- পৌরভোটে তৃণমূলের বেলাগাম সন্ত্রাসের অভিযোগ আনলেন 71 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কেকা মিত্র ৷ দিনভর ভোট লুটের অভিযোগ এনেছেন তিনি । তার প্রতিবাদেই শেষমেষ ভোট থেকে সরে দাঁড়িয়েছেন কেকা মিত্র । এদিন দুপুরে তাঁরা এই সিদ্ধান্ত নেন । প্রতিবাদে এলাকায় মিছিলও করেন ৷ পুলিশ প্রথমে মিছিলে বাম কর্মীদের আটকায় ৷ পরে তাঁদের গ্রেফতার করে ।
KMC Election 2021 : পৌরভোট থেকে সরে দাঁড়ালেন 71 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কেকা মিত্র - kolkata municipal corporation election today live
18:00 December 19
লক্ষ্য ছোট লালবাড়ি দখল ৷ সেই লক্ষ্যেই আজ কলকাতায় শুরু পৌর নির্বাচন ৷ রবিবার ছুটির দিন কলকাতা পৌরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে তিলোত্তমাবাসী ৷ নির্বাচন ঘিরে গোটা শহর জুড়ে নিরাপত্তায় কড়াকড়ি ৷ মোট বুথ রয়েছে 4959টি ৷ সংবেদনশীল বুথের সংখ্যা 1139টি ৷ নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনওরকম নিরাপত্তার ফাঁক না থাকে, সে বিষয়ে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন ।
17:29 December 19
- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 65.41 শতাংশ ৷
17:26 December 19
- কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে তালাবন্ধ বিজেপি বিধায়করা ৷
16:21 December 19
- বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ল 52.25 শতাংশ ৷
16:07 December 19
- মিত্র ইস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, "এখানে উৎসবে মেজাজে ভোট হচ্ছে ৷"
15:25 December 19
-
Mockery of Democracy.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Example of vote loot under the supervision of @CEOWestBengal
Sourav Das & executed by @KolkataPolice:
Voters being requested to vote for someone else's behalf as their votes have been cast by mysterious others.
Thousands of such instances have been recorded. pic.twitter.com/LtqpcOy6C1
">Mockery of Democracy.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 19, 2021
Example of vote loot under the supervision of @CEOWestBengal
Sourav Das & executed by @KolkataPolice:
Voters being requested to vote for someone else's behalf as their votes have been cast by mysterious others.
Thousands of such instances have been recorded. pic.twitter.com/LtqpcOy6C1Mockery of Democracy.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 19, 2021
Example of vote loot under the supervision of @CEOWestBengal
Sourav Das & executed by @KolkataPolice:
Voters being requested to vote for someone else's behalf as their votes have been cast by mysterious others.
Thousands of such instances have been recorded. pic.twitter.com/LtqpcOy6C1
- রাজ্য সরকারকে আক্রমণ করে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লিখলেন, "গণতন্ত্রের উপহাস ৷ রাজ্য নির্বাচন কমিশন, কলকাতা পুলিশ এবং সৌরভ দাসের তত্ত্বাবধানে ভোট লুটের উদাহরণ সামনে ৷ ভোটারদের ভোট রহস্যজনকভাবে দেওয়া হয়ে যাওয়ায় তাঁদের অন্যের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ৷ এরকম হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে।" এদিন সন্ধ্যা ছ'টা নাগাদ রাজভবনে স্মারকলিপি জমা দেবেন শুভেন্দু ৷
14:58 December 19
- টাকি বয়েজ স্কুলের ঘটনায় একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷
14:21 December 19
- অশান্তিতে তৃণমূল জড়িত থাকলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে ৷ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে 'অজুহাত' বললেন তিনি ৷
14:08 December 19
- বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে মানুষ নেই ৷ তাই তারা এত অভিযোগ করছে, ধরনা দিচ্ছে ৷ এভাবেই বিরোধীদের সমালোচনা করলেন প্রাক্তন মেয়র তথা এবারের তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম ৷
14:06 December 19
- বেলা বাড়ার সঙ্গে বাড়বে ভোটদানের হার ৷ 100 নম্বর ওয়ার্ডের নাকতলা শিশু ভারতী স্কুলে ভোট দিয়ে বেরিয়ে বললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
14:05 December 19
- 101, 102, 110 ও 109 নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলেছে সিপিএম ৷
13:34 December 19
- দুপুর একটা পর্যন্ত ভোটের হার 37.89 শতাংশ ৷
13:23 December 19
- "নির্বাচনের নামে প্রহসন হচ্ছে ৷ পুলিশ ভয়ে কিছু বলছে না ৷" কলকাতা পৌরভোটের অশান্তি নিয়ে ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরে সাংসদ তথা এরাজ্যের বিজেপির সহ সভাপতি অর্জুন সিং ৷
12:53 December 19
-
Governor WB Shri Jagdeep Dhankhar stressed that peaceful polls with no fear in the mind of voter and absence of interference of state apparatus are at heart of any election process. #KMC Election. pic.twitter.com/ZzPwD0PFjl
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Governor WB Shri Jagdeep Dhankhar stressed that peaceful polls with no fear in the mind of voter and absence of interference of state apparatus are at heart of any election process. #KMC Election. pic.twitter.com/ZzPwD0PFjl
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021Governor WB Shri Jagdeep Dhankhar stressed that peaceful polls with no fear in the mind of voter and absence of interference of state apparatus are at heart of any election process. #KMC Election. pic.twitter.com/ZzPwD0PFjl
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021
- সস্ত্রীক ভোট দিয়ে পৌরভোটে হিংসা নিয়ে রাজ্যকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ স্ত্রীকে নিয়ে ভোটদানের পর সাংবাদিকদের সামনে তিনি উষ্মা প্রকাশ করেন তিনি ৷
12:33 December 19
- "দিওয়ালির পর এবং বড়দিনের আগে আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি ৷ শেষ 10 বছরে যেভাবে আমরা কাজ করেছি তাতে মানুষের সমর্থন আমাদের দিকেই থাকবে ৷ তৃণমূল কংগ্রেস রেকর্ড মার্জিনে জিতবে ৷" ভোট দিয়ে বেরিয়ে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷
12:31 December 19
- সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে যেভাবে ভোট হচ্ছে তাতে আমি খুশি ৷ ভোট দিয়ে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
12:22 December 19
- কলকাতা পৌর নির্বাচনে হিংসার প্রতিবাদে দুপুর 1টার থেকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ৷ ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷
12:21 December 19
- কালিকাপুর এফপি স্কুলে 8-14 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ৷
12:19 December 19
- 109 নম্বর ওয়ার্ডের সবকটি বুথে কবজার অভিযোগ তুলেছে বিজেপি ৷ অভিযোগ 19 নম্বর বুথের বিজেপি এজেন্টকে মারধর করে বাইরে বের করে দেওয়া হয়েছে ৷
11:37 December 19
- সকাল 11টা পর্যন্ত কলকাতা পৌরভোটে ভোটের হার 19.35 শতাংশ ৷
11:27 December 19
- শিয়ালদহে টাকি হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত একজন ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ৷
11:26 December 19
- বেহালা পূর্ব বিধানসভার 121 নম্বর ওয়ার্ডের বুথ নম্বর 1 ও 2 তে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ বুথের সামনে তৃণমূলের এজেন্টরা তৃণমূল প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায়ের নাম লিখে ঘুরে বেড়াচ্ছে ৷ তবে অভিযোগ মানতে অস্বীকার করেছে তৃণমূল ৷
11:03 December 19
- 36 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ ৷ খান্না হাইস্কুলের বুথের সামনে বোমাবাজির ঘটনার পর ভোটার শূন্য হয়ে যায় এলাকা ৷
11:02 December 19
- তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ 100 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ৷ রামগড় এলাকায় তাঁকে হেনস্থা করার অভিযোগ ৷
10:57 December 19
- 101, 102 এবং 110 নম্বর ওয়ার্ডে অবাধ ছাপ্পা ভোটের অভিযোগ ৷ ভোট লুঠের প্রতিবাদে সিপিএম প্রার্থীরা বাঘাযতীন মোড়ে রাস্তা অবরোধে সামিল হন ৷
09:49 December 19
- বুথের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ তুললেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা 68 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় ৷ পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি ৷
09:35 December 19
- একে শীত তায় আবার ছুটির দিন ৷ সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল মাত্র 9.09 শতাংশ ৷
09:21 December 19
- 124 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শংকর শিকদার ৷
09:18 December 19
- 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ রিপোর্ট তলব কমিশনের ৷
09:01 December 19
- বাগবাজারে বিজেপি প্রার্থী ব্রজেশ্বর ঝার সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ৷ তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷
09:01 December 19
- দক্ষিণ কলকাতায় 69 নাম্বার ওয়ার্ডে ভোটের দিন দেখা গেল অন্য ছবি ৷ ফাঁকা রাস্তায় ক্রিকেটে মজলেন স্থানীয় যুবকরা ৷
08:44 December 19
- 58 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷
08:38 December 19
- সকাল 11টায় সস্ত্রীক ভোট দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
08:37 December 19
- 9 নম্বর ওয়ার্ডের একটি বুথে পোলিং এজেন্ট বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা ৷
08:35 December 19
- ভোটকেন্দ্র থেকে সিপিএমের পার্টি সদস্য আশিস সিংহকে বের করে দেওয়ার অভিযোগ ৷ 1 নম্বর ওয়ার্ডের উত্তরায়ন কমিউনিটি হলের 5 নম্বর বুথের ঘটনা ৷
08:34 December 19
- 101 নম্বর ওয়ার্ডের কেন্দুয়া গার্লস স্কুলের বুথ দখলের অভিযোগ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ৷
08:32 December 19
- 73 নম্বর ওয়ার্ডের জয় হিন্দ ভবনে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল প্রার্থীর ছবি ও পোস্টার ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
07:41 December 19
- 20 নম্বর ওয়ার্ডের কোনও বুথে বিরোধী দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ এমনই অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ রাতভর বাড়ি বাড়ি গিয়ে শাসকদলের বিরুদ্ধে হুমকির অভিযোগ ৷
07:37 December 19
- 4 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের দুটি বুথে ইভিএম বিকল ৷
07:03 December 19
- ঘড়ির কাঁটা সকাল সাতটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল ভোটগ্রহণ ৷
06:40 December 19
- ভোটের আগের রাতে 91 নম্বর ওয়ার্ডের সিপিএমের বুথ এজেন্টকে গুলি করে খুনের হুমকি ৷ অভিযোগ শাসক দলের এক কর্মীর বিরুদ্ধে ৷
06:40 December 19
- শহরের আইনশৃঙ্খলায় যাতে কোনওরকম বড় সমস্যা না হয়, তা নিশ্চিত করতে প্রায় সমস্ত রাস্তাগুলিতেই নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ ।
06:22 December 19
- সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ ৷ কলকাতা পৌর নির্বাচনে মোট বুথের সংখ্যা 4959 । তার মধ্যে প্রধান বুথ 4739, অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথের সংখ্যা 220 ।
18:00 December 19
লক্ষ্য ছোট লালবাড়ি দখল ৷ সেই লক্ষ্যেই আজ কলকাতায় শুরু পৌর নির্বাচন ৷ রবিবার ছুটির দিন কলকাতা পৌরসভার ভাগ্য নির্ধারণ করতে ভোটের লাইনে তিলোত্তমাবাসী ৷ নির্বাচন ঘিরে গোটা শহর জুড়ে নিরাপত্তায় কড়াকড়ি ৷ মোট বুথ রয়েছে 4959টি ৷ সংবেদনশীল বুথের সংখ্যা 1139টি ৷ নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনওরকম নিরাপত্তার ফাঁক না থাকে, সে বিষয়ে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন ।
- পৌরভোটে তৃণমূলের বেলাগাম সন্ত্রাসের অভিযোগ আনলেন 71 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কেকা মিত্র ৷ দিনভর ভোট লুটের অভিযোগ এনেছেন তিনি । তার প্রতিবাদেই শেষমেষ ভোট থেকে সরে দাঁড়িয়েছেন কেকা মিত্র । এদিন দুপুরে তাঁরা এই সিদ্ধান্ত নেন । প্রতিবাদে এলাকায় মিছিলও করেন ৷ পুলিশ প্রথমে মিছিলে বাম কর্মীদের আটকায় ৷ পরে তাঁদের গ্রেফতার করে ।
17:29 December 19
- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 65.41 শতাংশ ৷
17:26 December 19
- কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে তালাবন্ধ বিজেপি বিধায়করা ৷
16:21 December 19
- বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ল 52.25 শতাংশ ৷
16:07 December 19
- মিত্র ইস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, "এখানে উৎসবে মেজাজে ভোট হচ্ছে ৷"
15:25 December 19
-
Mockery of Democracy.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Example of vote loot under the supervision of @CEOWestBengal
Sourav Das & executed by @KolkataPolice:
Voters being requested to vote for someone else's behalf as their votes have been cast by mysterious others.
Thousands of such instances have been recorded. pic.twitter.com/LtqpcOy6C1
">Mockery of Democracy.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 19, 2021
Example of vote loot under the supervision of @CEOWestBengal
Sourav Das & executed by @KolkataPolice:
Voters being requested to vote for someone else's behalf as their votes have been cast by mysterious others.
Thousands of such instances have been recorded. pic.twitter.com/LtqpcOy6C1Mockery of Democracy.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 19, 2021
Example of vote loot under the supervision of @CEOWestBengal
Sourav Das & executed by @KolkataPolice:
Voters being requested to vote for someone else's behalf as their votes have been cast by mysterious others.
Thousands of such instances have been recorded. pic.twitter.com/LtqpcOy6C1
- রাজ্য সরকারকে আক্রমণ করে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ লিখলেন, "গণতন্ত্রের উপহাস ৷ রাজ্য নির্বাচন কমিশন, কলকাতা পুলিশ এবং সৌরভ দাসের তত্ত্বাবধানে ভোট লুটের উদাহরণ সামনে ৷ ভোটারদের ভোট রহস্যজনকভাবে দেওয়া হয়ে যাওয়ায় তাঁদের অন্যের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ৷ এরকম হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে।" এদিন সন্ধ্যা ছ'টা নাগাদ রাজভবনে স্মারকলিপি জমা দেবেন শুভেন্দু ৷
14:58 December 19
- টাকি বয়েজ স্কুলের ঘটনায় একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷
14:21 December 19
- অশান্তিতে তৃণমূল জড়িত থাকলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে ৷ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে বেরিয়ে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি, বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে 'অজুহাত' বললেন তিনি ৷
14:08 December 19
- বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলির সঙ্গে মানুষ নেই ৷ তাই তারা এত অভিযোগ করছে, ধরনা দিচ্ছে ৷ এভাবেই বিরোধীদের সমালোচনা করলেন প্রাক্তন মেয়র তথা এবারের তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম ৷
14:06 December 19
- বেলা বাড়ার সঙ্গে বাড়বে ভোটদানের হার ৷ 100 নম্বর ওয়ার্ডের নাকতলা শিশু ভারতী স্কুলে ভোট দিয়ে বেরিয়ে বললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
14:05 December 19
- 101, 102, 110 ও 109 নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি তুলেছে সিপিএম ৷
13:34 December 19
- দুপুর একটা পর্যন্ত ভোটের হার 37.89 শতাংশ ৷
13:23 December 19
- "নির্বাচনের নামে প্রহসন হচ্ছে ৷ পুলিশ ভয়ে কিছু বলছে না ৷" কলকাতা পৌরভোটের অশান্তি নিয়ে ইটিভি ভারতকে প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুরে সাংসদ তথা এরাজ্যের বিজেপির সহ সভাপতি অর্জুন সিং ৷
12:53 December 19
-
Governor WB Shri Jagdeep Dhankhar stressed that peaceful polls with no fear in the mind of voter and absence of interference of state apparatus are at heart of any election process. #KMC Election. pic.twitter.com/ZzPwD0PFjl
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Governor WB Shri Jagdeep Dhankhar stressed that peaceful polls with no fear in the mind of voter and absence of interference of state apparatus are at heart of any election process. #KMC Election. pic.twitter.com/ZzPwD0PFjl
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021Governor WB Shri Jagdeep Dhankhar stressed that peaceful polls with no fear in the mind of voter and absence of interference of state apparatus are at heart of any election process. #KMC Election. pic.twitter.com/ZzPwD0PFjl
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 19, 2021
- সস্ত্রীক ভোট দিয়ে পৌরভোটে হিংসা নিয়ে রাজ্যকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ স্ত্রীকে নিয়ে ভোটদানের পর সাংবাদিকদের সামনে তিনি উষ্মা প্রকাশ করেন তিনি ৷
12:33 December 19
- "দিওয়ালির পর এবং বড়দিনের আগে আমরা গণতন্ত্রের উৎসব পালন করছি ৷ শেষ 10 বছরে যেভাবে আমরা কাজ করেছি তাতে মানুষের সমর্থন আমাদের দিকেই থাকবে ৷ তৃণমূল কংগ্রেস রেকর্ড মার্জিনে জিতবে ৷" ভোট দিয়ে বেরিয়ে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷
12:31 December 19
- সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে যেভাবে ভোট হচ্ছে তাতে আমি খুশি ৷ ভোট দিয়ে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
12:22 December 19
- কলকাতা পৌর নির্বাচনে হিংসার প্রতিবাদে দুপুর 1টার থেকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ৷ ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ৷
12:21 December 19
- কালিকাপুর এফপি স্কুলে 8-14 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ৷
12:19 December 19
- 109 নম্বর ওয়ার্ডের সবকটি বুথে কবজার অভিযোগ তুলেছে বিজেপি ৷ অভিযোগ 19 নম্বর বুথের বিজেপি এজেন্টকে মারধর করে বাইরে বের করে দেওয়া হয়েছে ৷
11:37 December 19
- সকাল 11টা পর্যন্ত কলকাতা পৌরভোটে ভোটের হার 19.35 শতাংশ ৷
11:27 December 19
- শিয়ালদহে টাকি হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ ৷ ঘটনায় গুরুতর আহত একজন ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ৷
11:26 December 19
- বেহালা পূর্ব বিধানসভার 121 নম্বর ওয়ার্ডের বুথ নম্বর 1 ও 2 তে সিপিএম প্রার্থী আশিস মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ বুথের সামনে তৃণমূলের এজেন্টরা তৃণমূল প্রার্থী রূপক গঙ্গোপাধ্যায়ের নাম লিখে ঘুরে বেড়াচ্ছে ৷ তবে অভিযোগ মানতে অস্বীকার করেছে তৃণমূল ৷
11:03 December 19
- 36 নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ ৷ খান্না হাইস্কুলের বুথের সামনে বোমাবাজির ঘটনার পর ভোটার শূন্য হয়ে যায় এলাকা ৷
11:02 December 19
- তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ 100 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ৷ রামগড় এলাকায় তাঁকে হেনস্থা করার অভিযোগ ৷
10:57 December 19
- 101, 102 এবং 110 নম্বর ওয়ার্ডে অবাধ ছাপ্পা ভোটের অভিযোগ ৷ ভোট লুঠের প্রতিবাদে সিপিএম প্রার্থীরা বাঘাযতীন মোড়ে রাস্তা অবরোধে সামিল হন ৷
09:49 December 19
- বুথের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ তুললেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা 68 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় ৷ পুলিশকে বিষয়টি জানিয়েছেন তিনি ৷
09:35 December 19
- একে শীত তায় আবার ছুটির দিন ৷ সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল মাত্র 9.09 শতাংশ ৷
09:21 December 19
- 124 নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী শংকর শিকদার ৷
09:18 December 19
- 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ রিপোর্ট তলব কমিশনের ৷
09:01 December 19
- বাগবাজারে বিজেপি প্রার্থী ব্রজেশ্বর ঝার সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি ৷ তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷
09:01 December 19
- দক্ষিণ কলকাতায় 69 নাম্বার ওয়ার্ডে ভোটের দিন দেখা গেল অন্য ছবি ৷ ফাঁকা রাস্তায় ক্রিকেটে মজলেন স্থানীয় যুবকরা ৷
08:44 December 19
- 58 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ ৷
08:38 December 19
- সকাল 11টায় সস্ত্রীক ভোট দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
08:37 December 19
- 9 নম্বর ওয়ার্ডের একটি বুথে পোলিং এজেন্ট বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা ৷
08:35 December 19
- ভোটকেন্দ্র থেকে সিপিএমের পার্টি সদস্য আশিস সিংহকে বের করে দেওয়ার অভিযোগ ৷ 1 নম্বর ওয়ার্ডের উত্তরায়ন কমিউনিটি হলের 5 নম্বর বুথের ঘটনা ৷
08:34 December 19
- 101 নম্বর ওয়ার্ডের কেন্দুয়া গার্লস স্কুলের বুথ দখলের অভিযোগ ৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ৷
08:32 December 19
- 73 নম্বর ওয়ার্ডের জয় হিন্দ ভবনে বুথের 100 মিটারের মধ্যে তৃণমূল প্রার্থীর ছবি ও পোস্টার ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷
07:41 December 19
- 20 নম্বর ওয়ার্ডের কোনও বুথে বিরোধী দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ এমনই অভিযোগ শাসকদলের বিরুদ্ধে ৷ রাতভর বাড়ি বাড়ি গিয়ে শাসকদলের বিরুদ্ধে হুমকির অভিযোগ ৷
07:37 December 19
- 4 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ডের দুটি বুথে ইভিএম বিকল ৷
07:03 December 19
- ঘড়ির কাঁটা সকাল সাতটার ঘর ছুঁতেই শুরু হয়ে গেল ভোটগ্রহণ ৷
06:40 December 19
- ভোটের আগের রাতে 91 নম্বর ওয়ার্ডের সিপিএমের বুথ এজেন্টকে গুলি করে খুনের হুমকি ৷ অভিযোগ শাসক দলের এক কর্মীর বিরুদ্ধে ৷
06:40 December 19
- শহরের আইনশৃঙ্খলায় যাতে কোনওরকম বড় সমস্যা না হয়, তা নিশ্চিত করতে প্রায় সমস্ত রাস্তাগুলিতেই নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশ ।
06:22 December 19
- সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ ৷ কলকাতা পৌর নির্বাচনে মোট বুথের সংখ্যা 4959 । তার মধ্যে প্রধান বুথ 4739, অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথের সংখ্যা 220 ।