কলকাতা, 31 অগস্ট: পুলিশকে কটূক্তি করার অভিযোগ ওঠায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চায় কলকাতা পুলিশ ৷ যাদবপুর থানায় ওই এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দায়ের হল মামলা ৷ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ওই মামলার শুনানি হয় ৷ সেখানে আদালতের নির্দেশ দেয় যে আগামী 8 সেপ্টেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাবেন ৷
গত 9 অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে প্রথমবর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু হয় ৷ পরিবারের অভিযোগ, ব়্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে গত কয়েকদিন উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে প্রতিবাদ কর্মসূচি নেয় ৷ ভারতীয় জনতা যুব মোর্চার তরফে প্রতিবাদ মিছিল করা হয় গোলপার্ক থেকে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত ৷
প্রথমে পুলিশ ওই মিছিলের অনুমতি দেয়নি ৷ পরে কলকাতা হাইকোর্টের অনুমতিতে মিছিল হয় ৷ মিছিলের জন্য বিভাগীয় ডিসিকে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । অভিযোগ, যুব মোর্চার মিছিলের দিন পুলিশকে কটূক্তি করা হয় । সেই কারণেই স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করতে চায় যাদবপুর থানা ।
এ দিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নতুন আবেদন করা হয়েছে । সেখানে বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করার আবেদন করা হয়েছে পুলিশের তরফে । যাদবপুরে মিছিলে কী ভাষায় তিনি কথা বলছেন তার আমরা ভিডিয়ো দেখাতে পারি । শুভেন্দু পুলিশের কাজে যাদবপুরে বাধা দিয়েছেন । গালিগালাজ করেছেন পুলিশকে । 'হুলিগান মমতার পুলিশ' বলেছেন তিনি ।’’
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনানি চলাকালীন আরও বলেন, ‘‘আরও খারাপ খারাপ কথা বলেছেন । গতকাল (বুধবার) তিনি কোচবিহারে উস্কানিমূলক মন্তব্য করে পরিস্থিতি ভয়ঙ্কর করে তুলেছেন । আমরা 17 অগস্টের ঘটনায় বিচার চেয়ে আবেদন করেছি ।" অন্যদিকে বিরোধী দলনেতার তরফে আইনজীবী এসএস পাটোয়ালিয়া বলেন, "মূল মামলায় আমরা শুনানির সময় চাইছি ।"
উল্লেখ্য, প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না ৷ পরে হাইকোর্টের অন্য এক বিচারপতি সেই নির্দেশ খারিজ করে দেন ৷ সেই সময় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর হয় ৷ তার পর পালটা চ্যালেঞ্জ করে মামলা করেন শুভেন্দু ৷ সেই মামলার শুনানি চলছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসেই ৷ এ দিন শুভেন্দুর আইনজীবী ওই মামলার শুনানি আগে শেষ করার আর্জি জানিয়েছেন ৷
আরও পড়ুন: 'মমতার পুলিশ অফিসারদের বাড়িতে মনে হয় আয়না নেই !', কটাক্ষ শুভেন্দুর
এই নিয়ে বিচারপতি মামলাকারীকে জানিয়েছেন, আগামী ছ’দিনে শুনানি শেষ করতে হবে । পাশাপাশি এফআইআর ইস্যুতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতির শেষ নির্দেশ দেখে বিবেচনা করা হবে এই বিষয়ে ।