ETV Bharat / state

লকডাউনে অপ্রয়োজনে রাস্তায়, গ্রেপ্তার 1302 - কলকাতা পুলিশ

কোরোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী দেশে লকডাউন ঘোষণা করেছেন ৷ এরপরও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার রাস্তায় দেখা গেল অনেকজনকে ৷ আর তাই সকাল থেকে তৎপর পুলিশও ৷ গতকাল রাতেই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে 299 জনকে ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 25, 2020, 3:07 PM IST

কলকাতা, 25 মার্চ : দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে পাঁচশো ৷ কেন্দ্রীয় সরকার 21 দিন লকডাউন করেছে দেশ । তারপরও হুঁশ ফেরেনি শহর কলকাতার । শহরে দেখা গেছে অপ্রয়োজনে মানুষজনকে ঘোরাঘুরি করতে । সেই সূত্রে সকাল থেকে সক্রিয় রয়েছে পুলিশ । তার আগে গতরাতে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে আরও 299 জনকে । রাজ্যে লকডাউন ঘোষণার পর থেকেই গতকাল বিকেল ৫টা পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল 1003 জনকে । সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল 1302 ।

নভেল কোরোনা মোকাবিলায় আইসোলেশনই একমাত্র পথ । সংক্রমণ ঠেকাতে জনবিচ্ছিন্ন করতে হবে নিজেকে । ভারতে সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এমন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে রাজ্য সরকার । বলা হচ্ছে, যতটা সম্ভব ভিড় এড়িয়ে যেতে । পৃথিবীর অন্য দেশের অভিজ্ঞতা বলছে, এভাবেই ছড়িয়েছে সংক্রমণ । আর তাই আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার । কিন্তু দেশবাসীর হুঁশ ফেরেনি । অন্তত মানুষের প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার প্রবণতা তেমনটাই বলছে । সরকারি নির্দেশিকায় কাজ না হওয়ার পর নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা । কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় করা হয়েছে লকডাউন । আজ বিকেল পাঁচটা থেকে লাগু হয়েছে সেই নির্দেশিকা । বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা । সেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ । জানা গেছে মোট গ্রেপ্তারির 640 জনের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ রয়েছে । 662 জনকে গ্রেপ্তার করা হয়েছে লকডাউন না মেনে অকারণে রাস্তায় ঘোরাঘুরি করার জন্য । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

আজ সকাল থেকেও গোটা শহরেই সক্রিয় রয়েছে পুলিশ । প্রত্যেকটি রাস্তার মোড়ে রয়েছে নাকা চেকিং । তার সঙ্গে প্রতিটি মহল্লায় অলিতে-গলিতে টহল দিচ্ছে পুলিশের বিশেষ দল । অকারণে দলবেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাদের প্রথমে অনুরোধ করা হচ্ছে বাড়িতে চলে যাওয়ার জন্য । সেটা না মানলে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে ।

কলকাতা, 25 মার্চ : দেশে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে পাঁচশো ৷ কেন্দ্রীয় সরকার 21 দিন লকডাউন করেছে দেশ । তারপরও হুঁশ ফেরেনি শহর কলকাতার । শহরে দেখা গেছে অপ্রয়োজনে মানুষজনকে ঘোরাঘুরি করতে । সেই সূত্রে সকাল থেকে সক্রিয় রয়েছে পুলিশ । তার আগে গতরাতে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে আরও 299 জনকে । রাজ্যে লকডাউন ঘোষণার পর থেকেই গতকাল বিকেল ৫টা পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল 1003 জনকে । সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াল 1302 ।

নভেল কোরোনা মোকাবিলায় আইসোলেশনই একমাত্র পথ । সংক্রমণ ঠেকাতে জনবিচ্ছিন্ন করতে হবে নিজেকে । ভারতে সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এমন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে রাজ্য সরকার । বলা হচ্ছে, যতটা সম্ভব ভিড় এড়িয়ে যেতে । পৃথিবীর অন্য দেশের অভিজ্ঞতা বলছে, এভাবেই ছড়িয়েছে সংক্রমণ । আর তাই আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার । কিন্তু দেশবাসীর হুঁশ ফেরেনি । অন্তত মানুষের প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার প্রবণতা তেমনটাই বলছে । সরকারি নির্দেশিকায় কাজ না হওয়ার পর নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা । কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় করা হয়েছে লকডাউন । আজ বিকেল পাঁচটা থেকে লাগু হয়েছে সেই নির্দেশিকা । বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা । সেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ । জানা গেছে মোট গ্রেপ্তারির 640 জনের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ রয়েছে । 662 জনকে গ্রেপ্তার করা হয়েছে লকডাউন না মেনে অকারণে রাস্তায় ঘোরাঘুরি করার জন্য । তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

আজ সকাল থেকেও গোটা শহরেই সক্রিয় রয়েছে পুলিশ । প্রত্যেকটি রাস্তার মোড়ে রয়েছে নাকা চেকিং । তার সঙ্গে প্রতিটি মহল্লায় অলিতে-গলিতে টহল দিচ্ছে পুলিশের বিশেষ দল । অকারণে দলবেঁধে রাস্তায় দাঁড়িয়ে থাকলে তাদের প্রথমে অনুরোধ করা হচ্ছে বাড়িতে চলে যাওয়ার জন্য । সেটা না মানলে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.