ETV Bharat / state

কয়েক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 8:14 PM IST

Kolkata Police Foiled Robbery: ছিনতাই করে পালাচ্ছে অভিযুক্ত ৷ কয়েক কিলোমিটার দৌড়ে গিয়ে তাঁকে ধরল পুলিশ ৷ বুধবার এমনই ঘটনা ঘটল কলকাতার প্রগতি ময়দান থানার আওতাধীন ইস্ট ট্রাফিক গার্ডের পার্ক সার্কাস সাতমাথা মোড়ে ।

Kolkata Police Foiled Robbery
Kolkata Police Foiled Robbery

কলকাতা, 22 নভেম্বর: কয়েক কিলোমিটার দৌড়ে গলির ভিতর থেকে ছিনতাইকারীকে ধরল কলকাতা পুলিশ । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানার আওতাধীন ইস্ট ট্রাফিক গার্ডের পার্ক সার্কাস সাতমাথা মোড়ে ।

কলকাতা পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে পার্ক সার্কাস মাথাভাঙা মোড়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় এবং কনস্টেবল স্বাধীন চন্দ্র ও আনোয়ারুল ইসলাম । স্নেহাশিস যখন কর্তব্যরত অবস্থায় পাক সার্কাসে যান নিয়ন্ত্রণ করছেন, ঠিক সেই সময় একটি গাড়িতে এক মহিলার চিৎকার শুনতে পান । সামনে যেতেই ওই সার্জেন্ট বুঝতে পারেন যে ওই মহিলা গাড়িতে করে যাচ্ছিলেন ৷ ঠিক সেই সময় বাইরে থেকে গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে ওই মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়েছে এক যুবক ।

সঙ্গে সঙ্গে দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই চোরের পিছু ধাওয়া করেন ওই সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় । মাথাভাঙার একাধিক অলিতে গলিতে বেশ কিছুক্ষণ ঘুরে বেরোনোর পর অবশেষে ওই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ । ততক্ষণে ওই মহিলা গাড়ি থেকে নেমে ইস্ট ট্রাফিক গার্ডে পৌঁছে গিয়েছেন । সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করার পর তাঁকে ইস্ট ট্রাফিক গার্ডে আনা হয় । পাশাপাশি উদ্ধার হওয়া ব্যাগটি ওই মহিলাকে দিয়ে শনাক্ত করানো হয় যে সেটি তাঁর কি না ! তিনি নিজের ব্যাগটি খুলে সমস্ত কিছু যাচাই করে নেন এবং জানা যায় একটিও টাকা পয়সা খোয়া যায়নি ।

জানা গিয়েছে, এ দিন সকাল 9টা নাগাদ যখন তিনি নিজের ব্যক্তিগত কাজে যাতে যাচ্ছিলেন ৷ তাঁর গাড়ি পার্ক সার্কাস মাথাভাঙার একটি ট্রাফিক সিগনালে দাঁড়ায় ৷ সেই সময় ঘটনাটি ঘটে ৷ তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করায় কলকাতা ট্রাফিক পুলিশের ওই সার্জেন্ট ঘটনাস্থলে পৌঁছান ৷ পুলিশি তৎপরতায় ব্যাগটি দ্রুত উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা ৷

আরও পড়ুন:

  1. এনআরএসে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে! ধৃত 3
  2. জমা জরিমানা আদায় করতে ডিসেম্বরেই লোক আদালত কলকাতা ট্রাফিক পুলিশের

কলকাতা, 22 নভেম্বর: কয়েক কিলোমিটার দৌড়ে গলির ভিতর থেকে ছিনতাইকারীকে ধরল কলকাতা পুলিশ । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানার আওতাধীন ইস্ট ট্রাফিক গার্ডের পার্ক সার্কাস সাতমাথা মোড়ে ।

কলকাতা পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে পার্ক সার্কাস মাথাভাঙা মোড়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় এবং কনস্টেবল স্বাধীন চন্দ্র ও আনোয়ারুল ইসলাম । স্নেহাশিস যখন কর্তব্যরত অবস্থায় পাক সার্কাসে যান নিয়ন্ত্রণ করছেন, ঠিক সেই সময় একটি গাড়িতে এক মহিলার চিৎকার শুনতে পান । সামনে যেতেই ওই সার্জেন্ট বুঝতে পারেন যে ওই মহিলা গাড়িতে করে যাচ্ছিলেন ৷ ঠিক সেই সময় বাইরে থেকে গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে ওই মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়েছে এক যুবক ।

সঙ্গে সঙ্গে দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই চোরের পিছু ধাওয়া করেন ওই সার্জেন্ট স্নেহাশিস মুখোপাধ্যায় । মাথাভাঙার একাধিক অলিতে গলিতে বেশ কিছুক্ষণ ঘুরে বেরোনোর পর অবশেষে ওই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ । ততক্ষণে ওই মহিলা গাড়ি থেকে নেমে ইস্ট ট্রাফিক গার্ডে পৌঁছে গিয়েছেন । সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করার পর তাঁকে ইস্ট ট্রাফিক গার্ডে আনা হয় । পাশাপাশি উদ্ধার হওয়া ব্যাগটি ওই মহিলাকে দিয়ে শনাক্ত করানো হয় যে সেটি তাঁর কি না ! তিনি নিজের ব্যাগটি খুলে সমস্ত কিছু যাচাই করে নেন এবং জানা যায় একটিও টাকা পয়সা খোয়া যায়নি ।

জানা গিয়েছে, এ দিন সকাল 9টা নাগাদ যখন তিনি নিজের ব্যক্তিগত কাজে যাতে যাচ্ছিলেন ৷ তাঁর গাড়ি পার্ক সার্কাস মাথাভাঙার একটি ট্রাফিক সিগনালে দাঁড়ায় ৷ সেই সময় ঘটনাটি ঘটে ৷ তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করায় কলকাতা ট্রাফিক পুলিশের ওই সার্জেন্ট ঘটনাস্থলে পৌঁছান ৷ পুলিশি তৎপরতায় ব্যাগটি দ্রুত উদ্ধার হওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা ৷

আরও পড়ুন:

  1. এনআরএসে জুনিয়র চিকিৎসকদের মারধরের অভিযোগ শ্রমিকদের বিরুদ্ধে! ধৃত 3
  2. জমা জরিমানা আদায় করতে ডিসেম্বরেই লোক আদালত কলকাতা ট্রাফিক পুলিশের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.