ETV Bharat / state

Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত - বিজ্ঞাপন

কলকাতা মেট্রোর স্মার্ট গেটেও এবার ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ গতকালই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এজন্য বেশ কয়েকটি কর্পোরেট সংস্থার থেকে দরপত্রের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে একটি সংস্থাকে ৷

Kolkata Metro
আয় বাড়াতে এবার মেট্রোর স্মার্ট গেটেও ব্রান্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতা মেট্রোর
author img

By

Published : Sep 26, 2021, 8:28 AM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড ও মেট্রো স্টেশনের পর এবার ব্র্যান্ডিং করা হবে মেট্রোর গেটেও । এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ এরজন্য নর্থ-সাউথ করিডোরের 304টি স্মার্ট গেটকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । এর আগে মেট্রো স্টেশন এবং স্মার্টকার্ডের ব্র্যান্ডিংয়ের শর্ত দেওয়া হয়েছিল কর্পোরেট সংস্থাগুলিকে । কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রে এটি একটি অভিনব পদক্ষেপ ।

করোনা প্যানডেমিকের জেরে প্রথম ও দ্বিতীয় লকডাউনে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল কলকাতার মেট্রো পরিষেবা । আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয়ে ভিড় কমেছে অনেকটাই । তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে এই বিকল্প পথের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । এর ফলে বার্ষিক আয় বাড়বে অনেকটাই । আগে স্মার্টকার্ড ও স্টেশনগুলির ভিতর ও বাইরের অংশকে বেসরকারি সংস্থাগুলি বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করত । এবার নর্থ-সাউথ মেট্রো নেটওয়ার্কের 304টি স্মার্ট গেটেও বিজ্ঞাপনী প্রচারের জন্য ব্যবহার করতে পারবে সংস্থাগুলি ।

আরও পড়ুন: ভবানীপুরের ভোটার তালিকায় নাম ভোট কৌশলী প্রশান্ত কিশোরের !

সম্প্রতি কলকাতা মেট্রো রেলের পোর্টালে প্রকাশ করা হয়েছিল দরপত্র । যে সংস্থাগুলি টেন্ডার জমা দিয়েছিল তাঁদের মধ্যে থেকে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য মেট্রো রেল চুক্তিবদ্ধ হয়েছে । ইতিমধ্যেই শুরু হয়েছে ব্র্যান্ডিংয়ের কাজও । এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ-সল্টলেক স্টেডিয়ামে কো-ব্রান্ডিং হয়েছে । সল্টলেক স্টেডিয়াম স্টেশনটির নামের আগে ব্র্যান্ডিংয়ের অঙ্গ হিসেবে বসছে আইএফএ কথাটি । এছাড়াও কলকাতা মেট্রোর একাধিক স্টেশনকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে যেমন, করুণাময়ী, শোভাবাজার-সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর । ঠিক একইভাবে স্মার্টকার্ডেও লেগেছে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া ৷ কলকাতা মেট্রোর স্মার্টকার্ডেও বসেছে বন্ধন ব্যাঙ্কের লোগো ।

কলকাতা, 26 সেপ্টেম্বর: কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড ও মেট্রো স্টেশনের পর এবার ব্র্যান্ডিং করা হবে মেট্রোর গেটেও । এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷ এরজন্য নর্থ-সাউথ করিডোরের 304টি স্মার্ট গেটকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । এর আগে মেট্রো স্টেশন এবং স্মার্টকার্ডের ব্র্যান্ডিংয়ের শর্ত দেওয়া হয়েছিল কর্পোরেট সংস্থাগুলিকে । কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রে এটি একটি অভিনব পদক্ষেপ ।

করোনা প্যানডেমিকের জেরে প্রথম ও দ্বিতীয় লকডাউনে একটা দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল কলকাতার মেট্রো পরিষেবা । আবার পরিষেবা চালু হলেও সংক্রমণের ভয়ে ভিড় কমেছে অনেকটাই । তাই কলকাতা মেট্রোর আয় বাড়াতে এই বিকল্প পথের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । এর ফলে বার্ষিক আয় বাড়বে অনেকটাই । আগে স্মার্টকার্ড ও স্টেশনগুলির ভিতর ও বাইরের অংশকে বেসরকারি সংস্থাগুলি বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করত । এবার নর্থ-সাউথ মেট্রো নেটওয়ার্কের 304টি স্মার্ট গেটেও বিজ্ঞাপনী প্রচারের জন্য ব্যবহার করতে পারবে সংস্থাগুলি ।

আরও পড়ুন: ভবানীপুরের ভোটার তালিকায় নাম ভোট কৌশলী প্রশান্ত কিশোরের !

সম্প্রতি কলকাতা মেট্রো রেলের পোর্টালে প্রকাশ করা হয়েছিল দরপত্র । যে সংস্থাগুলি টেন্ডার জমা দিয়েছিল তাঁদের মধ্যে থেকে একটি বেসরকারি সংস্থার সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য মেট্রো রেল চুক্তিবদ্ধ হয়েছে । ইতিমধ্যেই শুরু হয়েছে ব্র্যান্ডিংয়ের কাজও । এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ-সল্টলেক স্টেডিয়ামে কো-ব্রান্ডিং হয়েছে । সল্টলেক স্টেডিয়াম স্টেশনটির নামের আগে ব্র্যান্ডিংয়ের অঙ্গ হিসেবে বসছে আইএফএ কথাটি । এছাড়াও কলকাতা মেট্রোর একাধিক স্টেশনকে ব্র্যান্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে যেমন, করুণাময়ী, শোভাবাজার-সুতানুটি, চাঁদনীচক, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার ও বরাহনগর । ঠিক একইভাবে স্মার্টকার্ডেও লেগেছে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া ৷ কলকাতা মেট্রোর স্মার্টকার্ডেও বসেছে বন্ধন ব্যাঙ্কের লোগো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.