ETV Bharat / state

গাড়ির দরজায় লুকোনো 12 কোটির হেরোইন,পাচারের আগে গ্রেপ্তার 2

গাড়ির দরজায় লুকোনো ছিল 12 কোটি টাকা মূল্যের হেরোইন ৷ পাচারের আগে মধ্য কলকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷

ধৃতেরা
author img

By

Published : Aug 4, 2019, 2:45 AM IST

কলকাতা, 4 অগাস্ট : সোর্স মারফত খবর এসেছিল, মধ্য কলকাতা দিয়ে প্রচুর পরিমাণে হেরোইন পাচার হবে । সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (STF) । শুরু হয় নজরদারি । সেই সূত্রেই উদ্ধার হল প্রায় 12 কোটি টাকা মূল্যের হেরোইন । গ্রেপ্তার করা হয় দু'জনকে । পুলিশ জানিয়েছে, সাম্প্রতিককালে একসঙ্গে এত পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা বিরল ৷

সোর্স মারফত খবর পাওয়ার পর মধ্য কলকাতার একাধিক এলাকায় নজরদারি শুরু করে পুলিশ ৷ হেয়ার স্ট্রিট থানার মুন্সি প্রেমচাঁদ সরণিতে একটি গাড়ি আটক করা হয় । গাড়িটির নম্বর WB-06F/8622 । কিন্তু, কোথায় মাদক? তন্নতন্ন করে খুঁজেও প্রথমে কিছু পাওয়া যায়নি । তবে কি ভুল খবর দিল সোর্স ? সেই সময় পুলিশের নজর পড়ে গাড়ির দরজার উপর । একটি দরজার স্ক্রু যেন কিছুটা ঢিলে । খোলা হয় দরজার প্রতিটি স্ক্রু ৷ সেখান থেকেই বেরিয়ে আসে 3.208 কিলোগ্রাম হেরোইন ৷ পুলিশের বক্তব্য, যার বাজারমূল্য সর্বোচ্চ 12 কোটি টাকা ।

এই সংক্রান্ত আরও খবর : ইয়াবা সাপ্লাই করতে কলকাতায় বাংলাদেশি, উদ্ধার প্রচুর মাদক

গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দীপক রায় এবং কুমার ছেত্রীকে । দু'জনেই অসমের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে ওই হেরোইন কোথা থেকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : লালগোলায় 30 লাখের হেরোইনসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

কলকাতা, 4 অগাস্ট : সোর্স মারফত খবর এসেছিল, মধ্য কলকাতা দিয়ে প্রচুর পরিমাণে হেরোইন পাচার হবে । সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (STF) । শুরু হয় নজরদারি । সেই সূত্রেই উদ্ধার হল প্রায় 12 কোটি টাকা মূল্যের হেরোইন । গ্রেপ্তার করা হয় দু'জনকে । পুলিশ জানিয়েছে, সাম্প্রতিককালে একসঙ্গে এত পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনা বিরল ৷

সোর্স মারফত খবর পাওয়ার পর মধ্য কলকাতার একাধিক এলাকায় নজরদারি শুরু করে পুলিশ ৷ হেয়ার স্ট্রিট থানার মুন্সি প্রেমচাঁদ সরণিতে একটি গাড়ি আটক করা হয় । গাড়িটির নম্বর WB-06F/8622 । কিন্তু, কোথায় মাদক? তন্নতন্ন করে খুঁজেও প্রথমে কিছু পাওয়া যায়নি । তবে কি ভুল খবর দিল সোর্স ? সেই সময় পুলিশের নজর পড়ে গাড়ির দরজার উপর । একটি দরজার স্ক্রু যেন কিছুটা ঢিলে । খোলা হয় দরজার প্রতিটি স্ক্রু ৷ সেখান থেকেই বেরিয়ে আসে 3.208 কিলোগ্রাম হেরোইন ৷ পুলিশের বক্তব্য, যার বাজারমূল্য সর্বোচ্চ 12 কোটি টাকা ।

এই সংক্রান্ত আরও খবর : ইয়াবা সাপ্লাই করতে কলকাতায় বাংলাদেশি, উদ্ধার প্রচুর মাদক

গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দীপক রায় এবং কুমার ছেত্রীকে । দু'জনেই অসমের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে ওই হেরোইন কোথা থেকে আনা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : লালগোলায় 30 লাখের হেরোইনসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

Intro:কলকাতা, ৪ অগাস্ট: সোর্স খবর দিয়েছিল আগেই। মধ্য কলকাতা দিয়ে পাচার হবে প্রচুর হেরোইন। সেইমতো সতর্ক হয়ে যায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। শুরু হয় নজরদারি। সেই সূত্রেই উদ্ধার হল প্রায় 12 কোটি টাকার মাদক। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। Body:পুলিশ সূত্রে খবর, সোর্স মারফত খবর পাওয়ার পর সাদা পোশাকে মধ্য কলকাতায় নজর রাখতে শুরু করে পুলিশ। সেই সূত্রেই হেয়ার স্ট্রিট থানা এলাকার মুন্সি প্রেমচাঁদ স্মরণিতে একটি Maruti Suzuki SX4 মডেলের গাড়ি আটক করে পুলিশ। যার নম্বর WB-06F/8622। কিন্তু কোথায় মাদক? গাড়ি তন্ন তন্ন করে খুঁজেও মাদক পাওয়া যায়নি। তবে কি ভুল খবর দিলো সোর্স! এবার তদন্তকারীদের নজর পড়ে গাড়ির দরজার ওপর। একটা দরজার স্ক্রু যেন একটু ঢিলে। সেটাই সূত্র। এবার সমস্ত আইন কানুন মেনে গাড়ির দরজার সমস্ত স্ক্রু খুলে ফেলা হয়। বেরিয়ে পড়ে ৩.২০৮ কেজি হেরোইন। পুলিশের দাবি তার বাজার মূল্য সর্বোচ্চ 12 কোটি টাকা। কলকাতা পুলিশের সাম্প্রতিক ইতিহাসে এত হেরোইন একসঙ্গে উদ্ধার একেবারে বিরল।
Conclusion:ঘটনায় গ্রেপ্তার করা হয় দীপক রায় এবং কুমার ছেত্রীকে। ওই দুই ব্যক্তি অসমের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই হেরোইন কোথা থেকে এলো তা জানার চেষ্টা করছে পুলিশ। তিলোত্তমাকে মাদক মুক্ত করার শপথ নিয়েছে কলকাতা পুলিশ। সেই সূত্রেই মাদকবিরোধী অভিযানে ব্যাপক গুরুত্ব দিচ্ছে পুলিশ। মাদক বিরোধী অভিযানের আজকের এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.