ETV Bharat / state

বর্ষবরণের রাতে মহানগরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বিশেষ ব্যবস্থা লালবাজারের - Special Security

Kolkata Police: বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট-সহ কলকাতা বিভিন্ন এলাকায় ভিড় হয় ৷ অনেক জায়গায় আবার নানা অনুষ্ঠান হয় ৷ সেই কারণে ওইরাতে মহানগরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ ৷

Kolkata Police
Kolkata Police
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:11 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: বড়দিনের মতোই বর্ষবরণের রাতে কলকাতা শহরকে ট্রাফিক ও আইনশৃঙ্খলা দিক থেকে স্বাভাবিক রাখা কড়া চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে । তাই বর্ষবরণের রাতে শুধুমাত্র পার্ক স্ট্রিটে থাকবেন দেড় হাজার পুলিশকর্মী । থাকছে 12টি ওয়াচ টাওয়ার । কুইক রেসপন্স টিমের মোট 6টি গাড়ি । সিপি পদমর্যাদার একজন পুলিশ আধিকারিকও থাকবেন ৷

তবে বর্ষবরণের রাতে শুধুমাত্র পাক স্ট্রিটের নিরাপত্তা নয়, পুরো শহর কলকাতাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, বর্ষবরণের রাতে শহর কলকাতায় যানজট মুক্ত ও আইনশৃঙ্খলা দিক থেকে কতটা সচল রয়েছে, তা দেখার জন্য কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সরাসরি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন । পার্ক স্ট্রিটের পাশাপাশি শহরের প্রতিটি থানাকে বিশেষভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছে লালবাজার । পুরো শহরে কলকাতা পুলিশের মোট 4 হাজার বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে ।

লালবাজার সূত্রের খবর, উত্তর,মধ্য ও দক্ষিণ কলকাতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন উচ্চপদস্থ অতিরিক্ত নগরপাল পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক । তাছাড়াও বর্ষবরণের রাতে যাতে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ বদ্ধপরিকর । কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী উইনার্স টিমের পাশাপাশি কলকাতা পুলিশের বিভিন্ন মহিলা থানার মহিলা পুলিশকর্মীদের নিজ নিজ এলাকায় রাউন্ড দিতে বলা হয়েছে ।

ধর্মতলা, পার্ক স্ট্রিট থেকে শুরু করে উত্তর কলকাতা ও মধ্য কলকাতা বিভিন্ন জায়গায় থাকবেন হেভি রেডিয়ো অফ লাইন স্কোয়াডের পুলিশকর্মীরা । কারণ, আইনশৃঙ্খলা অবনতির কোনও ঘটনা বা উত্তেজনার ঘটনা হলে, এই হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পারবেন ।

এছাড়াও কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল প্রত্যেকটি থানা ও ডিভিশনাল ডিসিদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে বর্ষবরণের রাত থেকেই নজরদারির ব্যবস্থা চালানোর জন্য । কোথাও কোনও অসামাজিক জটলা বা কোনোরকমের অশান্তির আভাস পেলে, তা সঙ্গে সঙ্গে লালবাজারকে জানাতে হবে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করতে হবে ।

আরও পড়ুন:

  1. বর্ষবরণের রাতে মেট্রোয় আঁটোসাঁটো নিরাপত্তা, মোতায়েন বাড়তি কর্মী
  2. জোড়াবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  3. আলোয় রাঙা পার্ক স্ট্রিট, জনতার ঢলে কড়া নজর কলকাতা পুলিশের; দেখুন ভিডিয়ো

কলকাতা, 30 ডিসেম্বর: বড়দিনের মতোই বর্ষবরণের রাতে কলকাতা শহরকে ট্রাফিক ও আইনশৃঙ্খলা দিক থেকে স্বাভাবিক রাখা কড়া চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে । তাই বর্ষবরণের রাতে শুধুমাত্র পার্ক স্ট্রিটে থাকবেন দেড় হাজার পুলিশকর্মী । থাকছে 12টি ওয়াচ টাওয়ার । কুইক রেসপন্স টিমের মোট 6টি গাড়ি । সিপি পদমর্যাদার একজন পুলিশ আধিকারিকও থাকবেন ৷

তবে বর্ষবরণের রাতে শুধুমাত্র পাক স্ট্রিটের নিরাপত্তা নয়, পুরো শহর কলকাতাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ । লালবাজার সূত্রের খবর, বর্ষবরণের রাতে শহর কলকাতায় যানজট মুক্ত ও আইনশৃঙ্খলা দিক থেকে কতটা সচল রয়েছে, তা দেখার জন্য কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সরাসরি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন । পার্ক স্ট্রিটের পাশাপাশি শহরের প্রতিটি থানাকে বিশেষভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছে লালবাজার । পুরো শহরে কলকাতা পুলিশের মোট 4 হাজার বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে ।

লালবাজার সূত্রের খবর, উত্তর,মধ্য ও দক্ষিণ কলকাতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন উচ্চপদস্থ অতিরিক্ত নগরপাল পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক । তাছাড়াও বর্ষবরণের রাতে যাতে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ বদ্ধপরিকর । কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী উইনার্স টিমের পাশাপাশি কলকাতা পুলিশের বিভিন্ন মহিলা থানার মহিলা পুলিশকর্মীদের নিজ নিজ এলাকায় রাউন্ড দিতে বলা হয়েছে ।

ধর্মতলা, পার্ক স্ট্রিট থেকে শুরু করে উত্তর কলকাতা ও মধ্য কলকাতা বিভিন্ন জায়গায় থাকবেন হেভি রেডিয়ো অফ লাইন স্কোয়াডের পুলিশকর্মীরা । কারণ, আইনশৃঙ্খলা অবনতির কোনও ঘটনা বা উত্তেজনার ঘটনা হলে, এই হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পারবেন ।

এছাড়াও কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল প্রত্যেকটি থানা ও ডিভিশনাল ডিসিদের বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে বর্ষবরণের রাত থেকেই নজরদারির ব্যবস্থা চালানোর জন্য । কোথাও কোনও অসামাজিক জটলা বা কোনোরকমের অশান্তির আভাস পেলে, তা সঙ্গে সঙ্গে লালবাজারকে জানাতে হবে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করতে হবে ।

আরও পড়ুন:

  1. বর্ষবরণের রাতে মেট্রোয় আঁটোসাঁটো নিরাপত্তা, মোতায়েন বাড়তি কর্মী
  2. জোড়াবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  3. আলোয় রাঙা পার্ক স্ট্রিট, জনতার ঢলে কড়া নজর কলকাতা পুলিশের; দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.