ETV Bharat / state

Kolkata Police Vehicle Caught Fire: কলকাতা পুলিশের গাড়িতে আগুন, পুড়ে খাক আরও দু'টি বাইক - কলকাতা

শনিবার শিয়ালদা স্টেশন (Sealdah Station) লাগোয়া এলাকায় কলকাতা পুলিশের (Kolkata Police) একটি গাড়িতে আগুন (Vehicle Caught Fire) লেগে যায় ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ৷

Kolkata Police Vehicle Caught Fire near Sealdah Station
Vehicle Caught Fire: কলকাতা পুলিশের গাড়িতে আগুন, পুড়ে খাক আরও দু'টি বাইক
author img

By

Published : Nov 19, 2022, 2:17 PM IST

Updated : Nov 19, 2022, 2:31 PM IST

কলকাতা, 19 নভেম্বর: কলকাতা পুলিশের (Kolkata Police) গাড়িতে আগুন (Vehicle Caught Fire) ! শনিবার ঘটনাটি ঘটে শিয়ালদা স্টেশন (Sealdah Station) লাগোয়া এলাকায় ৷ হঠাৎই কলকাতা পুলিশের একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে ! দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড় করিয়ে রাখা দু'টি মোটরবাইকেও ৷ প্রায় 45 মিনিট ধরে দু'টি বাইক এবং কলকাতা পুলিশের ওই গাড়িটি পুড়তে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ দিনের ব্যস্ত সময় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় যে মোটরবাইক দু'টিতে আগুন লেগেছিল, সেই দু'টিই একেবারে ভস্মীভূত হয়ে যায় ৷ পুলিশের গাড়িটিও ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে, কী কারণে এভাবে গাড়িতে আগুন লাগল, সেটা আপাতত জানা যায়নি ৷ কলকাতা পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ৷ বিশেষজ্ঞরা গাড়িটির কলকবজা খতিয়ে দেখবেন ৷ তারপরই জানা যাবে এভাবে আগুন লাগার প্রকৃত কারণ ৷

আরও পড়ুন: গুড়াপে চলন্ত মালবোঝাই গাড়িতে আগুন

অন্যদিকে, লালবাজারের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন শিয়ালদা স্টেশনের বাইরেই পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল ৷ হঠাৎই সেটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি ৷ তবে, এই ঘটনার সময় গাড়িটিতে পুলিশের কোনও কর্মী বা আধিকারিক ছিলেন না ৷ ফলে গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও ঘটনা ঘটে ৷ আর সেটাই স্বস্তির ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন থানায় থাকা যে গাড়িগুলি এবং পিসিআর ভ্য়ানগুলি মূলত টহলদারির জন্য ব্যবহার করা হয়, সেগুলি লাগাতার রাস্তায় সচল থাকে ৷ কাজের চাপ থাকলে অনেক সময় সেগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না ৷ তার জেরেই কোনওভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে কিনা, তা খতিয়ে দেখা হবে ৷ পাশাপাশি, পুলিশের নজর এড়িয়ে কেউ ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবে পুলিশ ৷

কলকাতা, 19 নভেম্বর: কলকাতা পুলিশের (Kolkata Police) গাড়িতে আগুন (Vehicle Caught Fire) ! শনিবার ঘটনাটি ঘটে শিয়ালদা স্টেশন (Sealdah Station) লাগোয়া এলাকায় ৷ হঠাৎই কলকাতা পুলিশের একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে ! দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড় করিয়ে রাখা দু'টি মোটরবাইকেও ৷ প্রায় 45 মিনিট ধরে দু'টি বাইক এবং কলকাতা পুলিশের ওই গাড়িটি পুড়তে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ দিনের ব্যস্ত সময় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় যে মোটরবাইক দু'টিতে আগুন লেগেছিল, সেই দু'টিই একেবারে ভস্মীভূত হয়ে যায় ৷ পুলিশের গাড়িটিও ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে, কী কারণে এভাবে গাড়িতে আগুন লাগল, সেটা আপাতত জানা যায়নি ৷ কলকাতা পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ৷ বিশেষজ্ঞরা গাড়িটির কলকবজা খতিয়ে দেখবেন ৷ তারপরই জানা যাবে এভাবে আগুন লাগার প্রকৃত কারণ ৷

আরও পড়ুন: গুড়াপে চলন্ত মালবোঝাই গাড়িতে আগুন

অন্যদিকে, লালবাজারের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন শিয়ালদা স্টেশনের বাইরেই পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল ৷ হঠাৎই সেটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে ৷ কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়িটি ৷ তবে, এই ঘটনার সময় গাড়িটিতে পুলিশের কোনও কর্মী বা আধিকারিক ছিলেন না ৷ ফলে গাড়িটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও ঘটনা ঘটে ৷ আর সেটাই স্বস্তির ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বিভিন্ন থানায় থাকা যে গাড়িগুলি এবং পিসিআর ভ্য়ানগুলি মূলত টহলদারির জন্য ব্যবহার করা হয়, সেগুলি লাগাতার রাস্তায় সচল থাকে ৷ কাজের চাপ থাকলে অনেক সময় সেগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয় না ৷ তার জেরেই কোনওভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে কিনা, তা খতিয়ে দেখা হবে ৷ পাশাপাশি, পুলিশের নজর এড়িয়ে কেউ ইচ্ছাকৃতভাবে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবে পুলিশ ৷

Last Updated : Nov 19, 2022, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.