ETV Bharat / state

Businessman kidnapped at Kasba: অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশি তৎপরতায় উদ্ধার কসবার ব্যবসায়ী

author img

By

Published : Apr 21, 2022, 9:53 AM IST

খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হল (Businessman kidnapped at Kasba)৷ পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছে কসবার ব্যবসায়ীকে ৷ গ্রেফতার হয়েছে 10 জন (Kolkata Police rescue abducted businessman)৷

kolkata-police-rescue-abducted-businessman-at-kasba-10-arrested
অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশি তৎপরতায় উদ্ধার কসবার ব্যবসায়ী

কলকাতা, 21 এপ্রিল: খাস কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্য এবং শুট আউটের ঘটনার পর এ বার ব্যবসায়ীকে অপহরণের ঘটনা (Businessman kidnapped at Kasba)। ঘটনাস্থল কসবা থানা এলাকা । ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা আটজনকে গ্রেফতার করেছে ৷ অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে । কলকাতা পুলিশের (Kolkata Police rescue abducted businessman) গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, এই ঘটনার পর শহরের বিভিন্ন জায়গায় আরও বেশি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় কসবা থানায় রেহান আহম্মদ কুরেশি নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁর বিজনেস পার্টনার শেখ কুতুবউদ্দিন গাজীকে কসবায় তাঁদের অফিস থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন । অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে স্থানীয় কসবা থানার পুলিশ ৷

আরও পড়ুন: Child Abduction Case : ফিল্মি কায়দায় শিশু অপহরণ, মুক্তিপণ চাইতে গিয়ে ধৃত যুবক

যেহেতু কলকাতায় অপহরণের (Kasba kidnap) মতো ঘটনা, ফলে সমান্তরাল ভাবে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের প্রধান শাখার আধিকারিকরা । লালবাজার সূত্রের খবর, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে আজ ভোর রাতে টালিগঞ্জ থানা এলাকায় একটি নির্জন বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন গোয়েন্দারা । একইসঙ্গে, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ 10 জনকে গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট ওই ব্যবসায়ীর অফিসে সিসিটিভি ফুটেজ ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পারেন, অপহৃত ব্যবসায়ীকে টালিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে । পরিবারের সদস্যদের সঙ্গে গোয়েন্দারা কথা বলে জানতে পারেন যে, ওই ব্যবসায়ীকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা । তদন্তে নেমে আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন ব্যবসায়ীক শত্রুতার জেরে এই অপহরণ করা হয়েছে ।

আরও পড়ুন : নেশামুক্তি কেন্দ্রের গাড়িতে করে মহিলাকে অপহরণের চেষ্টা

কলকাতা, 21 এপ্রিল: খাস কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্য এবং শুট আউটের ঘটনার পর এ বার ব্যবসায়ীকে অপহরণের ঘটনা (Businessman kidnapped at Kasba)। ঘটনাস্থল কসবা থানা এলাকা । ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দারা আটজনকে গ্রেফতার করেছে ৷ অপহৃত ব্যবসায়ীকেও উদ্ধার করা হয়েছে । কলকাতা পুলিশের (Kolkata Police rescue abducted businessman) গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, এই ঘটনার পর শহরের বিভিন্ন জায়গায় আরও বেশি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।

জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় কসবা থানায় রেহান আহম্মদ কুরেশি নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে, তাঁর বিজনেস পার্টনার শেখ কুতুবউদ্দিন গাজীকে কসবায় তাঁদের অফিস থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন । অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে স্থানীয় কসবা থানার পুলিশ ৷

আরও পড়ুন: Child Abduction Case : ফিল্মি কায়দায় শিশু অপহরণ, মুক্তিপণ চাইতে গিয়ে ধৃত যুবক

যেহেতু কলকাতায় অপহরণের (Kasba kidnap) মতো ঘটনা, ফলে সমান্তরাল ভাবে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের প্রধান শাখার আধিকারিকরা । লালবাজার সূত্রের খবর, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে আজ ভোর রাতে টালিগঞ্জ থানা এলাকায় একটি নির্জন বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন গোয়েন্দারা । একইসঙ্গে, এই ঘটনায় মূল অভিযুক্ত-সহ 10 জনকে গ্রেফতার করা হয় ৷

পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট ওই ব্যবসায়ীর অফিসে সিসিটিভি ফুটেজ ও রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পারেন, অপহৃত ব্যবসায়ীকে টালিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে । পরিবারের সদস্যদের সঙ্গে গোয়েন্দারা কথা বলে জানতে পারেন যে, ওই ব্যবসায়ীকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা । তদন্তে নেমে আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন ব্যবসায়ীক শত্রুতার জেরে এই অপহরণ করা হয়েছে ।

আরও পড়ুন : নেশামুক্তি কেন্দ্রের গাড়িতে করে মহিলাকে অপহরণের চেষ্টা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.