কলকাতা, 18 নভেম্বর : রাতের শহরে নাকা চেকিংয়ে সাফল্য পেল পুলিশ । আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ বিক্রি করতে এসে হানেনাতে ধরা পড়ল দুই যুবক । তাদের গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ ।
এক ধৃতের নাম সেখ সাদ্দাম হোসেন । তাকে জেরা করে করে রাতেই একবালপুর এলাকা থেকে বাবলু আরি নামে আরেকজনকে গ্রেফতার করা হয় । দু'জনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে । ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (বন্দর) জাফার আজমল বলেন, "নাকা চেকিংয়ের সময় প্রথমে শেখ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ । তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় । তাকে থানায় এনে জেরা করে রাতে তল্লাশি চালিয়ে ব্রেসবিজ এলাকা থেকে বাবলু আরি নামে অপর একজনের খোঁজ পায় পুলিশ ।"
আরও পড়ুন : Firearms : প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার 2
জানা গিয়েছে, তারা এলাকায় আগ্নেয়াস্ত্র সরবরাহের কাজে নিযুক্ত ছিল । কিন্তু কাদের তারা এই আগ্নেয়াস্ত্রগুলি পাঠাত, পাশাপাশি কারাই বা এই আগ্নেয়াস্ত্রগুলি কিনত ? এই আগ্নেয়াস্ত্রের চাহিদার উদ্দেশ্যেই বা কী ? এসব কিছুই জানার চেষ্টা করছে পুলিশ । ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ ।