শিলং, ১০ ফেব্রুয়ারি : আজ ফের কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করবে CBI। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ শিলঙের CBI অফিসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গতকাল আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রাজীব কুমারকে।
গতকাল একটি সংবাদসংস্থাকে রাজীববাবু বলেন, "আমাকে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় শিলঙে CBI অফিসে যেতে বলা হয়েছে। তাঁদের নির্দেশমতো আমি সেখানে যাব।"
২০১৪ সালে সারদা কেলেঙ্কারি সামনে আসার পর SIT গঠন করে রাজ্য সরকার। বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে SIT-এর প্রধান করা হয়। সারদাকাণ্ডের তদন্তে নেমে ২০১৪-র ২২ এপ্রিল মাঝরাতে বিধাননগর পুলিশ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সল্টলেক শাখায় যায়। ED-র আধিকারিকদের অনুপস্থিতিতেই সারদার কর্ণধার সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালিদেবীর ব্যাঙ্কের লকার খোলে পুলিশ। সূত্রের খবর, ব্যাঙ্কের লকার খোলার ঘটনায় রাজীব কুমারের ভূমিকা কী ছিল, তা নিয়ে গতকাল CBI প্রশ্ন করে। কেন মাঝরাতে পুলিশ ব্যাঙ্কের লকার খুলতে গিয়েছিল, ঘটনাস্থানে ED-র কোনও আধিকারিক কেন ছিলেন না, তা নিয়ে রাজীব কুমারকে প্রশ্ন করা হয়।
গতকাল শিলঙে সকাল ১১টা নাগাদ রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করে CBI। সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হয়। তাঁর জন্য ২২ পাতার একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। রাজীব কুমার পৌঁছানোর কিছুক্ষণ আগে CBI অফিসে পৌঁছান তাঁর আইনজীবী। জিজ্ঞাসাবাদের সময় রাজীব কুমারের আইনজীবীকে থাকতে দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর আইনজীবী বলেন, রাজীব কুমার গোড়া থেকেই তদন্তে সাহায্য করে আসছেন। তাঁর কথায়, "উনি (রাজীব কুমার) সহযোগিতা করবেন বলেই এখানে (শিলঙে) এসেছেন। আদালতের নির্দেশ মেনে এসেছেন। এর আগেও উনি সহযোগিতা করেছেন।"