ETV Bharat / state

লালবাজারে ফোন, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ"

author img

By

Published : Aug 6, 2020, 4:56 PM IST

Updated : Aug 6, 2020, 6:14 PM IST

মদ্যপ অবস্থায় লালবাজারের কন্ট্রোলরুমে ফোন করে ভুয়ো বোমার খবর দিয়ে হাজতবাস করলেন এক যুবক ৷

লালবাজারে ফোন, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ"
লালবাজারে ফোন, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ"

কলকাতা, 6 অগাস্ট : লালবাজারের কন্ট্রোলরুমে ফোন করে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে হাজতবাস যুবকের ৷ কলকাতায় বোমা রাখার ভুয়ো ফোন কলে হইচই পড়ে গিয়েছিল কলকাতা পুলিশে ৷ সত্যিটা জানার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ঘটনাটি ঘটে মঙ্গলবার ৷ তখন লালবাজারের কন্ট্রোল রুমে অবিরাম বেজে চলেছে ফোন । কারও প্রয়োজনে ওষুধ, কেউ চাইছেন অন্য কোনও সাহায্য । এমন সময় হঠাৎ এক পুলিশকর্মী ফোন তুলে শুনতে পেলেন অন্য রকম কথা । ফোনের ওপার থেকে কেউ বলে উঠল, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ । সাবধান ।" কথাগুলো বলেই ফোনটা কেটে যায় । মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে কলকাতা পুলিশের উপর মহলে । বেঁধে যায় হুলুস্থুল কাণ্ড ।


কলকাতা পুলিশের শীর্ষকর্তারা তদন্তের ভার দেয় স্পেশাল টাস্কফোর্সকে । এইসব ক্ষেত্রে কলকাতা পুলিশের নির্দিষ্ট SOP রয়েছে । সেই অনুযায়ী আঁটোসাঁটো করা হয় কলকাতার নিরাপত্তা । সম্ভাব্য সব স্থানে ছড়িয়ে দেওয়া হয় পুলিশের বিশেষ দল । সক্রিয় হয়ে ওঠেন গোয়েন্দারা । এর পাশাপাশি শুরু হয় অপরিচিত সেই ফোন কলারের খোঁজ । জানা যায়, যে ফোন করেছে তার নাম অর্কপ্রভ গঙ্গোপাধ্যায় । মহেশতলা ইডেন সিটির বাসিন্দা । পুলিশের জানা প্রয়োজন ছিল, কোথা থেকে এই ইনফরমেশন সে পেয়েছে । কিন্তু জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, স্রেফ মজা করতেই ফোন করেছিল ওই ব্যক্তি । পুলিশের হেল্পলাইন নম্বর 100-তে ফোন করে এই ধরনের "মজা" শাস্তিযোগ্য অপরাধ । তাই গ্রেপ্তার করা হয় অর্কপ্রভকে ।

জানা গেছে, অর্কপ্রভ পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার । পুলিশকে ফোন করার সময় সে মদ্যপ অবস্থায় ছিলেন । বুধবার তাকে আদালতে তোলা হলে পুলিশকে ফোন করে ব্যতিব্যস্ত করার জন্য বিচারক একদিনের হাজতবাসের নির্দেশ দেন ।

কলকাতা, 6 অগাস্ট : লালবাজারের কন্ট্রোলরুমে ফোন করে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে হাজতবাস যুবকের ৷ কলকাতায় বোমা রাখার ভুয়ো ফোন কলে হইচই পড়ে গিয়েছিল কলকাতা পুলিশে ৷ সত্যিটা জানার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ঘটনাটি ঘটে মঙ্গলবার ৷ তখন লালবাজারের কন্ট্রোল রুমে অবিরাম বেজে চলেছে ফোন । কারও প্রয়োজনে ওষুধ, কেউ চাইছেন অন্য কোনও সাহায্য । এমন সময় হঠাৎ এক পুলিশকর্মী ফোন তুলে শুনতে পেলেন অন্য রকম কথা । ফোনের ওপার থেকে কেউ বলে উঠল, "কলকাতায় হবে বোমা বিস্ফোরণ । সাবধান ।" কথাগুলো বলেই ফোনটা কেটে যায় । মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে কলকাতা পুলিশের উপর মহলে । বেঁধে যায় হুলুস্থুল কাণ্ড ।


কলকাতা পুলিশের শীর্ষকর্তারা তদন্তের ভার দেয় স্পেশাল টাস্কফোর্সকে । এইসব ক্ষেত্রে কলকাতা পুলিশের নির্দিষ্ট SOP রয়েছে । সেই অনুযায়ী আঁটোসাঁটো করা হয় কলকাতার নিরাপত্তা । সম্ভাব্য সব স্থানে ছড়িয়ে দেওয়া হয় পুলিশের বিশেষ দল । সক্রিয় হয়ে ওঠেন গোয়েন্দারা । এর পাশাপাশি শুরু হয় অপরিচিত সেই ফোন কলারের খোঁজ । জানা যায়, যে ফোন করেছে তার নাম অর্কপ্রভ গঙ্গোপাধ্যায় । মহেশতলা ইডেন সিটির বাসিন্দা । পুলিশের জানা প্রয়োজন ছিল, কোথা থেকে এই ইনফরমেশন সে পেয়েছে । কিন্তু জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, স্রেফ মজা করতেই ফোন করেছিল ওই ব্যক্তি । পুলিশের হেল্পলাইন নম্বর 100-তে ফোন করে এই ধরনের "মজা" শাস্তিযোগ্য অপরাধ । তাই গ্রেপ্তার করা হয় অর্কপ্রভকে ।

জানা গেছে, অর্কপ্রভ পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার । পুলিশকে ফোন করার সময় সে মদ্যপ অবস্থায় ছিলেন । বুধবার তাকে আদালতে তোলা হলে পুলিশকে ফোন করে ব্যতিব্যস্ত করার জন্য বিচারক একদিনের হাজতবাসের নির্দেশ দেন ।

Last Updated : Aug 6, 2020, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.