ETV Bharat / state

হোক মুখোমুখি বসিয়ে জেরা, শোভনকে গ্রেপ্তারের দাবি কুণালের

author img

By

Published : Jan 12, 2021, 9:55 PM IST

Updated : Jan 12, 2021, 10:32 PM IST

সারদা কেলেঙ্কারি নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করে কুণাল ঘোষ বলেন," গত সাত বছর ধরে অনেক কিছু দেখেছি। আমি যৌথ জেরা চাই । বর্তমানে যে যুবনেতা শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনিও সারদা থেকে ক্যাশে এবং চেকে প্রচুর টাকা নিয়েছেন ।"

ছবি
ছবি

কলকাতা, 12 জানুয়ারি : এবার চিটফান্ড নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র, রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ৷ বলেন," আমি আইকোর কান্ড, নারদা কান্ড, ও সারদা কান্ডে শোভনের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি ৷" সঙ্গে আরও বলেন, "সারদা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কয়েকটি বিষয় রয়েছে ৷ যা শোভন চট্টোপাধ্যায় জানেন । অথচ তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেননি ।"

আরও পড়ুন :"গত 3 বছরে শোভনদা শুধু বৈশাখির পর্যবেক্ষণ করেছেন"

আজ মধ্য কলকাতায় এক সাংবাদিক বৈঠক ডেকে শোভন-বৈশাখির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ । কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারের জন্য মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় ছাড়াও অনেকে বিশেষ ছাড় এবং সুবিধা পেয়েছেন বলেও দাবি করেন কুণাল । তিনি বলেন," যাঁদের চোখ দিয়ে মমতাদি দেখতেন সেই লোকগুলো মমতাদিকে ভুল বুঝিয়েছে । যাঁদেরকে প্রচুর পদ দিয়েছেন, তাঁরাই মমতাদিকে ছুরি মেরেছে । শোভনদা তৃণমূল ছাড়ার কথা বলেছেন । কেন বৈশাখি তৃণমূল ছেড়েছেন তাও শোভনদা বলেছেন । কিন্তু কেন বিজেপিতে শোভনদা যোগদান করলেন সেই কথা এখনও বলেননি । তবে আমি বৈশাখি দেবীকে নিয়ে চিন্তিত ।"

আরও পড়ুন :সারদা-কর্তার চিঠি সামনে এনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি কুণালের

এরপর তিনি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে বলেন, "আমি আজও মেরুদন্ড সোজা রেখে লড়াই করছি ৷ কিন্তু এরা মেরুদন্ড বেঁকিয়ে বিজেপি-র পায়ে পড়বে এদের জন্য কোনও সেন্ট্রাল এজেন্সি থাকবে না, যাদের একবার বদনাম করে দেওয়া হয়েছে গরমে গরমে সারদায় তাদের সব শেষ হবে এমন চলতে পারে না ৷ শুধু দাদা হচ্ছে কলঙ্কিত আর বাকি সব ধোয়া তুলসী পাতা, এক এক করে তাদের মুখোশ খোলা হবে, সেই সময় আসছে ৷ কিন্তু অনুরোধ করব ব্যক্তিগত আক্রমণে যাবেন না ৷ আমি সাংসদ তহবিলের টাকা হাসপাতালকে-প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য আবেদন করেছিলাম ৷ পাঠিয়েও ছিলাম । সেইগুলো মানা হয়নি ৷ আমার নাম মুছে দেওয়া হয়েছে ৷ সেইগুলি হরির লুট হয়েছে ৷ আমি দুর্নীতির অভিযোগ এনেছি ৷"

কী বললেন কুণাল?

স্পষ্টতই শোভন চট্টোপাধ্যায়ের নাম করে কুণাল ঘোষ জানান, "এমন অনেক বিষয় আছে, যেগুলি শোভন চট্টোপাধ্যায় জানেন । অথচ তদন্তের সময় সহযোগিতা করেননি । আমি সিবিআইকে চিঠি দিচ্ছি । আমার আইনজীবী সিবিআইকে চিঠি লিখছেন । শোভন চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসে আমি জেরা চাই । আমার বিরুদ্ধে শোভন চট্টোপাধ্যায়ের কাছে যদি কোনও তথ্য থেকে থাকে অবশ্যই তা গোয়েন্দা সংস্থার হাতে জমা দিক । গত সাত বছর ধরে অনেক কিছু দেখেছি। আমি যৌথ জেরা চাই । বর্তমানে যে যুবনেতা শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনিও সারদা থেকে ক্যাশে এবং চেকে প্রচুর টাকা নিয়েছেন ।"

এর আগেও সারদা ইশু নিয়ে সরব হয়েছিলেন কুণাল ৷ সামনে এনেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি। প্রেসিডেন্সি জেল থেকে ২১ পাতার ওই চিঠি লেখেন সারদা-কর্তা সুদীপ্ত সেন । সেই চিঠির পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছিলেন তিনি ৷ এরপর আজ সাংবাদিকদের ডেকে সরব হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷

কলকাতা, 12 জানুয়ারি : এবার চিটফান্ড নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র, রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ ৷ বলেন," আমি আইকোর কান্ড, নারদা কান্ড, ও সারদা কান্ডে শোভনের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি ৷" সঙ্গে আরও বলেন, "সারদা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কয়েকটি বিষয় রয়েছে ৷ যা শোভন চট্টোপাধ্যায় জানেন । অথচ তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেননি ।"

আরও পড়ুন :"গত 3 বছরে শোভনদা শুধু বৈশাখির পর্যবেক্ষণ করেছেন"

আজ মধ্য কলকাতায় এক সাংবাদিক বৈঠক ডেকে শোভন-বৈশাখির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের এই প্রাক্তন সাংসদ । কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারের জন্য মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায় ছাড়াও অনেকে বিশেষ ছাড় এবং সুবিধা পেয়েছেন বলেও দাবি করেন কুণাল । তিনি বলেন," যাঁদের চোখ দিয়ে মমতাদি দেখতেন সেই লোকগুলো মমতাদিকে ভুল বুঝিয়েছে । যাঁদেরকে প্রচুর পদ দিয়েছেন, তাঁরাই মমতাদিকে ছুরি মেরেছে । শোভনদা তৃণমূল ছাড়ার কথা বলেছেন । কেন বৈশাখি তৃণমূল ছেড়েছেন তাও শোভনদা বলেছেন । কিন্তু কেন বিজেপিতে শোভনদা যোগদান করলেন সেই কথা এখনও বলেননি । তবে আমি বৈশাখি দেবীকে নিয়ে চিন্তিত ।"

আরও পড়ুন :সারদা-কর্তার চিঠি সামনে এনে পূর্ণাঙ্গ তদন্তের দাবি কুণালের

এরপর তিনি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে বলেন, "আমি আজও মেরুদন্ড সোজা রেখে লড়াই করছি ৷ কিন্তু এরা মেরুদন্ড বেঁকিয়ে বিজেপি-র পায়ে পড়বে এদের জন্য কোনও সেন্ট্রাল এজেন্সি থাকবে না, যাদের একবার বদনাম করে দেওয়া হয়েছে গরমে গরমে সারদায় তাদের সব শেষ হবে এমন চলতে পারে না ৷ শুধু দাদা হচ্ছে কলঙ্কিত আর বাকি সব ধোয়া তুলসী পাতা, এক এক করে তাদের মুখোশ খোলা হবে, সেই সময় আসছে ৷ কিন্তু অনুরোধ করব ব্যক্তিগত আক্রমণে যাবেন না ৷ আমি সাংসদ তহবিলের টাকা হাসপাতালকে-প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য আবেদন করেছিলাম ৷ পাঠিয়েও ছিলাম । সেইগুলো মানা হয়নি ৷ আমার নাম মুছে দেওয়া হয়েছে ৷ সেইগুলি হরির লুট হয়েছে ৷ আমি দুর্নীতির অভিযোগ এনেছি ৷"

কী বললেন কুণাল?

স্পষ্টতই শোভন চট্টোপাধ্যায়ের নাম করে কুণাল ঘোষ জানান, "এমন অনেক বিষয় আছে, যেগুলি শোভন চট্টোপাধ্যায় জানেন । অথচ তদন্তের সময় সহযোগিতা করেননি । আমি সিবিআইকে চিঠি দিচ্ছি । আমার আইনজীবী সিবিআইকে চিঠি লিখছেন । শোভন চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসে আমি জেরা চাই । আমার বিরুদ্ধে শোভন চট্টোপাধ্যায়ের কাছে যদি কোনও তথ্য থেকে থাকে অবশ্যই তা গোয়েন্দা সংস্থার হাতে জমা দিক । গত সাত বছর ধরে অনেক কিছু দেখেছি। আমি যৌথ জেরা চাই । বর্তমানে যে যুবনেতা শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনিও সারদা থেকে ক্যাশে এবং চেকে প্রচুর টাকা নিয়েছেন ।"

এর আগেও সারদা ইশু নিয়ে সরব হয়েছিলেন কুণাল ৷ সামনে এনেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেনের একটি চিঠি। প্রেসিডেন্সি জেল থেকে ২১ পাতার ওই চিঠি লেখেন সারদা-কর্তা সুদীপ্ত সেন । সেই চিঠির পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানিয়েছিলেন তিনি ৷ এরপর আজ সাংবাদিকদের ডেকে সরব হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷

Last Updated : Jan 12, 2021, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.