুণাল ৷

প্রসঙ্গত, নির্বাচনী হলফনামায় শতরূপ ঘোষ জানিয়ে ছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র 2 লক্ষ টাকা । কিন্তু চলতি বছর শো-রুম থেকে একটি গাড়ি কিনেছেন সিপিএমের যুব নেতা ৷ যার মূল্য 22 লক্ষ টাকা । এই গাড়িটিকে কসবা আরটিও থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে । আর সেই গাড়ি নেওয়া হয়েছে শতরূপ ঘোষের নামেই, এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমা দাবি করেন কুণাল ঘোষ ৷

এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক যে পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন, "এই কি আমাদের পরিচিত শতরূপ ? 2021 সালে নির্বাচনী হলফনামায় যার মোট সম্পত্তির পরিমা‘ ছিল 2 লক্ষ টাকা । এখন 2023 সালে শো-রুম থেকে নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন ৷ যার দাম এবং আনুষাঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা ।" গাড়ির নম্বর উল্লেখ করে তিনি জানান, গাড়িটি শতরূপের নামে কেনা। এককালীন পেমেন্ট করেছেন ক্রেতা।

এরপর তিনি তোপ দেগে বলেন, যদি এই শতরূপ সিপিআইএমের হয়, যে অসভ্যের মত অন্যদের দিকে কালি ছেটায় ৷ তাহলে শতরূপের কাছে কিছু প্রশ্ন রয়েছে তাঁর ৷ কুণাল প্রশ্ন করেন, 1) হোলটাইমার এত টাকা পেল কোথা থেকে? 2) যদি বাবা বা কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট তাঁর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন। 3) হোলটাইমার এত টাকা ব্যাংক লোন পেতে পারে কি? 4) হোলটাইমার 22 লক্ষের গাড়ি কিনছে, পার্টি জানে? 5) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লক্ষের বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?

Shatarup Ghosh expensive car
শতরূপ ঘোষের নামে 22 লক্ষের গাড়ি

তবে শতরূপ ঘোষ চুপ থাকেননি। কুণালের এই দাবির পালটা জবাব দিয়েছেন তিনি ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই সংবাদমাধ্যমের সামনে শতরূপ বলেন, "কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন এটা সেই শতরূপ ঘোষ কি না, যাকে আমরা চিনি ৷ আমি অবশ্যই এর জবাবে বলব, আমি সেই শতরূপ ঘোষ ।" তিনি কুণালকে আক্রমণ করতে ছাড়েননি ৷ শতরূপের বক্তব্য, একটা সময় আমরা কুণাল ঘোষকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী বলতেন ৷ আর এখন উনি কী বলছেন । অনেকেরই দুই কুণাল ঘোষকে চিনতে অসুবিধা হয় । তবে আমি সেই শতরূপ ঘোষই রয়েছি ।

Shatarup Ghosh expensive car
শতরূপ ঘোষের নামে 22 লক্ষের গাড়ি

সিপিআইএমের যুবনেতা গাড়ি কেনার বিষয়ে বলেন, "গাড়িটি কেনার ক্ষেত্রে আমার বাবার অ্যাকাউন্ট থেকে 18 লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়েছে ৷ আর আমার অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়েছে । সবটা নিয়ে আমি একটু বাদে সাংবাদিক সম্মেলন করব । তখনই যা বলার বলব ।"

আরও পড়ুন: তিলজলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধীরা

কলকাতা, 28 মার্চ: সুজন চক্রবর্তী ও সুশান্ত ঘোষের পর তৃণমূল কংগ্রেসের নিশানায় এবার সিপিআইএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। তাঁর 22 লক্ষ টাকা দিয়ে গাড়ি কেনা নিয়ে এবার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ শতরূপকে নিয়ে বেশ কিছু নথি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন ও প্রশ্ন তুলেছেন তিনি ৷ শতরূপের তরফে পালটাও ইতিমধ্যে পেয়েছেন কুণাল ৷

প্রসঙ্গত, নির্বাচনী হলফনামায় শতরূপ ঘোষ জানিয়ে ছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র 2 লক্ষ টাকা । কিন্তু চলতি বছর শো-রুম থেকে একটি গাড়ি কিনেছেন সিপিএমের যুব নেতা ৷ যার মূল্য 22 লক্ষ টাকা । এই গাড়িটিকে কসবা আরটিও থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে । আর সেই গাড়ি নেওয়া হয়েছে শতরূপ ঘোষের নামেই, এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমা দাবি করেন কুণাল ঘোষ ৷

এদিন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক যে পোস্ট করেছেন তাতে তিনি লিখেছেন, "এই কি আমাদের পরিচিত শতরূপ ? 2021 সালে নির্বাচনী হলফনামায় যার মোট সম্পত্তির পরিমা‘ ছিল 2 লক্ষ টাকা । এখন 2023 সালে শো-রুম থেকে নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন ৷ যার দাম এবং আনুষাঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা ।" গাড়ির নম্বর উল্লেখ করে তিনি জানান, গাড়িটি শতরূপের নামে কেনা। এককালীন পেমেন্ট করেছেন ক্রেতা।

এরপর তিনি তোপ দেগে বলেন, যদি এই শতরূপ সিপিআইএমের হয়, যে অসভ্যের মত অন্যদের দিকে কালি ছেটায় ৷ তাহলে শতরূপের কাছে কিছু প্রশ্ন রয়েছে তাঁর ৷ কুণাল প্রশ্ন করেন, 1) হোলটাইমার এত টাকা পেল কোথা থেকে? 2) যদি বাবা বা কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট তাঁর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন। 3) হোলটাইমার এত টাকা ব্যাংক লোন পেতে পারে কি? 4) হোলটাইমার 22 লক্ষের গাড়ি কিনছে, পার্টি জানে? 5) সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লক্ষের বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?

Shatarup Ghosh expensive car
শতরূপ ঘোষের নামে 22 লক্ষের গাড়ি

তবে শতরূপ ঘোষ চুপ থাকেননি। কুণালের এই দাবির পালটা জবাব দিয়েছেন তিনি ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই সংবাদমাধ্যমের সামনে শতরূপ বলেন, "কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন এটা সেই শতরূপ ঘোষ কি না, যাকে আমরা চিনি ৷ আমি অবশ্যই এর জবাবে বলব, আমি সেই শতরূপ ঘোষ ।" তিনি কুণালকে আক্রমণ করতে ছাড়েননি ৷ শতরূপের বক্তব্য, একটা সময় আমরা কুণাল ঘোষকে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কী বলতেন ৷ আর এখন উনি কী বলছেন । অনেকেরই দুই কুণাল ঘোষকে চিনতে অসুবিধা হয় । তবে আমি সেই শতরূপ ঘোষই রয়েছি ।

Shatarup Ghosh expensive car
শতরূপ ঘোষের নামে 22 লক্ষের গাড়ি

সিপিআইএমের যুবনেতা গাড়ি কেনার বিষয়ে বলেন, "গাড়িটি কেনার ক্ষেত্রে আমার বাবার অ্যাকাউন্ট থেকে 18 লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়েছে ৷ আর আমার অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা দেওয়া হয়েছে । সবটা নিয়ে আমি একটু বাদে সাংবাদিক সম্মেলন করব । তখনই যা বলার বলব ।"

আরও পড়ুন: তিলজলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব বিরোধীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.