কলকাতা, 28 জুলাই: কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর। এখন থেকে আর বাড়ি করার সময় তাদের গুনতে হবে না বাড়তি ডেভেলপমেন্ট ফি। রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতর শুক্রবার রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাশ করায় ৷ এর ফলে কলকাতার বুক থেকে বাড়তি ডেভেলপমেন্টাল ফি তুলে নেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত পুরনো কলকাতা অর্থাৎ এক থেকে একশ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য আলাদা করে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে ডেভেলপমেন্টাল ফি দিতে হত । যা পরবর্তীতে পায় কেএমডিএ ।
একই সঙ্গে, সেই বাসিন্দাদের ডেভেলপমেন্ট ফি দিতে হত কলকাতা পৌরনিগমকেও। কিন্তু 101 থেকে 144 নম্বর বাসিন্দাদের জন্য কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে এই ডেভেলপমেন্টাল ফি দেওয়ার প্রয়োজন হয় না। এতদিন পর্যন্ত কলকাতার বাসিন্দাদের মধ্যে এর জন্য এই বৈষম্য মূলক ব্যবস্থা প্রচলিত ছিল। মূলত সমস্ত কলকাতার বাসিন্দাদের বাড়ি তৈরি বা সংস্কারের ক্ষেত্রে যে ডেভেলপমেন্টাল ফি দিতে হয় তাতে সাম্যতা আনতে এই সংশোধনী নিয়ে এল রাজ্য সরকার। এর ফলে পুরনো কলকাতায় বাড়ি করার ক্ষেত্রে খরচ সামান্য হলেও কমবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন রাজ্য বিধানসভায় পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী সাংবাদিকদের বলেন, "এই সংশোধনী আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত বাসিন্দাদের সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছে। কোনও সন্দেহ নেই এই সিদ্ধান্ত গ্রহণের ফলে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি তাদের কিছু রাজস্ব হারাবে।" তবে তিনি মনে করেন, সমস্ত নাগরিকের মধ্যে ডেভেলপমেন্ট ফি দেওয়ার ক্ষেত্রে সাম্যতা বজায় রাখা জরুরি।
এদিন রাজ্য বিধানসভায় এই সংশোধনী বিল নিয়ে আলোচনায় শাসক-বিরোধী উভয় পক্ষের বিধায়করাই অংশগ্রহণ করেছিলেন। মূলত এই সংশোধনী পাশ করার ক্ষেত্রে বিশেষ বিরোধীতা বিরোধী পক্ষের তরফ থেকেও দেখা যায়নি। এদিনের এই বিলে বক্তব্য রাখেন বিজেপি’র নিখিল রঞ্জন দে, অরূপ কুমার দাস, শ্রীরূপা মিত্র চৌধুরী, বিষ্ণু প্রসাদ শর্মা এবং শংকর ঘোষ। শাসকদলের তরফে বক্তব্য রাখেন পান্নালাল হালদার ও অপূর্ব সরকার। সবশেষে জবাবি ভাষণ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দিনের শেষে ধ্বনি ভোটে এই সংশোধনী পাশ হয়ে গিয়েছে।