ETV Bharat / state

বইবে ঝোড়ো হাওয়া, ষষ্ঠীতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা - kolkata

আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 21, 2020, 3:38 PM IST

কলকাতা, 21 অক্টোবর : বঙ্গোপসাগরের মধ্যভাগের উপর নিম্নচাপ তৈরি হয়েছে । সেটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকুলের দিকে অগ্রসর হবে । আগামীকাল থেকেই এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । তবে নিম্নচাপ রাজ্যে প্রবেশ না করলেও এর প্রভাবে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার দাপট বাড়বে ৷ 22 থেকে 24 তারিখ পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর । আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ।

আগামী দু থেকে তিনদিনের মধ্যে সিকিম ও ছত্তিশগড়ের কিছু অংশ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হবে । একের পর এক নিম্নচাপের জন্য বর্ষার বিদায় নিতে দেরি হচ্ছে । এবছর বর্ষা নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি দিন ধরে রয়েছে । সিকিম ও ছত্তিশগড় থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পর থেকে বাংলা থেকে ক্রমশ বর্ষা বিদায় নেবে বলে অনুমান আলিপুর আবহাওয়া অফিসের ।

কলকাতা, 21 অক্টোবর : বঙ্গোপসাগরের মধ্যভাগের উপর নিম্নচাপ তৈরি হয়েছে । সেটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকুলের দিকে অগ্রসর হবে । আগামীকাল থেকেই এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । তবে নিম্নচাপ রাজ্যে প্রবেশ না করলেও এর প্রভাবে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হাওয়ার দাপট বাড়বে ৷ 22 থেকে 24 তারিখ পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর । আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। ঝোড়ো হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ।

আগামী দু থেকে তিনদিনের মধ্যে সিকিম ও ছত্তিশগড়ের কিছু অংশ থেকে বর্ষার বিদায় পর্ব শুরু হবে । একের পর এক নিম্নচাপের জন্য বর্ষার বিদায় নিতে দেরি হচ্ছে । এবছর বর্ষা নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি দিন ধরে রয়েছে । সিকিম ও ছত্তিশগড় থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পর থেকে বাংলা থেকে ক্রমশ বর্ষা বিদায় নেবে বলে অনুমান আলিপুর আবহাওয়া অফিসের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.