ETV Bharat / state

Kolkata Municipal Corporation: প্রতি ওয়ার্ডে বিবেক উৎসব পালনে টাকা বরাদ্দ বন্ধ পৌরনিগমের - নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন

প্রতি ওয়ার্ডে বিবেক উৎসব (Vivek Utsav) পালন করতে টাকা দেওয়া হতো ৷ সেই টাকা বরাদ্দ বন্ধ করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷ বিরোধীতায় সরব বিজেপি ও বাম কাউন্সিলররা ৷ এই টাকা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ থেকে পেত পৌরনিগম ৷

কলকাতা পৌরনিগম
বিবেক উৎসব
author img

By

Published : Jan 11, 2023, 9:59 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিন (Swami Vivekananda Birth Anniversary) উপলক্ষ্যে 12 জানুয়ারি প্রতি বছর বিবেক উৎসব (Vivek Utsav) পালন করা হতো কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) প্রতি ওয়ার্ডে । এক একটি ওয়ার্ড পিছু 20 হাজার টাকা দেওয়া হতো কাউন্সিলরদের । সেই টাকা দেওয়া এবার বন্ধ করল পৌরনিগম (KMC Stops allocating money to celebrate Vivek Utsav) ।

সূত্রের খবর, এই টাকা আসত রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের তরফে । এবার সেই টাকা আসেনি ৷ আর্থিক সংকটের কারণে টাকা আসেনি বলে জানা গিয়েছে ৷ তাই বিবেক উৎসবের জন্য টাকা দেওয়া হবে না । ওই টাকা প্রত্যেক বছর কলকাতা পৌরনিগমের কাছে এলে কর্তৃপক্ষ তা প্রতি ওয়ার্ডে ভাগ করে দিত বলেই খবর সূত্রের । আর এই খবর সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন বাম বিজেপি কাউন্সিলররা । যদিও ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের এক আধিকারিক বলেন, "বিবেকানন্দের জন্মদিন যেমন হয় হবে । তবে বিবেক উৎসব টাকা দেওয়া নিয়ে মন্ত্রী বলতে পারবেন ।"

বছর 5-6 আগে বিবেকানন্দের জন্মদিন আরও বড় করে পালনের তোড়জোড় নেয় রাজ্য সরকার । সেই উদ্দেশ্যে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যান দফতরের তরফে একটা টাকা কলকাতা পৌরনিগমেকে দেওয়া হতো । সেই টাকা প্রতি ওয়ার্ডের কাউন্সিলরকে দেওয়া হতো । ব্যানারে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিবেক উৎসব পালন করা নিয়ে নির্দেশিকাও ছিল ।

সেই টাকা না পাওয়া নিয়ে অনেক সময় বিরোধী কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট কাউন্সিলররা অভিযোগ তুলেছেন ৷ যে তারা এই টাকা পাননি । অনেকে জায়গায় বরো চেয়ারম্যানরা বিরোধীদলের কাউন্সিলরদের হাতে সেই টাকা না দিয়ে, বরো এক্সিকিউটিভদের দিয়ে খরচ করাতেন । পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ও রাখি বন্ধন উৎসব করতেও ওয়ার্ডগুলিকে আর্থিক সহায়তা করত কলকাতা পৌরনিগম । এ বছর সেগুলির আর্থিক সাহায্য পাবে কি না কাউন্সিলররা, তার সদুত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের তরফে ।

করোনাকালে দু'বছর বন্ধ ছিল এই টাকা দেওয়া ৷ তবে কাউন্সিলররা আশা করেছিল দু'বছর পর ফের চালু হবে । তবে সেটা এবার বন্ধ হয়ে যেতে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ বলেন, "বিবেক যাই বলুক বাস্তব অন্য কথা বলছে । কোষাগারে টাকা নেই । ডিএ দিতে পারছে না । তাই বিবেকানন্দের জন্মদিন পালন এখন অতীত ।"

আরও পড়ুন: স্বামীজির 161তম জন্মবার্ষিকী, শনিতে বেলুড় মঠে আনন্দ-উৎসব

কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান বাম কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, "শাসকদলের যখন দরকার ছিল তখন রাজনৈতিক স্বার্থে বিবেক উৎসব করেছে । পৌর আয় বেড়েছে দাবি করে বোর্ড । তাহলে কেন এই কর্মসূচি করতে আর্থিক সাহায্য দেবে না ! এখন কী তবে তাদের কাছে বিবেকানন্দের গুরুত্ব কমে গেল ।" পৌরনিগমের এক আধিকারিক বলেন, "রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ যে টাকা দিত, সেটা আমরা ভাগ করে দিতাম 144টি ওয়ার্ডে । এবার পাওয়া যায়নি । তাই প্রতিটি কাউন্সিলরকে টাকা দেওয়া হয়নি । কেন্দ্রীয়ভাবে পালন করা হবে দিনটি ।"

কলকাতা, 11 জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিন (Swami Vivekananda Birth Anniversary) উপলক্ষ্যে 12 জানুয়ারি প্রতি বছর বিবেক উৎসব (Vivek Utsav) পালন করা হতো কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) প্রতি ওয়ার্ডে । এক একটি ওয়ার্ড পিছু 20 হাজার টাকা দেওয়া হতো কাউন্সিলরদের । সেই টাকা দেওয়া এবার বন্ধ করল পৌরনিগম (KMC Stops allocating money to celebrate Vivek Utsav) ।

সূত্রের খবর, এই টাকা আসত রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের তরফে । এবার সেই টাকা আসেনি ৷ আর্থিক সংকটের কারণে টাকা আসেনি বলে জানা গিয়েছে ৷ তাই বিবেক উৎসবের জন্য টাকা দেওয়া হবে না । ওই টাকা প্রত্যেক বছর কলকাতা পৌরনিগমের কাছে এলে কর্তৃপক্ষ তা প্রতি ওয়ার্ডে ভাগ করে দিত বলেই খবর সূত্রের । আর এই খবর সামনে আসতেই নিন্দায় সরব হয়েছেন বাম বিজেপি কাউন্সিলররা । যদিও ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের এক আধিকারিক বলেন, "বিবেকানন্দের জন্মদিন যেমন হয় হবে । তবে বিবেক উৎসব টাকা দেওয়া নিয়ে মন্ত্রী বলতে পারবেন ।"

বছর 5-6 আগে বিবেকানন্দের জন্মদিন আরও বড় করে পালনের তোড়জোড় নেয় রাজ্য সরকার । সেই উদ্দেশ্যে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যান দফতরের তরফে একটা টাকা কলকাতা পৌরনিগমেকে দেওয়া হতো । সেই টাকা প্রতি ওয়ার্ডের কাউন্সিলরকে দেওয়া হতো । ব্যানারে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিবেক উৎসব পালন করা নিয়ে নির্দেশিকাও ছিল ।

সেই টাকা না পাওয়া নিয়ে অনেক সময় বিরোধী কংগ্রেস, বিজেপি ও বামফ্রন্ট কাউন্সিলররা অভিযোগ তুলেছেন ৷ যে তারা এই টাকা পাননি । অনেকে জায়গায় বরো চেয়ারম্যানরা বিরোধীদলের কাউন্সিলরদের হাতে সেই টাকা না দিয়ে, বরো এক্সিকিউটিভদের দিয়ে খরচ করাতেন । পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ও রাখি বন্ধন উৎসব করতেও ওয়ার্ডগুলিকে আর্থিক সহায়তা করত কলকাতা পৌরনিগম । এ বছর সেগুলির আর্থিক সাহায্য পাবে কি না কাউন্সিলররা, তার সদুত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের তরফে ।

করোনাকালে দু'বছর বন্ধ ছিল এই টাকা দেওয়া ৷ তবে কাউন্সিলররা আশা করেছিল দু'বছর পর ফের চালু হবে । তবে সেটা এবার বন্ধ হয়ে যেতে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ বলেন, "বিবেক যাই বলুক বাস্তব অন্য কথা বলছে । কোষাগারে টাকা নেই । ডিএ দিতে পারছে না । তাই বিবেকানন্দের জন্মদিন পালন এখন অতীত ।"

আরও পড়ুন: স্বামীজির 161তম জন্মবার্ষিকী, শনিতে বেলুড় মঠে আনন্দ-উৎসব

কলকাতা পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্স কমিটির চেয়ারম্যান বাম কাউন্সিলর মধুছন্দা দেব বলেন, "শাসকদলের যখন দরকার ছিল তখন রাজনৈতিক স্বার্থে বিবেক উৎসব করেছে । পৌর আয় বেড়েছে দাবি করে বোর্ড । তাহলে কেন এই কর্মসূচি করতে আর্থিক সাহায্য দেবে না ! এখন কী তবে তাদের কাছে বিবেকানন্দের গুরুত্ব কমে গেল ।" পৌরনিগমের এক আধিকারিক বলেন, "রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ যে টাকা দিত, সেটা আমরা ভাগ করে দিতাম 144টি ওয়ার্ডে । এবার পাওয়া যায়নি । তাই প্রতিটি কাউন্সিলরকে টাকা দেওয়া হয়নি । কেন্দ্রীয়ভাবে পালন করা হবে দিনটি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.