কলকাতা, 3 মার্চ : আন্তর্জাতিক বইমেলার রেশ কাটতে না কাটতেই কলকাতায় আবার শুরু হল বইমেলা ৷ এবার গন্তব্য পার্কসার্কাস ময়দান ৷ রাজ্য গ্রন্থাগার পরিষেবা বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই বইমেলার ৷ এবছর মেলাটি দ্বিতীয় বছরে পা দিল ৷
বইমেলাটি শুরু হয়েছে 2 মার্চ ৷ চলবে 8 মার্চ পর্যন্ত । মেলা প্রত্যেকদিন বেলা 12টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে ৷ উদ্যোক্তারা জানিয়েছেন, গতবছর বিভিন্ন বিভাগের বই রাখা যায়নি ৷ 30টির বেশি লিটিল ম্যাগাজ়িন প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেছে এই বইমেলায় ৷ জেলা গ্রন্থাগার আধিকারিক মৃত্যুঞ্জয় মিত্র জানান, " গতবছর জায়গার অভাবে বহু প্রকাশনী সংস্থা জেলা বইমেলার অংশ হতে পারেনি । এবছর বড় জায়গা পাওয়ায় আমরা লিটল ম্যাগাজ়িনগুলিকে এই বইমেলার অংশ করতে পেরেছি । "
2019 সালে পশ্চিমবঙ্গ গ্রন্থাগার পরিষেবা বিভাগ এই মেলাটি শুরু করে । গতবছর মেলাটি মহম্মদ আলি পার্কে হয়েছিল । এবছর আরও বড় জায়গা নিয়ে মেলাটি চলছে পার্কসার্কাস ময়দানে । ইংরেজি, বাংলা, উর্দু ও অন্য ভাষা মিলিয়ে এখানে রয়েছে 105টির বেশি বইয়ের স্টল ৷