কলকাতা, 11 অগস্ট: হঠাৎ যুদ্ধবিমান ! তাও কলকাতা বিমানবন্দরে । এপ্রন এরিয়া অর্থাৎ যেখানে বিমানগুলি রাখা থাকে, সেখানে সারি দিয়ে দাঁড়িয়ে একাধিক যুদ্ধবিমান । আর একটা কি দুটো নয়, পরপর 9টি । সবগুলিই কোরিয়ান যুদ্ধবিমান টি৫০বি । কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস (Korean airforce ferry flights landed in Kolkata Airport in India) ।
বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে লেখে, "জেট, সেট, রেস্ট! 9টি কোরিয়ান যুদ্ধবিমান টি50বি ব্রিটেনের একটি এয়ারশো থেকে ফিরেছে ৷ এটি ইউরোপের সবচেয়ে বড় এরোস্পেস প্রদর্শনী ৷ 9 অগস্ট, 2022 জ্বালানি ভরার জন্য বিমানগুলি কলকাতা বিমানবন্দরে এসে নেমেছে ৷ বিমানকর্মীরাও বিশ্রাম নেবেন এখানে ৷" তবে বৃহস্পতিবারই এই যুদ্ধবিমানগুলির কলকাতায় আসার খবর প্রকাশ্যে আসে ।
-
Jet, set, rest! After participating in one of the largest aerospace exhibition held in Europe, these 9 striking Korean airforce ferry flights (Aircraft type: T50B) returned from the Airshow in UK and landed at #KolkataAirport for refueling and crew rest on 9th August 2022. pic.twitter.com/QEIPLBnBCD
— Kolkata Airport (@aaikolairport) August 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jet, set, rest! After participating in one of the largest aerospace exhibition held in Europe, these 9 striking Korean airforce ferry flights (Aircraft type: T50B) returned from the Airshow in UK and landed at #KolkataAirport for refueling and crew rest on 9th August 2022. pic.twitter.com/QEIPLBnBCD
— Kolkata Airport (@aaikolairport) August 10, 2022Jet, set, rest! After participating in one of the largest aerospace exhibition held in Europe, these 9 striking Korean airforce ferry flights (Aircraft type: T50B) returned from the Airshow in UK and landed at #KolkataAirport for refueling and crew rest on 9th August 2022. pic.twitter.com/QEIPLBnBCD
— Kolkata Airport (@aaikolairport) August 10, 2022
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল 2 কেজি সোনা
ইউরোপ থেকে ফেরার সময় দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধ বিমানগুলি কলকাতা বিমানবন্দরকেই বেছে নিয়েছে ৷ এখানে জ্বালানি ভরা হবে এবং বিমানচালকরাও বিশ্রাম নেবেন । এই যুদ্ধবিমানগুলি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয় ৷ যাঁরা বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, মূলত তাঁদের জন্য এই এয়ারক্র্যাফ্টগুলি ব্যবহার করা হয় । কোরিয়ার এই 9টি বিমান ব্রিটেনে এয়ারশোতে অংশ নিতে গিয়েছিল ।