ETV Bharat / state

Kolkata Police Constable: সাইক্লিস্ট কনস্টেবলের স্বপ্নপূরণে পাশে দাঁড়াল কলকাতা পুলিশ - Kolkata police helps Constable Basanta Hembram

পুলিশ হলে কি স্বপ্ন থাকতে নেই ? একদিকে যখন রাজ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে ৷ অন্যদিকে কলকাতা পুলিশের কনস্টেবলের স্বপ্নপূরণে দিশা দেখালেন নগরপাল বিনীত গোয়েল ৷

Kolkata Police Constable
কলকাতা পুলিশ কনস্টেবল
author img

By

Published : Apr 27, 2023, 9:14 PM IST

কলকাতা, 27 এপ্রিল: স্বপ্ন দেখার অধিকার সকলের আছে ৷ সে হোক গরিব কিংবা ধনী ৷ কেবল তা পূরণের জেদ থাকতে হয় ৷ সেই জেদই ছিল কলকাতা পুলিশের কনস্টেবল বসন্ত হেমব্রমের মধ্যে ৷ তবে তাঁর সেই স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল টাকা ৷ তাই সাইক্লিস্ট হোমগার্ডের স্বপ্ন পূরণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ ।

আমেরিকার এক নামী রেসিং সাইকেল প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আট লক্ষ টাকা মূল্যের সাইকেল কিনেছিলেন কলকাতা পুলিশের ওই কনস্টেবল ৷ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন বসন্ত হেমব্রম । কিন্তু বাধ সাধে করোনা ৷ 2020 সালে লকডাউন হয়ে যাওয়ার ফলে তাঁর স্বপ্নভঙ্গ হয় । অন্যদিকে ব্যাংক থেকে 8 লক্ষ টাকা ধারের যে বোঝা সেটি ধীরে ধীরে ভারী হতে থাকে। ক্রমেই কলকাতা পুলিশের কনস্টেবল বসন্ত হেমব্রম ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। কিন্তু তিনি যে শুধু বিভিন্ন জাতীয় সাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন তা নয় ৷ বরং অতীতেও তিনি একাধিক সাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে ভালো ফল করেছেন ।

জানা গিয়েছে, 2014 সালে বসন্ত হেমব্রম বেঙ্গল সাইকেলিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং সেখানে স্বর্ণপদকে ভূষিত হন। রাজ্যস্তরে সাফল্যের দৌলতে 2018 সালে হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় স্তরের সাইকেলিং প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করে বসন্ত হেমব্রম। কিন্তু অল্পের জন্য তাঁর পদক হাত ছাড়া হয়ে যায় । এরপরেই ভবিষ্যতে নিজেকে একজন সফল সাইকেল রেসিং চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরার জন্য বসন্ত হেমব্রম কলকাতা পুলিশের কনস্টেবল হয়েও বড় পদক্ষেপ গ্রহণ করেন। দু'টি ব্যাংক থেকে তিনি মোট আট লক্ষ টাকা ঋণ নিয়ে আমেরিকার একটি নামী রেসিং সাইকেল প্রস্তুতকারী সংস্থার থেকে একটি রেসিং সাইকেলের অর্ডার দিয়ে বসেন। কিন্তু অনবরত ডিউটির চাপ এবং অর্থের যোগান না-হওয়াতে বসন্ত হেমব্রম ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে যাচ্ছিলেন ।

সূত্রের খবর, ঋণের কিছু সংখ্যক টাকা তিনি মিটিয়েও দেন ৷ তবে ঋণের সিংভাগই বাকি ছিল । কিন্তু মনে ছিল অদম্য ইচ্ছা ৷ আর বসন্ত হেমব্রমের এই মানসিক ইচ্ছাশক্তি এবং লড়াকু মনোভাবের কথা কোনওভাবে জানতে পারেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । আর এরপরেই বসন্তের ঋণের বাকি থাকা টাকা পরিশোধ করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷ সেই মতো কনস্টেবল বসন্ত হেমব্রমের ঋণ মেটাল কলকাতা পুলিশ । ঋণের বোঝা থেকে বসন্তকে মুক্ত করে তাঁর জীবনের সাফল্য কামনা এবং ভবিষ্যতে তাঁকে একজন সফল সাইকেল রেসিং চ্যাম্পিয়ন হিসেবে দেখার জন্য যথেষ্ট অনুপ্রেরণাও দেন নগরপাল।

আরও পড়ুন: তিলজলা থেকে শিক্ষা, সব ডিভিশন-গোয়েন্দা বিভাগকে নয়া নির্দেশ নগরপালের

কলকাতা, 27 এপ্রিল: স্বপ্ন দেখার অধিকার সকলের আছে ৷ সে হোক গরিব কিংবা ধনী ৷ কেবল তা পূরণের জেদ থাকতে হয় ৷ সেই জেদই ছিল কলকাতা পুলিশের কনস্টেবল বসন্ত হেমব্রমের মধ্যে ৷ তবে তাঁর সেই স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল টাকা ৷ তাই সাইক্লিস্ট হোমগার্ডের স্বপ্ন পূরণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ ।

আমেরিকার এক নামী রেসিং সাইকেল প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আট লক্ষ টাকা মূল্যের সাইকেল কিনেছিলেন কলকাতা পুলিশের ওই কনস্টেবল ৷ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন বসন্ত হেমব্রম । কিন্তু বাধ সাধে করোনা ৷ 2020 সালে লকডাউন হয়ে যাওয়ার ফলে তাঁর স্বপ্নভঙ্গ হয় । অন্যদিকে ব্যাংক থেকে 8 লক্ষ টাকা ধারের যে বোঝা সেটি ধীরে ধীরে ভারী হতে থাকে। ক্রমেই কলকাতা পুলিশের কনস্টেবল বসন্ত হেমব্রম ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। কিন্তু তিনি যে শুধু বিভিন্ন জাতীয় সাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন তা নয় ৷ বরং অতীতেও তিনি একাধিক সাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপে ভালো ফল করেছেন ।

জানা গিয়েছে, 2014 সালে বসন্ত হেমব্রম বেঙ্গল সাইকেলিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং সেখানে স্বর্ণপদকে ভূষিত হন। রাজ্যস্তরে সাফল্যের দৌলতে 2018 সালে হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় স্তরের সাইকেলিং প্রতিযোগিতায় বাংলার প্রতিনিধিত্ব করে বসন্ত হেমব্রম। কিন্তু অল্পের জন্য তাঁর পদক হাত ছাড়া হয়ে যায় । এরপরেই ভবিষ্যতে নিজেকে একজন সফল সাইকেল রেসিং চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরার জন্য বসন্ত হেমব্রম কলকাতা পুলিশের কনস্টেবল হয়েও বড় পদক্ষেপ গ্রহণ করেন। দু'টি ব্যাংক থেকে তিনি মোট আট লক্ষ টাকা ঋণ নিয়ে আমেরিকার একটি নামী রেসিং সাইকেল প্রস্তুতকারী সংস্থার থেকে একটি রেসিং সাইকেলের অর্ডার দিয়ে বসেন। কিন্তু অনবরত ডিউটির চাপ এবং অর্থের যোগান না-হওয়াতে বসন্ত হেমব্রম ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে যাচ্ছিলেন ।

সূত্রের খবর, ঋণের কিছু সংখ্যক টাকা তিনি মিটিয়েও দেন ৷ তবে ঋণের সিংভাগই বাকি ছিল । কিন্তু মনে ছিল অদম্য ইচ্ছা ৷ আর বসন্ত হেমব্রমের এই মানসিক ইচ্ছাশক্তি এবং লড়াকু মনোভাবের কথা কোনওভাবে জানতে পারেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । আর এরপরেই বসন্তের ঋণের বাকি থাকা টাকা পরিশোধ করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷ সেই মতো কনস্টেবল বসন্ত হেমব্রমের ঋণ মেটাল কলকাতা পুলিশ । ঋণের বোঝা থেকে বসন্তকে মুক্ত করে তাঁর জীবনের সাফল্য কামনা এবং ভবিষ্যতে তাঁকে একজন সফল সাইকেল রেসিং চ্যাম্পিয়ন হিসেবে দেখার জন্য যথেষ্ট অনুপ্রেরণাও দেন নগরপাল।

আরও পড়ুন: তিলজলা থেকে শিক্ষা, সব ডিভিশন-গোয়েন্দা বিভাগকে নয়া নির্দেশ নগরপালের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.