ETV Bharat / state

কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি - Kolkata Police Task force

গত কয়েকমাস ধরে হরিদেবপুর এলাকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ৷ খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল ৷ এরপর আজ সকালে ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ ৷ আজ দুপুরে তাদের গ্রেফতার করে ৷

কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি
কলকাতা পুলিশের জালে 3 সন্দেহভাজন জেএমবি জঙ্গি
author img

By

Published : Jul 11, 2021, 4:05 PM IST

Updated : Jul 11, 2021, 4:44 PM IST

কলকাতা, 11 জুলাই : কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গি ৷ আজ দুপুরে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ সন্দেহভাজন এই তিন জঙ্গিকে গ্রেফতার করে ৷ তিনজনই বাংলাদেশের বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে ৷

কলকাতা পুলিশের এসটিএফ-র তরফে জানানো হয়েছে, গত কয়েকমাস ধরে ওই এলাকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ৷ খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল ৷ এরপর আজ সকালে ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ ৷ আজ দুপুরে তাদের গ্রেফতার করে ৷

তবে তারা কী কারণে এখানে এসেছিল, জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি ৷ আলকায়দার মতো সংগঠনের সঙ্গে তাদের যোগ আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷ এসটিএফ-র এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এখন এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷"

এদিকে, উত্তরপ্রদেশের লখনউয়ের দুবগ্গা এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ দু’জনকে কাকোরি রিং রোড এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।

কলকাতা, 11 জুলাই : কলকাতায় পুলিশের জালে ধরা পড়ল তিন সন্দেহভাজন জেএমবি জঙ্গি ৷ আজ দুপুরে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ সন্দেহভাজন এই তিন জঙ্গিকে গ্রেফতার করে ৷ তিনজনই বাংলাদেশের বাসিন্দা বলে অনুমান করা হচ্ছে ৷

কলকাতা পুলিশের এসটিএফ-র তরফে জানানো হয়েছে, গত কয়েকমাস ধরে ওই এলাকায় তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ৷ খবর পেয়ে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছিল ৷ এরপর আজ সকালে ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ ৷ আজ দুপুরে তাদের গ্রেফতার করে ৷

তবে তারা কী কারণে এখানে এসেছিল, জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি ৷ আলকায়দার মতো সংগঠনের সঙ্গে তাদের যোগ আছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ ৷ এসটিএফ-র এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এখন এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷"

এদিকে, উত্তরপ্রদেশের লখনউয়ের দুবগ্গা এলাকা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন শাখা ৷ দু’জনকে কাকোরি রিং রোড এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ।

Last Updated : Jul 11, 2021, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.