ETV Bharat / state

Kolkata Municipal Corporation : কলকাতা পৌরনিগমে করোনা আক্রান্তের ফোন, বাড়িতে পৌঁছল 11 রকমের খাবার - ফিরহাদ হাকিম

এক ফোনেই করোনা আক্রান্তের বাড়িতে 11 রকমের খাবার পৌঁছে দিল কলকাতা পৌরনিগম ৷ কী রয়েছে সেই তালিকায় ?

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Sep 6, 2021, 10:47 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : একটা ফোন ৷ আর তাতেই বাড়িতে পৌঁছল বিভিন্ন রকমের খাবার ৷ তাও আবার বিনামূল্যে ৷ হ্যাঁ, আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে খাবার পৌঁছে দিল কলকাতা পৌরনিগম ৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷

পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে ফোন করেন দক্ষিণ কলকাতার ব্রহ্মপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল নন্দী ৷ ফোনে তিনি জানান, তাঁর মা করোনা আক্রান্ত হওয়ায় দুজনেই গৃহবন্দি ৷ খাবার এনে দেওয়ার মতো কেউ নেই ৷ ডাক্তারি পরামর্শে তাঁদের দু‘জনের এই মুহূর্তে পুষ্টিকর খাবারের প্রয়োজন । কিন্তু অর্থের অভাবে তা জোগাড় করতে পারছেন না ।

শুনলে অবাক হবেন এই ফোন পাওয়ার পর কলকাতা পৌরনিগমের কর্মীরা তালিকা ধরে 11 ধরনের খাবার ইন্দ্রনীলবাবুর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন ।
কী রয়েছে সেই তালিকায় ?
1. চিড়ে - 2 কেজি
2. মুড়ি - 2 কেজি
3. চিনি - 2 কেজি
4. গুড় - 500 গ্রাম
5. বিস্কুট - 4 প্যাকেট
6. ছাতু - 1 কেজি
7. চানাচুর - 1 কেজি
8. সোয়াবিন - 2 কেজি
9. ডিম - 30 পিস
10.কাজু - 250 গ্রাম
11. পেস্তা - 200 গ্রাম


শনিবার ফোন করে সাহায্যের আবেদন জানানোর পর রবিবার ছুটি থাকায় সোমবার ওই যুবকের বাড়িতে তালিকা ধরে খাবার পাঠানো হয় কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে ।

আরও পড়ুন : Mechanised Planting Machine : আস্ত গাছ তুলে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন কিনছে বন দফতর

কলকাতা, 6 সেপ্টেম্বর : একটা ফোন ৷ আর তাতেই বাড়িতে পৌঁছল বিভিন্ন রকমের খাবার ৷ তাও আবার বিনামূল্যে ৷ হ্যাঁ, আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে খাবার পৌঁছে দিল কলকাতা পৌরনিগম ৷ ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷

পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে ফোন করেন দক্ষিণ কলকাতার ব্রহ্মপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল নন্দী ৷ ফোনে তিনি জানান, তাঁর মা করোনা আক্রান্ত হওয়ায় দুজনেই গৃহবন্দি ৷ খাবার এনে দেওয়ার মতো কেউ নেই ৷ ডাক্তারি পরামর্শে তাঁদের দু‘জনের এই মুহূর্তে পুষ্টিকর খাবারের প্রয়োজন । কিন্তু অর্থের অভাবে তা জোগাড় করতে পারছেন না ।

শুনলে অবাক হবেন এই ফোন পাওয়ার পর কলকাতা পৌরনিগমের কর্মীরা তালিকা ধরে 11 ধরনের খাবার ইন্দ্রনীলবাবুর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন ।
কী রয়েছে সেই তালিকায় ?
1. চিড়ে - 2 কেজি
2. মুড়ি - 2 কেজি
3. চিনি - 2 কেজি
4. গুড় - 500 গ্রাম
5. বিস্কুট - 4 প্যাকেট
6. ছাতু - 1 কেজি
7. চানাচুর - 1 কেজি
8. সোয়াবিন - 2 কেজি
9. ডিম - 30 পিস
10.কাজু - 250 গ্রাম
11. পেস্তা - 200 গ্রাম


শনিবার ফোন করে সাহায্যের আবেদন জানানোর পর রবিবার ছুটি থাকায় সোমবার ওই যুবকের বাড়িতে তালিকা ধরে খাবার পাঠানো হয় কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে ।

আরও পড়ুন : Mechanised Planting Machine : আস্ত গাছ তুলে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন কিনছে বন দফতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.