কলকাতা, 23 এপ্রিল : 78 দিনের মাথায় অবশেষে জোড়াবাগানে শিশু নিগ্রহের ঘটনায় চার্জশিট জমা দিল লালবাজার। এই চার্জশিটে দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে কলকাতা পুলিশ ।
চলতি বছরের 4 ফেব্রুয়ারি উত্তর কলকাতা জোড়াবাগান থানা এলাকা উত্তাল হয়ে ওঠে । নাবালিকা এক শিশুকন্যাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগ ওঠে । ঘটনায় জোড়াবাগান থানার পাশাপাশি তদন্ত চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ এরপরে গোটা তদন্ত প্রক্রিয়া লালবাজার নিজের হাতে নেয় । তদন্তে নেমে সংশ্লিষ্ট বহুতলের দারোয়ান মহম্মদ হালিম আনসারিকে 5 ফেব্রুয়ারি গ্রেফতার করে লালবাজার ৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় যুক্ত থাকার সন্দেহে রনবীর তাঁতি নামে অপর ব্যক্তিকেও গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ । লালবাজার সূত্রের খবর, এই ঘটনায় প্রথম অভিযুক্ত হালিম আনসারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুনের পাশাপাশি পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । পাশাপাশি দ্বিতীয় অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে ।
আরও পড়ুন : 40 লাখ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার তিন
এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘটনার পরপরই মূল অভিযুক্ত এবং তার সহযোগীকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।