ETV Bharat / state

KMC Amusement Tax: বাড়ছে কলকাতা পৌরনিগমের বিনোদন কর, বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড় - মিলবে এই সব ক্ষেত্রে ছাড়

বাড়ছে চলেছে কলকাতা পৌরনিগমের বিনোদন কর ৷ তবে ছাড় মিলবে কর্পোরেশনের কমিউনিটি হল ও সেবামূলক কাজে ৷

Amusement Tax of KMC
বিনোদন কর
author img

By

Published : Jun 18, 2023, 3:51 PM IST

কলকাতা, 18 জুন: কেটেছে বছরের পর বছর ৷ পার্কিংয়ের মতই এতদিন বাড়ানো হয়নি কলকাতা পৌরনিগমের বিনোদন কর । তবে প্রায় 10 বছর পর তাতে বদল আসছে ৷ কারণ এবার বাড়তে চলেছে পৌরনিগমের বিনোদন কর । এই কর প্রায় 25 শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে । তবে শুধুই কর বাড়ানোর সিদ্ধান্ত নয়, আছে আরও একটি সুখবর । তা হল, এখন থেকে পৌর কমিউনিটি হল এবং শহরের অন্য কোথাও জনসেবামূলক কাজকর্মের ক্ষেত্রে বিনোদন করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন । মেয়র পারিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । তবে বিভিন্ন ব্যাঙ্কোয়েট হল বা ইভেন্টে চড়া হারে আদায় করা হবে বিনোদন কর । সেই কর নেওয়া হবে কম করে 10 শতাংশ থেকে সর্বোচ্চ 25 শতাংশ পর্যন্ত ।

পৌরনিগম সূত্রে খবর, বহুবছর ধরে কোনও কর বাড়েনি । তবে এবার বিনোদন কর বাড়বে ৷ এর পাশাপাশি বিনোদন কর তোলার ক্ষেত্রও বৃদ্ধি করা হচ্ছে । বেশ কিছু নতুন উৎস তৈরি করা হয়েছে যেখান থেকে কলকাতা কর্পোরেশন বিনোদন কর সংগ্রহ করবে । ফলে আয় বাড়তে পারে বলে মনে করছেন পৌরনিগমের আধিকারিকরা । আয় বাড়ানোর পাশাপাশি ভালো খবর হল, বেশ কিছু ক্ষেত্রে কেএমসি এই কর ছাড় দেবে । তার মধ্যে অন্যতম পৌর কমিউনিটি হল । সেখানে বিনোদনমূলক অনুষ্ঠানে নেওয়া হবে না এই কর । একইভাবে কলকাতায় ছড়িয়ে থাকা হল বা মঞ্চে যেখানে নাটক, নাচ-গান হয় সেখানে রক্তদানের মত অনুষ্ঠান হলে মিলবে ছাড় ।

আরও পড়ুন: 2 কোটি বিনোদন কর মেটালেও এখনও বকেয়া দেড় কোটি, কলকাতা পৌরনিগমের চাপে কেকেআর

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিনোদন কর অনেক ক্ষেত্রে আমরা নিচ্ছি । নাগরিকরা দিচ্ছেনও । কিছু বড় অনুষ্ঠানের ক্ষেত্রে বড় অংকের বিনোদন কর নেওয়া হয় ৷ সেখানে আমরা যা টাকা চাই তা সংস্থার তরফে বা আয়োজকরা অনেক সময় দিতে চান না ৷ উলটে তারা বলেন, এত টাকা কেন দেব । সেক্ষেত্রে দু'পক্ষ বসে আলোচনা করে নেওয়া হয় । তবে এবার নতুন কিছু ক্ষেত্র তৈরি হয়েছে যেখান থেকে বিনোদন কর নেওয়া হবে ।"

কলকাতা, 18 জুন: কেটেছে বছরের পর বছর ৷ পার্কিংয়ের মতই এতদিন বাড়ানো হয়নি কলকাতা পৌরনিগমের বিনোদন কর । তবে প্রায় 10 বছর পর তাতে বদল আসছে ৷ কারণ এবার বাড়তে চলেছে পৌরনিগমের বিনোদন কর । এই কর প্রায় 25 শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে । তবে শুধুই কর বাড়ানোর সিদ্ধান্ত নয়, আছে আরও একটি সুখবর । তা হল, এখন থেকে পৌর কমিউনিটি হল এবং শহরের অন্য কোথাও জনসেবামূলক কাজকর্মের ক্ষেত্রে বিনোদন করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন । মেয়র পারিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । তবে বিভিন্ন ব্যাঙ্কোয়েট হল বা ইভেন্টে চড়া হারে আদায় করা হবে বিনোদন কর । সেই কর নেওয়া হবে কম করে 10 শতাংশ থেকে সর্বোচ্চ 25 শতাংশ পর্যন্ত ।

পৌরনিগম সূত্রে খবর, বহুবছর ধরে কোনও কর বাড়েনি । তবে এবার বিনোদন কর বাড়বে ৷ এর পাশাপাশি বিনোদন কর তোলার ক্ষেত্রও বৃদ্ধি করা হচ্ছে । বেশ কিছু নতুন উৎস তৈরি করা হয়েছে যেখান থেকে কলকাতা কর্পোরেশন বিনোদন কর সংগ্রহ করবে । ফলে আয় বাড়তে পারে বলে মনে করছেন পৌরনিগমের আধিকারিকরা । আয় বাড়ানোর পাশাপাশি ভালো খবর হল, বেশ কিছু ক্ষেত্রে কেএমসি এই কর ছাড় দেবে । তার মধ্যে অন্যতম পৌর কমিউনিটি হল । সেখানে বিনোদনমূলক অনুষ্ঠানে নেওয়া হবে না এই কর । একইভাবে কলকাতায় ছড়িয়ে থাকা হল বা মঞ্চে যেখানে নাটক, নাচ-গান হয় সেখানে রক্তদানের মত অনুষ্ঠান হলে মিলবে ছাড় ।

আরও পড়ুন: 2 কোটি বিনোদন কর মেটালেও এখনও বকেয়া দেড় কোটি, কলকাতা পৌরনিগমের চাপে কেকেআর

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিনোদন কর অনেক ক্ষেত্রে আমরা নিচ্ছি । নাগরিকরা দিচ্ছেনও । কিছু বড় অনুষ্ঠানের ক্ষেত্রে বড় অংকের বিনোদন কর নেওয়া হয় ৷ সেখানে আমরা যা টাকা চাই তা সংস্থার তরফে বা আয়োজকরা অনেক সময় দিতে চান না ৷ উলটে তারা বলেন, এত টাকা কেন দেব । সেক্ষেত্রে দু'পক্ষ বসে আলোচনা করে নেওয়া হয় । তবে এবার নতুন কিছু ক্ষেত্র তৈরি হয়েছে যেখান থেকে বিনোদন কর নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.