ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় অপরিচিত UPI-এ অনুদান ? সাবধান করছে লালবাজার - Lockdown

সকলকে সাবধান করছেন লালবাজারের গোয়েন্দারা ৷ অচেনা UPI-এ অনুদান দিতে নিষেধ করছে ব্যাঙ্কগুলিও ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 6, 2020, 7:54 PM IST

কলকাতা, 6 এপ্রিল : হোয়াটসঅ্যাপ, SMS, কিংবা অন্য কোনও সোশাল সাইট ৷ প্রতিনিয়ত আসছে কোরোনা মোকাবিলায় সাহায্যের আহ্বান ৷ তাতে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট নম্বর কিংবা UPI কোড ৷ অনেক ক্ষেত্রে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনেও আবেদনের কথা বলা হচ্ছে ৷ অনেকেই ওই অচেনা UPI-এ টাকা পাঠাচ্ছেন ৷ এবার তা নিয়ে সাবধান করছেন লালবাজারের গোয়েন্দারা ৷ একই কথা বলছে একাধিক ব্যাঙ্কও ৷ ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির তরফে দেওয়া হয়েছে সাবধানবাণী ৷ বলা হয়েছে, এই ধরনের অচেনা UPI-এ টাকা না পাঠানোর জন্য ৷

আসলে সুযোগ কাজে লাগাতে তৈরি জামতারা গ‍্যাংয়ের সদস্যরা ৷ যারা রীতিমতো কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ব্যাঙ্ক প্রতারণাকে ৷ এই মুহূর্তে কোরোনা আতঙ্কেও ওদের সক্রিয়তার অভাব নেই বলেই জানাচ্ছেন গোয়েন্দারা ৷ তারা বিভিন্ন ফিশিং ওয়েবসাইট বানিয়ে টোপ ঝুলিয়ে রেখেছে ইন্টারনেটে ৷ আৎ বসে আছে শিকারের অপেক্ষায় ৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের বাহানা দেখিয়ে চাওয়া হচ্ছে সাহায্য ৷ সেই SMS-র সঙ্গে থাকছে লিঙ্ক ৷ যে লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ ৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া সাবধান বাণী
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া সাবধান বাণী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে সাবধানবাণী শোনানো হয়েছে, তাতে কোরোনা সংক্রান্ত যেকোনও খবরের ওয়েবসাইটেও ক্লিক করতে নিষেধ করা হয়েছে ৷ কারণ তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে ফিশিং ওয়েবসাইট ৷ লালবাজারের গোয়েন্দারা পুরো বিষয়টিতে নজরদারি চালিয়ে যাচ্ছেন ৷ তবে এখনও পর্যন্ত এই ধরনের কোনও কেস লালবাজারের গোয়েন্দা বিভাগ পায়নি বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা ৷ তবুও মানুষকে সাবধান থাকতেই বলেছেন তিনি ৷ তাঁর কথায়, "ব্যাঙ্ক প্রতারণা রুখতে সাবধান থাকতে হবে ৷ কোনও চেনা লিঙ্কে ক্লিক করবেন না ৷ অচেনা UPI-এ কোনও টাকা না পাঠানোই ভালো ৷"

কলকাতা, 6 এপ্রিল : হোয়াটসঅ্যাপ, SMS, কিংবা অন্য কোনও সোশাল সাইট ৷ প্রতিনিয়ত আসছে কোরোনা মোকাবিলায় সাহায্যের আহ্বান ৷ তাতে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট নম্বর কিংবা UPI কোড ৷ অনেক ক্ষেত্রে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনেও আবেদনের কথা বলা হচ্ছে ৷ অনেকেই ওই অচেনা UPI-এ টাকা পাঠাচ্ছেন ৷ এবার তা নিয়ে সাবধান করছেন লালবাজারের গোয়েন্দারা ৷ একই কথা বলছে একাধিক ব্যাঙ্কও ৷ ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির তরফে দেওয়া হয়েছে সাবধানবাণী ৷ বলা হয়েছে, এই ধরনের অচেনা UPI-এ টাকা না পাঠানোর জন্য ৷

আসলে সুযোগ কাজে লাগাতে তৈরি জামতারা গ‍্যাংয়ের সদস্যরা ৷ যারা রীতিমতো কুটির শিল্পের পর্যায়ে নিয়ে গেছে ব্যাঙ্ক প্রতারণাকে ৷ এই মুহূর্তে কোরোনা আতঙ্কেও ওদের সক্রিয়তার অভাব নেই বলেই জানাচ্ছেন গোয়েন্দারা ৷ তারা বিভিন্ন ফিশিং ওয়েবসাইট বানিয়ে টোপ ঝুলিয়ে রেখেছে ইন্টারনেটে ৷ আৎ বসে আছে শিকারের অপেক্ষায় ৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের বাহানা দেখিয়ে চাওয়া হচ্ছে সাহায্য ৷ সেই SMS-র সঙ্গে থাকছে লিঙ্ক ৷ যে লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ ৷

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া সাবধান বাণী
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে দেওয়া সাবধান বাণী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে সাবধানবাণী শোনানো হয়েছে, তাতে কোরোনা সংক্রান্ত যেকোনও খবরের ওয়েবসাইটেও ক্লিক করতে নিষেধ করা হয়েছে ৷ কারণ তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে ফিশিং ওয়েবসাইট ৷ লালবাজারের গোয়েন্দারা পুরো বিষয়টিতে নজরদারি চালিয়ে যাচ্ছেন ৷ তবে এখনও পর্যন্ত এই ধরনের কোনও কেস লালবাজারের গোয়েন্দা বিভাগ পায়নি বলে জানিয়েছেন যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা ৷ তবুও মানুষকে সাবধান থাকতেই বলেছেন তিনি ৷ তাঁর কথায়, "ব্যাঙ্ক প্রতারণা রুখতে সাবধান থাকতে হবে ৷ কোনও চেনা লিঙ্কে ক্লিক করবেন না ৷ অচেনা UPI-এ কোনও টাকা না পাঠানোই ভালো ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.